আমাদের পৃথিবীতে শুধু আমরা দুজন
বিনা মেঘে বজ্রপাতের মতনই
হঠাৎ ছিটকে যাই!
চোখের সামনে থেকে হারিয়ে যাও তুমি
সবকিছু ধোঁয়াটে !
আধোফোটা হাস্নাহেনার পাপড়িতে
ঢুলে পরেছে যে চাঁদ
সে থাকতে চায় প্রবল উন্মাদনায়
মায়ায় জড়াতে চায়
নীলাভ পৃথিবী দেখে !
সে পৃথিবী দেখছে আর আমি
অপেক্ষা করছি তোমার———–
ষষ্ঠ ইন্দ্রিয় চৌচির!
ক্রমশঃ তুমি কাছে আসলে,
হঠাৎ যেনো থেমে গেলো সব !
বুঝতে পারি —— তোমার স্পর্শ
প্রতিফলনে চাঁদটি আজ ফ্যাকাশে
স্বপ্নভরা রাতটিও বিমূর্ত !!
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ভাল করে পরতে হবে।
আরজু মুক্তা
পড়েন!! বানান কোনটা ভুল সেটা বলতে হবে
ছাইরাছ হেলাল
ভুল আছে নাকি!!
জিসান শা ইকরাম
বাহ! কবিতা তো আপনি ভালোই লেখেন।
আরো লেখুন,
শুভ কামনা।
আরজু মুক্তা
হুম!!!এটা সোজা লাগে।।গল্পটা কঠিন লাগে।আপনার অণুপ্রেরণা পেলে অবশ্য পারবো।।
জিসান শা ইকরাম
আমরা এখানে সবাই অনুপ্রেরণা দেই,
সবাই আমরা একই সোনেলা পরিবার।
তৌহিদ
দারুন হয়েছে কবিতা আপু। ভালো লাগলো পড়ে।
আরজু মুক্তা
শুভকামনা!!তবে আপনার মতো রম্য লিখার আমার খুব ইচ্ছে।
তৌহিদ
লিখে ফেলুন আপু।
মোঃ বোরহান উল ইসলাম
দারুণ….
আরজু মুক্তা
আপনাদের ভালোলাগাই আমার কাম্য!!
শামীম চৌধুরী
অসাধারন আপু।
আরজু মুক্তা
শুভকামনা!!
ছাইরাছ হেলাল
অনুজ্জ্বল চাঁদ বানের জ্যোৎস্না হয়ে আমাদের ভাসিয়ে
নিয়ে যাক, আবারও বারা বারে।
কবিতায় বানান সতর্কতা একটু জরুরী!!
হোক তা খুব সামান্য।
আরজু মুক্তা
কোন বানানটা ভুল মার্ক করেন।।
ছাইরাছ হেলাল
বাপ্রে!! কভি নেহি!!
আপনাকেই পেতে হবে, যদি আমার ভুল না হয়।
বানানে ভুল আছে নাকি!!
আরজু মুক্তা
ছাইরাস হেলাল,আপনাকে বলতে হবে।এটা কিছুটা চ্যালেন্জ
ছাইরাছ হেলাল
আপনি জিতেছেন!
আবু খায়ের আনিছ
ভালো লিখেন আপনি। আপনার আরো লেখা পড়তে চাই।
আরজু মুক্তা
আপনাকে ধন্যবাদ।।দোয়া করবেন।
রিতু জাহান
বাহ! বেশ প্রেম চলছে বুঝি শব্দের সাথে?
বেশ হয়েছে।
আরজু মুক্তা
কিছুটা।চুপিচুপি
মনির হোসেন মমি
সে পৃথিবী দেখছে আর আমি
অপেক্ষা করছি তোমার———–
ষষ্ঠ ইন্দ্রিয় চৌচির!
বাহ চমৎকার।
আরজু মুক্তা
শুভকামনা,আপু
সঞ্জয় মালাকার
বাহ্ চমৎকার..
আরজু মুক্তা
শুভকামনা
বন্যা লিপি
অনেক অনেক ভালো লাগলো লেখা। বেশি বেশি লিখুন। শুভেচ্ছা শুভ কামনা অবিরত🌹🌹🌹🌹
আরজু মুক্তা
আপনার মন্তব্য উৎসাহিত করে