সোনেলা ঘর- ২

জিসান শা ইকরাম ১৬ নভেম্বর ২০১৫, সোমবার, ০৯:৫৭:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৫৯ মন্তব্য

গল্প, কাহিনী বা ইতিহাসটি অন্যরকম হতে পারতো। কিন্তু প্রতিবারই তা স্বাভাবিক গতিতেই এগিয়েছে। বার বার ছন্দ পতনের চেষ্টা, প্রতিবারই বিফল ড্রাগনের মুখের আগুনের গোলা। অদম্য সোনালী মানুষদের পদযাত্রা থেমে থাকেনি।
কুড়ে ঘরই তো সোনেলা। এভাবেই থাকতে চেয়েছে এখানকার বাসিন্দা আমরা। একটি ছোট মাটির উঠোনে কিছু মানুষ এক্কা দোক্কা, ছি বুড়ি, ডাংগুলি, মার্বেল খেলে হই হুল্লোড় করা। হাঁপিয়ে উঠে যে উঠোনের যে কোন ঘরে গিয়ে মাটির কলসে রাখা শীতল জল পানে তৃপ্তি নেয়।

অনেক তো দেখলাম সোনেলায় এসে।
* সাইট হ্যাক হলো দুইবার প্রথম দিকে। হিংস্র জানোয়ারের মত সোনালী মানুষদের সাতশত পঞ্চাশটি পোষ্ট মুছে দেয়া, সাইকোদের অভাব নেই এই দুনিয়ায়।
* ‘ সোনেলার জনপ্রিয় ব্লগার ‘ এই সনদ দেখিয়ে অন্য ব্লগের মোডারেটর হওয়া, কিছু ব্লগারকে বই প্রকাশের প্রলোভন দেখিয়ে সোনেলা হতে নিয়ে নেয়া।
* অতি জনপ্রিয় একজন ব্লগারের নতুন একটি ব্লগ সৃষ্টি এবং বিভ্রান্তির চেষ্টা করা।
* সবশেষে আবার সোনেলায় লিখতে অনুৎসাহিত করা, অন্য কোন ব্লগে লেখার আমন্ত্রণ , নতুন একটি ব্লগ সৃষ্টির প্রলোভন।

” যারা জেনারেটরে আলো জ্বালাও, তারা দূর হও। এই শান্ত গোল পাতার ছাউনি, অন্ধকার আর আগুনমুখো ড্রাকুলায় ভয় পায়না আর। শুধু তোমাদের চাই, যারা ভালোবাসে ভালোবাসায়, ঘৃণা আর প্রতিহিংসায় না।”

এখানে যারা লেখেন তাদের অধিকাংশেরই লেখক হিসেবে প্রতিষ্ঠার কোন উচ্চাভিলাষ নেই। সোনেলাকে এরা রাফ খাতা বানিয়েছে।
সোনেলার যারা প্রতিষ্ঠাতা, তারা নিজের খেয়ে বনের মোষ তাড়ান। সোনেলা থেকে তাদের আয়ের কোন চিন্তা নেই।তাই এই ব্লগ সম্পূর্ণ অপেশাদার মানুষ দিয়েই চলে। যারা মানুষকে ভালোবাসে। এই ভালবাসা যারা বুঝবেন তারাই এখানে লিখবেন। এমনটাই প্রত্যাশা সোনেলার পরিচালকবৃন্দের।

সোনেলার প্রদীপ আছে। প্রদীপের আলো জ্বালিয়ে রেখেছেন এখানের সোনালী মানুষেরা। যেকেউ তাতে আলোকিত হতে পারে, আবার আলো ত্যাগ করে চলেও যেতে পারে। প্রদীপের আলো সবার ভালো লাগবে, লাগতেই হবে এমন কোন দিব্যি কেউ দেয়নি।

সোনেলার পাঠক, ব্লগার, শুভাকাঙ্ক্ষি, মডারেটর এবং পরিচালকবৃন্দদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।

সোনেলার নিজের কথা – তারপরেও অদম্য আমরা 

সোনেলা ঘর

৩৯৩জন ৩৯৩জন
0 Shares

৫৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ