স্বপ্নিল আহ্লাদী

ছাইরাছ হেলাল ২৫ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার, ০৯:১৫:১২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

দ্যুলোক না পাতাল তল! ফুড়ে এলি বুঝি?
এই, হাসিখুশি খুকি, ফুলপরী, দুঃসাহসী শিশু;
ছিলি কোথায়? কোন দুষ্টু ছুৎমার্গে, এত্ত কাল?

এভাবে হাছুমিছু মিড়মিড়িয়ে তাকিয়ে থেকে
হবে না কোন লাভ, এ বেলায়;
ওবেলায় আসিস বুড়ো হাবড়ার কাঁধে চড়ে
গা-গতরে হিসু ফেলে, চশমা ছিনিয়ে।

অনর্গল আলসে নয়না হোস না,
চঞ্চল নিক্বণ তুলে বলনা কী বলতে চাস,
তুই ডাকিনী নস, প্রখর ভয়ে কুপোকাত!
সে আমি হব না।
অপরূপ রূপান্তরের মায়া! স্বপ্নিল আহ্লাদিপনা!
তাতেও হবে না কাজ;
উহ, রুদ্ধশ্বাস বকবকানি!
প্রতিধ্বনিত নিঃশ্বাসাকুল হয়ে বলেই
ফেলনা নিগূঢ় কথাটি;

“নেবে আমাকে ঐ দারুচিনি দ্বীপে”

স্বভাবীস্বপ্ন চোখের তারায়,
অপেক্ষা কোন এক জীবিত পুনর্জনন, ভাবনায়।

৪১৩জন ৪১৩জন

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ