
শরৎ তুই এলি!
আয় সখি গলা মিলিয়ে খুব করে কাঁদি,
কেমন করে কাঁদবো সই চোখ দুটো মোর শুকনো মরা নদী!
জলাধারশূন্য এখন আমি, সব জল ডাকে পাঠিয়েছি মেঘ বন্ধি খামে বর্ষার নামে।
তবে আমরা ভেসে বেড়াতে পারি শুভ্র গগনে ধবল বাড়ির উঠোনে,
কিংবা হারিয়ে যেতে পারি পেঁজো তুলার পাহাড়ি ভুবনে,
কেবল একটি শর্তে আমি রাজি,খুঁজে ফিরে হাত ধরে ফিরবো আবার মাটির ঘরে।
শরৎ তুই এলি!
আয় তবে সখি লুকোচুরি খেলি কাশবেন!
কাশফুলের রেশম কোমল পেলবতা মাখি সারা বদনে।
ফিরে এসে উঠোন মাচার ঝিঙে ফুল নিয়ে পরবো কানে দুল!
গোধূলি গায়ে মেখে নেচে উঠবে মন, যেন হরিণী চঞ্চল!
ঝিঁঝি পোকা সেতার বাজাবে শুনশান প্রকৃতি গাইবে বাউল গান
ঝিরিঝিরি হাওয়ায় পতপতে উড়নি উড়া বাঁশপাতার বাঁশিতে ধরবে সুরের টান!
তোর আকাশের চেয়ে আমার মাটির ঘরে আছে ঢের আয়োজন।
ও শরৎ সই থেকে যা একটি রাত,একসাথে দেখবো রাঙা প্রভাত!
২১/০৮/২০২০ইং
৩৫টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
শরতের আকাশ ভাদ্রমেঘে ঢাকা তবুও উড়ে যায় কাশফুলে কিংবা রংধনু বিকালে কিছুধূলিমাখা পথে
তবুও শরত শরত শরত——অনেক শুভেচ্ছা কবি দিদি
খাদিজাতুল কুবরা
শরতের একরাশ মিষ্টি ভালোলাগা এবং শুভেচ্ছা জানবেন দাদা।
অনেক ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
অসাধারণ কবিতা!
মুগ্ধ হলাম এমন শারদীয় বন্ধুত্বে।
★জলাধারশূন্য এখন আমি, সব জল ডাকে পাঠিয়েছি মেঘ বন্ধি খামে বর্ষার নামে।
তবে আমরা ভেসে বেড়াতে পারি শুভ্র গগনে ধবল বাড়ির উঠোনে,
কিংবা হারিয়ে যেতে পারি পেঁজো তুলার পাহাড়ি ভুবনে,**
অনেক অনেক সুন্দর করে বলেছেন!
একরাশ ভালোবাসা মিষ্টি কবিতায় ❤❤
খাদিজাতুল কুবরা
আপু আপনার মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা।
এতো সুন্দর প্রশংসা পেয়ে সত্যিই আমি আপ্লূত।
প্রথম থেকেই আপনি আমায় উৎসাহ যুগিয়েছেন।
অনেক ধন্যবাদ এবং অফুরান ভালবাসা রইলো প্রিয় আপু।
কামাল উদ্দিন
শরতের মেঘের ভেলা ভরা আকাশ, আর বাংলার আনাচে কানাচে কাশফুলদের অবাধ বিচরণ সত্যিই মনটাকে কবি করে তোলে, যদিও আমি আপনাদের মতো লিখতে পারি না……….শারদীয় ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
খাদিজাতুল কুবরা
ভাইয়া আপনার মন্তব্য আমার কলমের অনুপ্রেরণা হয়ে থাকবে।
খুব ভালো থাকুন শুভকামনা সর্বক্ষণ।
আপনার লেখা পড়ে তারপর বলবো বাকিটা।
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আমি লিখতে জানিনা, খালি ঘুরতে জানি।
খাদিজাতুল কুবরা
আপনার ভ্রমণ বর্ণনা পড়েছি, পড়ে ভ্রমণের জন্য আকুলতা অনুভব করেছি। লেখকের স্বার্থকতা সেখানেই।
ছাইরাছ হেলাল
এমন সুন্দর করে শরৎ আঁকলে মন্তব্যে আর কী ই বা বাকি থাকে !!
আপনার শরৎ বন্দনায় শরতের আসল রূপ তুলে নিয়েছেন।
অনেক অনেক সুন্দর।
খাদিজাতুল কুবরা
এমন মন্তব্য শুধুই অনুপ্রেরণা।
অশেষ ধন্যবাদ এবং শরতের শুভেচ্ছা রইল।
সুপর্ণা ফাল্গুনী
বাপরে ! কি সুন্দর করে বললেন সব জল ডাকে পাঠিয়েছেন মেঘবন্দি খামে বর্ষার নামে। সত্যিই তো ঐ আকাশের থেকে মাটির ঘরে আয়োজন টা ঢের বেশি। শরৎ সখি হয়ে আসুক সবার ঘরে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
খাদিজাতুল কুবরা
দিদি ভাই শরতের শুভ্র কাশফুলের শুভেচ্ছা এবং ভালোবাসা অফুরান রইলো।
ফয়জুল মহী
বাহ্ ,, দারুন শরতের সৌন্দর্য উপভোগ আপনার নিপুণ লেখনীতে।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ মহী ভাইয়া।
সবসময় অনুপ্রাণিত করার জন্যে কৃতজ্ঞতা জানবেন।
অনেক শুভেচ্ছা রইল
শামীম চৌধুরী
সকল কবি গল্পকারদের শরৎ নিয়ে কবিতা ও লেখা আমাকে ভীষন ভাবে টানে। হারিয়ে যাই আমি শরতের মাঝে।
আমারও বলতে ইচ্ছে করে-
আয় গলাগলি করি
কাঁশফুলের সনে
তোকে নিয়ে হারিয়ে যাই
শ্বেতশুভ্র কাঁশবনে
দুজনে মিলে খেলবো আজ
ঝোলাপাতি
চঁড়ুইভাতি
আয় গলাগলি করি।
দারুন কবিতা। শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
শরতের আগমন সত্যি প্রকৃতিকে সবুজ শ্যামল করে সাজিয়ে তোলে।
আমাদের মনকেও কম,/বেশি রাঙায়।
আমার লেখা আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
শুভেচ্ছা অবিরাম।
প্রদীপ চক্রবর্তী
ঋতুর মধ্য শরৎ আমার বেশ প্রিয়।
একদিকে আগমনী ছোঁয়া অন্যদিকে কাশফুলের মনমাতানো গন্ধ।
বেশ ভালো লিখেছেন দিদি।
খাদিজাতুল কুবরা
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আপ্লূত হলাম দাদা।
খুব ভালো থাকুন শুভকামনা নিরন্তর
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন আপু সত্যি মুগ্ধ হলাম, শরৎকাল আমারও প্রিয় ঋতু কবিতায় মুগ্ধতা ছড়িয়ে গেল।
ভালো থ্কুন, শুভ কামনা রইল আপু
খাদিজাতুল কুবরা
প্রিয় ঋতু শরতের শুভেচ্ছা নিও প্রিয়।
ভালোবাসা রইলো একরাশ।
রেজওয়ানা কবির
শরৎ তুই এলি! আয় সখী গলা মিলিয়ে খুব করে কাঁদি।খুব ভালো লাগল।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ আপু।
আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
ভালো থাকবেন শুভকামনা নিরন্তর
সুপায়ন বড়ুয়া
শরৎ কাব্য অপুর্ব চয়নে
মনটা গেল ভরে।
কাশবনের দৃশ্য দেখে
স্মৃতিরা জাপটে ধরে।
ভাল লাগলো। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
দাদা আপনার ভালো লেগেছে এটাই আমার কলমের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকুন শুভকামনা রইল
সুপায়ন বড়ুয়া
আপনি ও ভাল থাকবেন। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু।
তোর আকাশের চেয়ে আমার মাটির ঘরে আছে ঢের আয়োজন।
ও শরৎ সই থেকে যা একটি রাত,একসাথে দেখবো রাঙা প্রভাত।”
অসাধারণ।এমন আহ্বান উপেক্ষা করার সামর্থ্য বোধহয় নেই।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ আপুনি।
খুব ভালো থাকুন। সুন্দর সুন্দর কবিতা লিখুন।
হ্যাপী ব্লগিং।
তৌহিদ
আপনার মতো করে লেখকের শৈল্পিক শব্দের কারুকাজে শরতের স্বপ্ন দেখতে আমি অপারগ আপু। সাধুবাদ জানাচ্ছি।
দারুণ লিখেছেন। শুভকামনা রইলো।
খাদিজাতুল কুবরা
কি যে বলেন ভাইয়া আপনি কতো ভালো লিখেন বিষয় ভিত্তিক লেখা। আমার ও লিখতে ইচ্ছে করে কিন্তু সাহস হয়না। আপনার লেখা আমার ভীষণ ভালো লাগে অনেক কিছু জানতে পারি।
আমায় অনুপ্রেরণা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
তৌহিদ
আমি ভালো লিখি! কি যে বলেন আপু।
খাদিজাতুল কুবরা
আমি লেখক নই ঠিক কিন্তু পাঠক ততোটা মন্দ নই।দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি ভালো লিখেন।
শুভকামনা আপনার কলমের জন্য।
আরজু মুক্তা
শারদীয় শুভেচ্ছা
খাদিজাতুল কুবরা
আপু আপনাকে ও শরতের শুভেচ্ছা
সুরাইয়া পারভীন
আরে বাহ্! সুনিপুণ হাতে কারুকাজ।
শব্দের পিঠে শব্দ বসিয়ে চমৎকার এঁকেছেন
শরৎ সইকে।
শরৎ সই থেকে জানা বাপু এর একটা দিন বেশি😃😃
খাদিজাতুল কুবরা
দেখতে দেখতে চলে গেলো শরৎ।
আমার প্রিয় ঋতু শরৎ।
এতো সুন্দর মন্তব্যের জবাবে শুধু ধন্যবাদ নয় প্রাণভরা ভালোবাসা রইলো আপু।