কিছু কিছু সময় আমার পৃথিবীটা টলটলে জলের মতো ছান্দসিক,
কিছু কিছু মুহূর্তে জীবনটা বোতলে আটকে পড়া জীয়ন পাখির মতো-
ঐ যে রূপকথার যে গল্প শুনে আমার হাসি কান্না নিলাম করতে শিখেছিলাম!
এই যে ক্লান্ত নির্ঘুম রাতেরা –
তোমরা সিডাকটিভ এর মতো আমায় এমন ব্যাকুল করে রাখো ক্যানো?
এক রাত্তিরে আমি ঠিক
বেসুরো মাতালের মতো ছন্দপতন ঘটাবো-
তোমার হৃদপিন্ডে হাতুড়ির আঘাত হেনে বলবো-
আমার স্বপ্নিল দিনের পূর্ণ হিসাব চাই,
নিলামে কত বিকিয়েছিস???
৮টি মন্তব্য
মনির হোসেন মমি
বহু দিন পর এলেন আপু। শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই।
কিছু কিছু সময় আমার পৃথিবীটা টলটলে জলের মতো ছান্দসিক,
কিছু কিছু মুহূর্তে জীবনটা বোতলে আটকে পড়া জীয়ন পাখির মতো-
ঐ যে রূপকথার যে গল্প শুনে আমার হাসি কান্না নিলাম করতে শিখেছিলাম!
চমৎকার জীবনের সেয়ারিং।খুব ভাল লাগল।
তৌহিদ
সোনেলায় অনেকদিন পরে এলেন আপু। আশাকরি নিয়মিত আপনার লেখা পড়তে পারবো।
শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
বাহবা!
হিসাব নিতে হবে কড়া গণ্ডায়।
জীবন তো থেমে থাকেনা। অনুভূতি মরে যায়।
প্রদীপ চক্রবর্তী
কবিতা আমার বেশ প্রিয় তাই মন দিয়ে পড়লাম।
শুভকামনা দিদি।
মোঃ মজিবর রহমান
আপনার প্রফাইলে লেখা শব্দ মন কাড়ে
মোঃ মজিবর রহমান
কবিতা য় মুগ্ধ।
তই হিসাব খুব কঠিন। দেওয়া এবং নেওয়া।
জিবনে ব্যাকুলতা হাসি কান্না আনন্দ। আছেই।
ইঞ্জা
মন্ত্রমুগ্ধ হলাম অপূর্ব শব্দশৈলীতে। 😊
রেহানা বীথি
চমৎকার লিখেছেন