স্বপ্নঃ অতন্দ্রিলা – ৪

অদ্ভুত শূন্যতা ১৫ আগস্ট ২০১৩, বৃহস্পতিবার, ১২:০৯:০২পূর্বাহ্ন বিবিধ ৯ মন্তব্য

এলোমেলো মেঘ জমে আছে আকাশের উপচ্ছায়ায়
সকালের সোনারোদে তবু পৃথিবী উজ্জ্বল
এমন দ্বিধান্বিত সময়ে তুমি ভেসে আসো
আদিম মৃত্তিকার মৌনতায়, আমারই কল্পলোকে,
অতন্দ্রিলা, নৈঃশব্দের মুখরতায় ভরে যায় একটি প্রহর,
তারপর, সময়ের ক্লান্ত কথকতা শূন্যতার পাখা মেলে,
থেকে যায় কিছু কথা, কিছু কথা উড়ে যায় ছায়া ফেলে।

৫৩৫জন ৫৩৫জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ