স্বপ্নীল দিনের হিসাব

নায়িমা জাহান ১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ১০:৪৬:০৬পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

কিছু কিছু সময় আমার পৃথিবীটা টলটলে জলের মতো ছান্দসিক,
কিছু কিছু মুহূর্তে জীবনটা বোতলে আটকে পড়া জীয়ন পাখির মতো-
ঐ যে রূপকথার যে গল্প শুনে আমার হাসি কান্না নিলাম করতে শিখেছিলাম!

এই যে ক্লান্ত নির্ঘুম রাতেরা –
তোমরা সিডাকটিভ এর মতো আমায় এমন ব্যাকুল করে রাখো ক্যানো?

এক রাত্তিরে আমি ঠিক
বেসুরো মাতালের মতো ছন্দপতন ঘটাবো-
তোমার হৃদপিন্ডে হাতুড়ির আঘাত হেনে বলবো-

আমার স্বপ্নিল দিনের পূর্ণ হিসাব চাই,
নিলামে কত বিকিয়েছিস???

৬৮৬জন ৬১০জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ