
বয়সন্ধি পেরুতেই যেন তুমি মায়াবতী যুবতী।
তোমার সর্বাঙ্গে ফুটেছে বাড়ন্ত যৌবন ,
তোমার সুডৌল স্তনে কামসূত্রের নমুনা।
তুমি গর্ভবতী হলে আমাদের মুখগুলোয় ফুটলো ভরাপূর্নিমা,
প্রসব বেদনায় তুমি যখন উন্মত্ত-
চতুর্দিক চমকালো অগণিত বর্ণিল আভা।
প্রসবযন্ত্রণা ভুলতে না ভুলতেই–
তুমি নষ্টদের কবলে !
সময়গুলো চলে গেল অসময়ের দখলে।
তবে কি জন্ম হল কতক জারজ জাতকের!
তবুও আশাবাদী আমরা যুগ-পরম্পরায়;
তোমার পূণ:পূণ রতিক্রিয়ায়।
ভুল ছিল কি আমাদেরও !
সুখ ছিনিয়ে আনবো বলে—
যৌবনের মোড় থেকে কিনে আনলাম দীর্ঘশ্বাস; এক নদী মরিচিকা !
তবুও কেঁদোনা মা ; ঘড়ির কাটায় মেলাও পা,
একটু হাঁটো, জিড়িয়ে নাও, আরেকটু হাঁটো।
এবার বসো অন্ধকারের মুখোমুখি,
ধৈর্যের পর্দায় রাখো চোখ,
দ্যাখো’ স্বপ্নের ক্যানভাসে ভেসে উঠছে–
আমাদের বেঁচে থাকবার মানচিত্র।
———————–0 0———————–
১৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ একটি কবিতা পেলাম দেশকে নিয়ে। খুব খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন
হালিম নজরুল
ধন্যবাদ সাথে থাকার জন্য।
সুরাইয়া পারভীন
তবুও আমরা আশাবাদী। আশা নিয়েই বেঁচে আছি/থাকি। চমৎকার লিখেছেন ভাইয়া।
হালিম নজরুল
শুভকামনা সবসময়
সুপায়ন বড়ুয়া
“ধৈর্যের পর্দায় রাখো চোখ,
দ্যাখো’ স্বপ্নের ক্যানভাসে ভেসে উঠছে–
আমাদের বেঁচে থাকবার মানচিত্র। “
অসাধারণ। এত সুন্দর করে কেউ বলেনিতো আগে ?
শুভ কামনা।
হালিম নজরুল
আপনার প্রেরণা শক্তি দেবে দাদা
ছাইরাছ হেলাল
বাহ্ বাহ্, এই তো চাই,
সময় আজ অসময়ের দখলে
তবুও আশায় থাকি আশায় বুক বেঁধে
সব কিছু নষ্টদের অধিকারে
যেতে পারে না, যাবে না,
এমন স্বপ্ন অধরায় ও থাকবে না।
হালিম নজরুল
কৃতজ্ঞতা রইল ভাই।
ফয়জুল মহী
অসাধারণ লেখা। খুবই ভালো লাগলো।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ভাই।
ইঞ্জা
ভুল ছিল কি আমাদেরও !
সুখ ছিনিয়ে আনবো বলে—
যৌবনের মোড় থেকে কিনে আনলাম দীর্ঘশ্বাস; এক নদী মরিচিকা !
আসলেই কি?
সত্যই তো।
হালিম নজরুল
মাঝেমধ্যে হতাশ হই ভাই।
তবুও আশা রাখি।
ইঞ্জা
হতাশা এখন সম্বল আমাদের, আশা নিরাশার দোলাচলে।
জিসান শা ইকরাম
অত্যন্ত ভালো দেশ নিয়ে এই কবিতা,
শুভ কামনা ভাই।
হালিম নজরুল
প্রেরণার জন্য ধন্যবাদ ভাই।
এস.জেড বাবু
ভুল ছিল কি আমাদেরও !
সুখ ছিনিয়ে আনবো বলে—
যৌবনের মোড় থেকে কিনে আনলাম দীর্ঘশ্বাস; এক নদী মরিচিকা !
বেশ লিখেছেন
হালিম নজরুল
আপনাদের প্রেরণাই আমার শক্তি। ধন্যবাদ ভাই।