স্বপ্ননীলা

স্বপ্ন নীলা ২৮ আগস্ট ২০১৪, বৃহস্পতিবার, ০৫:০৭:৩২অপরাহ্ন বিবিধ ৪২ মন্তব্য

পাহাড়ের সিড়ি বেয়ে উঠতে উঠতে একদিন তুমি বলেছিলে
তোমায় একটা পাহাড় কিনে দিব
পাহাড়টার নাম রাখবো ‘স্বপ্ননীলা’
বলেছিলাম হেসে – নীলা আমার সহ্য হয় না অন্তর !
আকাশের দিকে মুখ তুলে তুমি বলেছিলে-
উপরে আকাশ, তারপর পাহাড়, তারপর সমুদ্র এ তিনটিই ভয়ংকর সুন্দর
বলেছিলাম, সুন্দরও কি ভয়ংকর হয় !
ঘাসের ডগাগুলোকে আদর করতে করতে বলেছিলে-
যে সুন্দরের তুলনা যখন সে নিজেই তখন তা ভয়ংকর তো বটেই !

সী-র্বাড উড়ছে এদিক ওদিক, সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে তীরে
হরেক রকমের গাছগুলো আকাশের দিকে মুখ তুলে কথার মালা বুনছে
বাতাস লুকোচুরি খেলছে পাতায় পাতায় –
বলেছিলে খুব গম্ভীর স্বরে
এ স্বপ্ননীলা তোমার সহ্য হবেই,
পাহাড়ের কোল ঘেষে ছোট্ট একটা পাঠশালা থাকবে
কলকাকলীতে মুখর হবে স্বপ্ননীলা
এখানে থাকবে সাম্য,সমতা আর সম্প্রীতির বন্ধন।

একদিন কি যে হল, ভয়ংকর এক ভূমিকম্পে পাহাড় ধ্বসে গেল !
কোথায় হারিয়ে গেল স্বপ্ননীলা আর কোথায় তুমি অন্তর !

অন্তর ! আমি এখনো খুঁজে ফিরি একটি স্বপ্ননীলা
যেখানে থাকবে সাম্য, সমতা আর সম্প্রীতির বন্ধন !

লায়লা —- ২৭ আগস্ট,২০১৪

 

৬০৩জন ৬০৩জন
0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ