
লেখালিখি করা আমার শখ। আমার কাছে মনের ক্ষুধা মেটানোর অন্যতম মাধ্যম হচ্ছে লেখার মাধ্যমে পাঠকদের সাথে আনন্দ-বেদনাগুলি ভাগাভাগি করা। কিন্তু হুটহাটতো আর যেখানেসেখানে লেখা যায় না। লেখার পরিবেশ, পাঠক সংখ্যা, নিজের আত্মসম্মান এসবই যেখানে রক্ষা পাবে সেখানেই একজন লেখক বিচরণ করবে এটাই স্বাভাবিক।
এ কথা অনস্বীকার্য, লেখার জন্য উপযুক্ত প্লাটফরমটি সোনেলাই আমাকে দিয়েছে। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই সোনেলার জন্মমাসে পাঠকদের সাথে নিজের অনুভূতি শেয়ার করা উচিত বলে আমি মনে করি।
আমি সোনেলাকে ভালোবাসি আমার প্রেমিকার মত। সোনেলার কাছে কিছু চাইবার নেই আমার। কারন সোনেলায় আমার ব্যক্তিগত প্রাপ্তি অনেক বেশী। যে শিক্ষা সোনেলা আমাকে দিয়ে চলেছে কোন কিছুর বিনিময়েই তার ঋণ শোধ হবার নয়।
আমার প্রতি সোনেলার সকলের ভালোবাসা অকৃত্রিম। আর সে কারনে আজও সোনেলায় বিচরন করতে ভালো লাগে আমার। লিখালিখির জগতে সোনেলা আমাকে দিয়েছে সম্মান। পেয়েছি পাঠকের অফুরান ভালোবাসা।
ভালোবাসা যেখানে মান অভিমান সেখানে থাকবেই। আর সোনেলার বাইরের কেউ সোনেলাকে নিয়ে কটূক্তি করলে সেটি আমার মোটেও সহ্য হয়না। বিশ্বাস করুন আমার এই ভালোবাসাও অকৃত্রিম।
➡ লেখা প্রকাশ করা মানেই আমি যা লিখব তা সবাই পছন্দ করবে এমনটা নয়। মনে রাখবেন, আপনার একটি ভালো লেখায় অন্যেরা নেতিবাচক মন্তব্য করার উদ্দেশ্য হচ্ছে বেশিরভাগ মানুষই প্রকৃতপক্ষে নিজেদের হীনমন্যতা এবং তাদের নিজস্ব স্বকীয়তা আপনার উপর চাপাতে চায়।
➡ আবার অনেকেই লেখা সম্পর্কে তাদের মতামত সুন্দরভাবে বুঝিয়ে বলেন নিজেদের মন্তব্যে, কিন্তু প্রকাশ ভঙ্গিতে মাধুর্যতা থাকেনা। তবে আমি বিশ্বাস করি যারা আপনার লেখায় ভিন্নমত পোষণ করে নিজেদের গঠনমূলক মন্তব্য দ্বারা আপনাকে উৎসাহ দেবেন তারাই সহব্লগার হিসেবে আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী।
➡ পাঠককে বুঝতে হলে আপনাকে বাহবা এবং তালির সুক্ষ্ম পার্থক্যটা বুঝতে হবে। জানতে হবে আপনার লেখায় কারা বাহবা দিচ্ছেন আর কারা তালি দিচ্ছেন। সুন্দর প্রকাশ, সুন্দর লিখেছেন, বেশ ভালো ব্লগে এই রকম দুই শব্দের মন্তব্য হচ্ছে তালি যা লেখকের জন্য ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে নিজের মতামত ব্যক্ত করে লেখা মন্তব্যই হচ্ছে বাহবা। বাহবা প্রদত্ত মন্তব্য আপনার লেখনশৈলীকে উত্তরোত্তর তীক্ষ্ণ করে।
➡ লেখক বা পাঠকগোষ্ঠী আপনার কোন ধরনের লেখা পড়তে আগ্রহী এবং লেখাকে উপভোগ করছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন। যদিও সবাইকে সন্তুষ্ট রাখা আমাদের সম্ভব নয়। তবে নির্দিষ্ট কিছু পাঠক কিন্তু আপনার আমার সব সময়ের শুভাকাঙ্ক্ষী। সোনেলার উন্মুক্ত প্লাটফর্মে লিখুন না শুধু তাদের জন্যই।
এসবই আমার নিজস্ব মতামত। আপনার পছন্দ না হলে নির্ভাবনায় এড়িয়ে যেতে পারেন।
সোনেলা ব্লগ ব্যতিত আমি অন্য কোথাও কোন ব্লগে আর কখনোই লিখিনি, লিখতে চাইও না। সোনেলা আমার কাছে শিক্ষার পবিত্র স্থান। এখানে আমি সবসময় একজন শিক্ষানবিশ হিসেবে থাকতেই পছন্দ করি।
পরিশেষে বলতে চাই, সোনেলা ব্লগ এগিয়ে চলুক তার আপন গতিতে। সোনেলার জন্মমাসে সোনেলায় বিচরণকারী সকল ব্লগার, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের সর্বদা পাশে থেকে আমাদের উৎসাহ দেবার জন্য মন থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
(সমাপ্ত)
সোনেলার জন্মোৎসব ২০২০ (আমার অনুভূতি – ৩য় পর্ব)
৪৩টি মন্তব্য
মনির হোসেন মমি
ভাইয়া এ পোষ্টে প্রথম মন্তব্যটি দিয়ে আপনার কষ্টসাধ্য আমার অপঠিত পোষ্টগুলোকে সন্মান জানিয়ে ফ্রি সময়ে পড়ার কথা দিলাম। এ পর্বে বেশ কিছু পাঠককে স্বরণ করিয়েছেন যা ছিলো সয়পোযোগি।পরিশেষে বলব লেখার সালোচনা না হলে সেটা কোন লেখাই হতে পারে না।আপনার সাথে সহমত পোষন করে জয়তু সোনেলা বলে- ভাল থাকুন।সুস্থ থাকুন।
তৌহিদ
অবশ্যই ভাইয়া, অপেক্ষায় রইলাম। সোনেলার উঠোনে আপনি আবারো নিয়মিত হবেন এটাই প্রত্যাশা।
ব্লগে সমালোচনা হবেই। আর সমালোচনা হয় বলেই ব্লগারের লেখায় ভিন্নতা আসে বলে আমি মনে করি।
ভালো থাকুন ভাইয়া। শুভকামনা রইলো।
সুপায়ন বড়ুয়া
সোনেলাকে নিয়ে তিন তিনটি পর্ব লিখে আপনার অনুভুতি প্রকাশ করে একদিকে সোনেলার প্রতি বিশ্বস্ততা ও ভালবাসের বহি:প্রকাশ। অন্যদিকে লেখক পাঠকের সম্পর্ক ও গ্রহনযোগ্যতা বিবেচনা করার বিশ্লেষন গুলো যতার্থ ভাবে তুলে ধরেছেন।
ভাল থাকবেন । শুভ কামনা নিরন্তর।
তৌহিদ
মোট চারটি পর্বে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় পাঠকদের সাথে কিছু বিষয় শেয়ার করেছে। আমি উপকৃত হয়েছি তাই পাঠকরাও যেন উপকৃত হন এটাই চাই দাদা। আমার সব লেখায় আপনার মন্তব্যে উৎসাহ পাই। এভাবেই পাশে থাকুন সবসময় এটাই চাওয়া।
ভালো থাকুন ভাই।
ইঞ্জা
সোনেলায় আপনাকে এনে আমি যে ভুল করিনি তার প্রমাণ প্রতি পদে পদেই দিয়েছেন আপনি যা আমাকে সবসময় আপ্লুত করে, আপনার প্রতিটি কথার সাথে আমিও একমত, সবার উচিত আপনার লেখাটিকে নিজের মাঝে ধারণ করা।
সুন্দর পোস্টটির জন্য সাধুবাদ জানাই।
তৌহিদ
আপনার হাত ধরে সোনেলাতে এসে নিজের কথাগুলো লেখায় সবার সাথে শেয়ার করতে পারছি এর জন্য ধন্যবাদ ভাই। আমি ব্লগিং এর ক্ষুদ্র অভিজ্ঞতা যা দিয়ে নিজে উপকৃত হচ্ছি তা দিয়ে পাঠক যেন উপকৃত হন এটাই চাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো
ইঞ্জা
ভালোবাসা এবং শুভেচ্ছা ভাই। 🥰
হালিম নজরুল
গতপর্বের মতই পড়ে মুগ্ধ হলাম। আপনার মতামতগুলোর সাথে আমি একমত। শুভকামনা সবসময়।
তৌহিদ
তবুও আপনার মতামত পেলে ভালো লাগতো। লেখক হিসেবে আপনার অভিজ্ঞতা শেয়ার করলে আমাদের উপকারেই লাগবে নিশ্চিত।
ভালো থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
সবার আন্তরিক ভালোবাসায় সোনেলা এগিয়ে চলুক নিজ ঔজ্জ্বল্যে এ কামনা
আমাদের সর্বক্ষণের।
তৌহিদ
আপনাদের পথনির্দেশনায় এগিয়ে যেতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে। শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
আপনার পয়েন্ট, মতামতের সাথে আমি একমত।
পরিশেষে বলতে চাই, সোনেলা ব্লগ এগিয়ে চলুক তার আপন গতিতে। সোনেলার জন্মমাসে সোনেলায় বিচরণকারী সকল ব্লগার, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের সর্বদা পাশে থেকে আমাদের উৎসাহ দেবার জন্য মন থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই কথাগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
তৌহিদ
আপনাকে সহব্লগার হিসেবে পেয়ে আমি/ আমরা গর্বিত আপু। আপনি নিজের কর্মগুনে সোনেলায় আপনার অবস্থান তৈরি করে নিয়েছেন। অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।
শুভকামনা সবসময়।
আলমগীর সরকার লিটন
অনেক সুন্দর কথা বলেছেন তৌহিদ দা একটা ব্লগ লেখা সীমান্ধতা নয় অনেক শুভ কামনা জানাই
তৌহিদ
আপনার জন্যেও অনেক শুভকামনা ভাই। ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
সমালোচনা না থাকলে ভালো কিছু উঠে আসবে না।
সোনেলা এগিয়ে চলুক।
আপনিও সুস্থ থাকুন
তৌহিদ
অবশ্যই আপু, লেখায় গঠনমূলক মন্তব্য লেখাকে আরো গ্রহণযোগ্য করে তোলে।
ভালো থাকুন আপু।
আরজু মুক্তা
শুভেচ্ছা অবিরাম
শামীম চৌধুরী
লেখককে দেয়া তোমার বিচার বিশ্লেষনমূলক উপদেশগুলি ভাল লাগলো।
খুব বিচক্ষন লেখনীতে পর্বটা শেষ করলে।
শুভ ব্লগিং।
তৌহিদ
ভাইজান ব্লগিং সম্পর্কে আমার জ্ঞান খুবই ক্ষুদ্র পরিসরের। সীমিত জ্ঞানে যতটুকু বুঝেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইজান।
শুভকামনা রইলো।
রেজওয়ানা কবির
ভালোবাসা ভালোলাগার একটা জায়গা দরকার,সোনেলা এমন এক যায়গা যেখানে সব অবলীলায় লেখা যায়,যেখানে হাল্কা হওয়া যায়,সবার বিশ্বাসের যায়গা এই সোনেলা।খুব ভালো লাগল ভাইয়া।শুভকামনা।
তৌহিদ
একদম ঠিক। ভালোবাসি বলেই আমরা সোনেলায় আসি। সহব্লগার হিসেবে আপনি অনন্য। অনেকদিন পরে এলেন আপু। ভালো আছেনতো?
শুভকামনা জানবেন।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া,আলহামদুলিল্লাহ ভালো আছি।একটু সমস্যার কারনে আসতে পারি নি।তবে খুব তাড়াতাড়ি নিয়মিত হবো।আর আসতে পারিনা বলে যে সোনেলাকে ভুলে গেছি তানা?ভালোবাসি সোনেলাকে,,,
তৌহিদ
মন্তব্যে প্রীত হলাম। ভালো থাকুন আপু।
রোকসানা খন্দকার রুকু
নিজের পাশাপাশি আমাদের জন্যও কিছু ম্যাসেজ দিয়ে গেলেন।যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার কাজে দেবে।
আপনার মতই বলতে চাই অন্য কোথাও লিখার বা যাওয়ার কোন ইচ্ছা নেই। তাই চাই সোনেলা দীর্ঘজীবী হউক।
শুভ কামনা।
তৌহিদ
আসলে নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পেরে নিজেরও ভালো লাগছে। সোনেলায় আমরা সবাই একসাথে এগিয়ে যাবো এটাই চাই। সহব্লগার হিসেবে আপনি অনন্য একজন। আমার সব লেখায় আপনার মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগায়।
শুভকামনা জানবেন আপু।
জিসান শা ইকরাম
প্রতিটি মানুষের চিন্তা ভাবনার পার্থক্য আছে। একজন লেখক যে ভাবনার উপর একটি লেখা লিখেন সবাই যে তার মত ভাববে এমন নয়। চিন্তার পার্থক্যের কারনে একজন পাঠক তার মত করে লেখাটি বুঝে মন্তব্য করেন। লেখককে এটি বুঝতে হবে।
লেখককে নিজের আনন্দের পাশাপাশি পাঠকের মনোভাবও বুঝতে হবে, পাঠকের কোন ধরনের লেখার প্রতি আগ্রহ বেশী, এসব ভেবেই একজন লেখককে লেখা লিখতে হবে।
আপনার সোনেলাকে নিয়ে লেখার প্রতিটি পর্বেই ব্লগারদের জন্য অনেক কিছু শেখার উপাদান আছে।
এমন লেখার জন্য ধন্যবাদ আপনাকে।
সোনেলা হয়ে উঠুক আমাদের সকলের শান্তির নীড়।
শুভ কামনা, শুভ ব্লগিং।
তৌহিদ
আপনার সুচিন্তিত মতামত সবসময়েই অনুপ্রেরণা দেয় ভাই। সহব্লগারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই। আমি আপনাদের কাছ থেকে পাওয়া শিক্ষাকেই নিজের ক্ষুদ্রজ্ঞানে সবার সাথে শেয়ার করলাম। পাঠক উপকৃত হলেই লেখাটি স্বার্থক।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।
সুরাইয়া পারভীন
আমিও বলতে চাই সোনেলা আমার কাছে আমার প্রিয়জনের মতোই। আমিও আর কোনো ব্লগে লিখিনি আর লিখতেও চাই না কোনোদিন। যতোদিন আমার লেখালেখির ক্ষমতা থাকবে আমি কেবল সোনেলার সাথেই থাকবো।
সোনেলাকে ভালোবেসেই বাঁচবো।
সোনেলার পথ চলা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো সোনেলার জন্য❤️❤️
তৌহিদ
আপনার মন্তব্যে প্রীত হলাম আপু। আপনি আপনার কর্মগুনে লেখনশৈলীর মাধ্যমে সোনেলায় নিজের অবস্থান করে নিয়েছেন। সোনেলার প্রতি আপনার ভালোবাসা আবেগ জেনে ভালো লাগলো।
এভাবেই পাশে থাকুন সবসময়।
খাদিজাতুল কুবরা
ব্লগ কি জানতাম না। ব্লগার মানে নাস্তিক এটাই শুনেছি।
সোনেলায় এসে খুঁজে পেলাম আপন ঠিকানা। সমমনা সহমর্মী মানুষ । এককথায় সোনেলাকে ভালোবেসে ফেলেছি। পড়তে চাই লিখতে চাই। যেহেতু লেখার শ্লেটে আমরা কাঁচা অবশ্যই অগ্রজদের সুপরামর্শ আমাদের দরকার। সেক্ষেত্রে তৌহিদ ভাইয়া শুরু থেকেই পেয়েছি। আজকের লেখাটি পড়ে ও অনেক কিছু শিখলাম। অনেক ধন্যবাদ সুন্দর অনুভূতি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য।
তৌহিদ
আপু ব্লগার মানেই নাস্তিক এটি যারা বলেন তারা আসলে না জেনেই বা ভুলবুঝে বলেন। একটা সময় ব্লগারদের উপরে কিছু অযাচিত নৃশংসতাই এর জন্য দায়ী। আমাদের বর্তমান লেখনীতে কেউই বলতে পারবেনা আমরা নাস্তিক। আর যারা নাস্তিকতা ছড়ায় তারা একটা ভিন্ন উদ্দেশ্য নিয়ে ছড়ায়। সোনেলা এসব থেকে মুক্ত। কাজেই নিশ্চিন্তে লিখুন।
আপনাকে সহব্লগার হিসেবে পেয়ে আমি/ আমরা গর্বিত। আমার লেখায় আপনার মন্তব্যে উৎসাহ পাই সবসময়।
শুভকামনা জানবেন আপু।
খাদিজাতুল কুবরা
সোনেলা ব্লগে না এলে হয়তো নাস্তিকতা নিয়ে ভুলটা থেকেই যেতো। এখানে এসে আমি সহব্লগারদের ধর্মপ্রাণ হিসেবেই দেখছি।
এটা নিছক সাহিত্যের সোনালী সোপান।
তৌহিদ
ধর্ম যার যার ব্যক্তিগত অনুভূতি আপু। একজন মানুষ ধর্ম মানবেন কি না সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ানোর পক্ষে আমি আমরা কেউই নই। আবার ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধির জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করারও ঘোর বিরোধি আমি।
ভালো থাকুন আপু।
মোঃ মজিবর রহমান
ব্লগার মানেই নাস্তিক এটা খালেদা জিয়ার রাজনৈতিক কৌশল। আর এর জন্যই এরা ধর্মকে নিয়ে রাজনিতি করেই আজ ডুবে গেছে অতল তলে।
আবার ১৯৯৬ সালে ইলেকশনে বদ্দ্রুজদোজা চৌধুরী বিটভি অনুষ্ঠানে এক হাতে কোরান অন্যুহাতে গিতা নিয়ে বলেছিল যদি নৌকায় ভোট দেন তবে মসজিদে উলধনি পড়বে আর ধানের শীষে সিলে আজান হইবে।
তৌহিদ
ভাই, কিছু মানুষ নিজের স্বার্থের জন্য ধর্মের দোহাই দিয়ে সবই করতে পারে।
খাদিজাতুল কুবরা
দুঃখিত
শুরু থেকেই আপনার উৎসাহ পেয়েছি
তৌহিদ
বুঝতে পেরেছি আপু। ধন্যবাদ।
নাসির সারওয়ার
সোনেলার প্রতি আপনার ভালোবাসা দেখে অনেক ভালো লাগলো। আপনারা কজন বেশ প্রানবন্ত করে রেখেছেন এর উঠানটা।
আসুন, সবাই মিলে এর পরিবেশ টা ভালো রাখি এবং সুস্থ সাহিত্যের মাঝেই থাকি।
দেখুন, কারো লেখায় কেউ যদি যুক্তি দেখিয়ে নেগেটিভ কিছু বলে, তাহলে তার প্রতি সন্মান দেখানোর অনুরোধ রইলো।
ভালো থাকুন। অন্য সবাইকে উৎসাহ চালিয়ে যান যা আপনি ভালোই পারেন।
তৌহিদ
সোনেলা আমাকে যে সম্মান এবং লেখা প্রকাশের এত চমৎকার একটি প্লাটফরম দিয়েছে আমি নিজেই সোনেলার প্রতি কৃতজ্ঞ ভাইয়া। সেইসাথে আপনাদের মত গুণীজনদের সহব্লগার হিসেবে পেয়ে অনেক কিছু শিখতে পারছি। লেখা পড়ে নিজের জ্ঞান সমৃদ্ধ করতে পারছি এটাই বড় পাওয়া।
আমি যখন সোনেলায় এসেছিলাম আমার সমসাময়িক ব্লগারগন আমাকে যে অনুপ্রেরণা দিয়েছেন আমিও আমার সহব্লগারদের সেটা দিতে চেষ্টা করি।
আর অবশ্যই লেখকের লেখাকে সম্মান জানানো কর্তব্য। উপদেশ মনে থাকবে। ভালো থাকুন ভাইয়া।
শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
তৌহিদ ভাই, সোনেলা সোনেলায়।
বর্তমানে কয়েকজন ব্লগারের লেখার মন্তব্য আমাকে ভেবেই দিতে হয় তার মধ্যে আপনি। আমি নাসির সরোয়ার ভাইয়ের সংগে একমত ভাল করে পড়ে অনুধাবন করেই মিন্তব্য করতে হয়।
আপনি, সুপর্না ফাল্গুনি, আউপায়ন দা, সাবিনা, হেলাল ভাই,আরো অনেকে সহ সর্পরি জিসান ভাইজানের লেখায়। আমাকে বেশি পড়তেই হয় তারপির মন্তব্য। না হলে বাদ।
আমি সময়ের অভাবে পুর্বের পোষ্ট পড়তে না পারার জন্য দুক্ষিত।
তৌহিদ
ধন্যবাদ ভাই। আমার সব লেখায় আপনি মন্তব্যে যেভাবে উৎসান দেন আমি সত্যিই আপ্লুত। সহব্লগার হিসেবে আপনাকে পাশে পেয়ে আমরা ধন্য।
শুভকামনা জানবেন ভাই।
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি রইল একরাশ রজনী গন্ধার শুভেচ্ছা।