
রাতের আঁধারে একটু আলোর আশায় নিজের সমস্ত শক্তি ব্যয়ে শত বাধা পেরিয়ে উড়তে উড়তে কোনোএক গোধূলি লগ্নে মোমবাতির সনে সন্ধি করেছিলাম। আঁধারে ঢাকা রাতে হঠাৎ মোমবাতির আলো।যেন এক আমাবস্যার চাঁদ!
আমি যে ছোট এক প্রতঙ্গ মাত্র। অতি কৌতুহলে তাই কতটুকু নিকটে যাব বুঝে উঠিনি।
ওমা! পিছনে তাকাতেই দেখি একি?আমার ডানা ততক্ষণে অগ্নি গ্রাস করে নিয়েছে।স্বপ্নের মায়াজাল বুনো হৃদয় পোড়ানোর ক্ষত নিয়ে বিষাদ সিক্ত মনে জ্বীর্ণ শরীরে কাতরে কাতরে গাঙ্গে এসে পড়লাম।
ততক্ষণে ডানা পুড়ে জীবনে উড়ার স্বপ্ন একেবারে শেষ। এখন আমি চাইলেও উড়ার সেই সামর্থ্য বা শক্তি কোনোটাই আমার নেই।
স্রষ্টার নিকট শুভ এবং সুন্দরের জন্য প্রার্থনা করা আর শুধুই স্রোতে ভেসে চলা।
কোনো দিন হয়তো তুমি সৈকতের লোনা জলে অপরূপ সৌন্দর্যের মহিমায় তোমার গা ভাসাবে আর সেই সুবাদে আমি নাহয় তোমায় স্পর্শ করবো….
১৬টি মন্তব্য
ইসিয়াক
কোনো দিন হয়তো তুমি সৈকতের লোনা জলে অপরূপ সৌন্দর্যের মহিমায় তোমার গা ভাসাবে আর সেই সুবাদে আমি নাহয় তোমায় স্পর্শ করবো ।
চমৎকার কাব্যিক উপস্থাপন।
শুভকামনা।
সৈকত দে
চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। পাশে থাকার জন্য ধন্যবাদ।
নুরহোসেন
ওমা! পিছনে তাকাতেই দেখি একি?আমার ডানা ততক্ষণে অগ্নি গ্রাস করে নিয়েছে।স্বপ্নের মায়াজাল বুনো হৃদয় পোড়ানোর ক্ষত নিয়ে বিষাদ সিক্ত মনে জ্বীর্ণ শরীরে কাতরে কাতরে গাঙ্গে এসে পড়লাম।
-অসাধারণ কথায় চমৎকার লিখেছেন, ভালো লাগলো।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রদানের জন্য।
সুরাইয়া পারভীন
স্বপ্ন গুলো এভাবেই পুড়ে পুড়ে হয়ে যায় ভস্ম। তখন কেবল প্রার্থনাটুকুই থাকে অবশিষ্ট।
শব্দ চয়ন, শব্দের গাঁথুনি উপস্থাপন সব মিলিয়ে দারুণ।👏👏
সৈকত দে
পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকিয়েন।
ইকবাল কবীর
ভালো লিখেছেন। চালিয়ে যান।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
স্রষ্টার নিকট শুভ এবং সুন্দরের জন্য প্রার্থনা করা আর শুধুই স্রোতে ভেসে চলা।
কোনো দিন হয়তো তুমি সৈকতের লোনা জলে অপরূপ সৌন্দর্যের মহিমায় তোমার গা ভাসাবে আর সেই সুবাদে আমি নাহয় তোমায় স্পর্শ করবো…. অসাধারণ অনুভূতি। শুভ কামনা রইল।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ দিদি। ভালো থাকবেন সবসময়।
জিসান শা ইকরাম
আগুনের কাছে সাবধানে যেতে হবে, নইলে স্বপ্ন পুড়ে যাবে।
একান্ত অনুভুতি ভালো হয়েছে।
সৈকত দে
ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রদানের জন্য।
মনির হোসেন মমি
স্বপ্ন বাস্তবায়ণ সবার ভাগ্যে হয় না তাই এ নিয়ে আফসোস থাকবেই তবে অন্যের সাফল্যে নিজেকে কিঞ্চিৎ স্পর্শ করতে পারলে মন আত্মতৃপ্তিতে ভরে উঠে।চমৎকার অনুভুতি।
সৈকত দে
চমৎকার মত প্রকাশ করেছেন। খুব ভালো লাগলো আপনার কথা গুলো। ধন্যবাদ।
আরজু মুক্তা
শেষ প্যারা দারুণ। শুভকামনা
সৈকত দে
ধন্যবাদ আপু। সাথে থাকবেন সবসময় এই প্রত্যাশা রইল।