
তুমি অনেকটাই নিয়ন্ত্রণ করে নিয়েছো আমায় ~
ছলে, কৌশলে, মননে, দক্ষতার আদলে ~
ইচ্ছে হলেই পারি না যেতে, বৃত্তের বাহিরে ~
আচ্ছন্ন করে রেখেছো, দুরসন্ধি দৃষ্টিতে ~
রীতিতে, নীতিতে খবরদারী তোমার, প্রতিনিয়ত ~
ভালবাসার মায়ায় আবৃষ্ঠ আবরণে ।।
আমি বাঁধা পড়ি, মুঠোফোনের টাওয়ারে ~
অষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, তোমার হ্যা না সংলাপ ~
আমি বিস্মিত হই, উষ্ণতায় ভিজি, সুখানুভুতিতে ~
ছায়ার মতো উপলব্ধি করি, তোমার অদৃশ্য উপস্থিতি ~
সাহস জাগে, প্রাণ পাই, রোজকার কর্মকাঠামোতে ~
পরোক্ষ অনুপ্রেরণায় জাগ্রত তুমি সদাই ।।
অহর্নিশি তুমি স্বপ্ন চারিণী, নিঃসঙ্গতার বুক জুড়ে ~
জ্ঞ্যানে, ধ্যানে উপস্থিতি তোমার সরব, নিয়ম করে ~
আমি স্বপ্ন দেখি, বিভোর হই, প্রত্যাশায় অবিচল ~
অপেক্ষায় থাকি, প্রহর গুনি, নজর রাখি মেসেজের পাতায় ~
ভালবাসার উষ্ণ দুয়ার খোলে, স্বপ্ন চারিণী এসে ~
রোজ নামচায় খবর নিবে তুমি আমায় ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১৫/১২/১৯
ঢাকা
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অনেক ভালো লেগেছে কবিতাটি পড়ে। ধন্যবাদ ভাইয়া
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
ইকবাল কবীর
ভালো লিখেছেন। শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
অনেক শুভ কামনা
নুরহোসেন
চমৎকার লিখেছেন, ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুরাইয়া পারভিন
চমৎকার উপস্থাপন
ভালোলাগা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ
ইসিয়াক
বেশ সুন্দর। শুভকামনা রইলো্
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
শুভ কামনা
মনির হোসেন মমি
প্রেয়সীর মন জাগানোর চমৎকার প্রকাশ।খুব ভাল লাগল।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
স্বপ্নচারিনী ফিরে আসুক ফিরে বাস্তবে
শুভ কামনা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
জিসান শা ইকরাম
অপেক্ষার অবসান হোক, স্বপ্নচারিণী আসুক।
ভালো হয়েছে কবিতা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সৈকত দে
অসাধারণ প্রতিভা
কামরুল ইসলাম
ধন্যবাদ