এলোমেলো মেঘ জমে আছে আকাশের উপচ্ছায়ায়
সকালের সোনারোদে তবু পৃথিবী উজ্জ্বল
এমন দ্বিধান্বিত সময়ে তুমি ভেসে আসো
আদিম মৃত্তিকার মৌনতায়, আমারই কল্পলোকে,
অতন্দ্রিলা, নৈঃশব্দের মুখরতায় ভরে যায় একটি প্রহর,
তারপর, সময়ের ক্লান্ত কথকতা শূন্যতার পাখা মেলে,
থেকে যায় কিছু কথা, কিছু কথা উড়ে যায় ছায়া ফেলে।
৯টি মন্তব্য
বনলতা সেন
সব তো উড়ে যায়নি , তাই ক্লান্ত হলেও পাখা সচল ।
অতন্দ্রিলা তুমি কিন্তু সুবিধের নও
অতন্দ্রিলা তুমি এবার কচু খাও ।
অদ্ভুত শূন্যতা
”অতন্দ্রিলা তুমি এবার কচু খাও” (y) (y) (y)
জিসান শা ইকরাম
অতন্দ্রিলা কি জানেন , তাকে নিয়ে কত সুন্দর কাব্য রচিত হচ্ছে ? তার মাঝে বিলীন এক কবি !
অদ্ভুত শূন্যতা
ধন্যবাদ ভাইয়া। মুগ্ধ হয়েছি মন্তব্যে।
ব্লগার সজীব
ছি ছি ছি , আপনি কচু খেতে বলেছেন ? আপ্নি খ্যব ক্রাপ ।
অদ্ভুত শূন্যতা
আমি বলিনি তো!! বনলতা বলেছে। আমি শুধু অবাক হয়ে উদ্ধৃত করেছি মাত্র। কচুতে বড় চুলকানি আমার, তবু কী আর করা মহামান্যা বনলতা যেহেতু বলেছেন!
আদিব আদ্নান
জমা মেঘ বৃষ্টি হয়ে আসবে এ ধরায় ।
অদ্ভুত শূন্যতা
জমে থাকা মেঘ বৃষ্টি হবে, বৃষ্টিধারায় ভেসে যাবে এলোমেলো মনপাঁচালি…
মিসু
কেউ আমাকে নিয়ে এত সুন্দর কবে থেকে লিখবে 🙁