
জানো, একমুঠো ভালোবাসা পেলে
আমার ভীষণ প্রজাপতি হতে ইচ্ছে করে!
খুব ইচ্ছে করে প্রজাপতির মতো-
রঙিন ডানা দুটো মেলে বনে বনে ঘুরে ঘুরে,
লাল নীল অজস্র মোহনীয় ফুলের ঘ্রাণে
নেশাতুর উন্মত্ত মাতাল হতে!
জানো, একচিলতে আদর পেলে
আমার ভীষণ লজ্জাবতী লতা হতে ইচ্ছে করে!
খুব ইচ্ছে করে লজ্জাবতীর লাজুক লতার মতো-
আলতো স্পর্শে লজ্জায় নেতিয়ে যেতে!
আদরমাখা ভালোবাসার স্পর্শ
একজন জাত লেখকের মধ্যে যে যে গুণ পরিলক্ষিত হতে দেখা যায়, সুরাইয়া পারভীন তাঁদের একজন। তাঁর ব্লগ প্রোফাইলের প্রথমেই তিনি উপরের কবিতাংশ দিয়ে বোঝাতে চেয়েছেন ভালবাসার কাছে তিনি কতটা নিজেকে উজার করে দিতে পারেন। ব্লগে প্রবেশ করেছেন মাত্র ১১ মাস ৪ দিন আগে। ব্লগিয় নিয়মানুসারে তিনি লিখে চলেছেন অক্লান্ত, নিবেদিত ব্লগারের পরিচয় দিয়ে।
তাঁর করা মন্তব্যের মাধ্যমে তাঁর সাথে পরিচয়। মন্তব্যের ভাষা দেখেই বুঝে গিয়েছিলাম, তিনি অত্যন্ত মিশুক এবং সবাইকে খুব কম সময়ে আপন করে নেবার মতো একজন দুর্দান্ত ভালো মানুষ। সাধারণত যারা লেখালিখি জগতে বিচরণ করেন , স্বভাবতই তাঁদের মস্তিষ্ক কাজ করে সবসময় লেখার থিম নিয়ে। সুরাইয়া তেমন একজন লেখক। কবিতা, গল্পে তিনি সিদ্ধ হস্ত।
২০২০ এর ২২শে ফেব্রুয়ারি সোনেলার মিলন মেলাতে তাঁর সাথে আমার প্রথম দেখা হয়। আমাকে দেখেই প্রথমেই আঙুল উঁচিয়ে বলে উঠলেন – ‘ বন্যা আপু! আপনাকে দেখে একটুও কষ্ট হয়নি ,আপনাকে চিনতে’ টেবিলের অপর প্রান্ত থেকে ছুটে এসে জড়িয়ে ধরলেন আমাকে। আমি আপ্লুত। আমাকে ভাববার অবসর দেননি, এটাই আমাদের প্রথম দেখা। হালকা পাতলা একহারা গড়নের এই মিষ্টি ভাষী এবং অত্যন্ত আন্তরিক, একজন সত্যিকার অর্থে ভালো মানুষ বলতে যা বোঝায় তার সবটুকু গুণাবলী সুরাইয়া পারভীনের ভেতরে বিদ্যমান।
জয়পুরহাটে জন্ম। সেখানেই বেড়ে ওঠা, পড়াশুনা। প্রকৃতি প্রেমী এই লেখক সুযোগ পেলেই প্রকৃতির মাঝে মেতে ওঠেন তাঁরই ৫/৬ বছর বয়সী কন্যা তিতলীর মতো। সাহিত্যের প্রতি তাঁর প্রবল আকর্ষণ! প্রথম আলো বন্ধু সভার তিনি সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তিনি রাঁধতে যেমন ভালবাসেন, তেমনি আপ্যায়ন করতেও ততধিক পছন্দ করেন। ইতিমধ্যে তিনি নিজস্ব কুকিং ইউটিউব চ্যানেলও খুলেছেন। মজাদার সব খাবার দাবারের রেসিপি পোষ্ট করেন আর আমাদের লোভ বাড়ান😊😊 আপনার কাছে অনুরোধ থাকবে পরবর্তী সোনেলার মিলনমেলায় আপনার হাতের রান্না আমাদের টেষ্ট করানোর।
২০২০ সনের বইমেলাতে প্রকাশিত হলো সুরাইয়া পারভীনের উপন্যাস শেষ বিকেলের রোদ্দুর। আজ তিনি ‘প্রথম সাহিত্যাঙ্গনে প্রবেশ যাঁকে দেখে ‘ পোষ্টের মাধ্যমে মাত্র ১১মাসে ২০০(দুইশত) তম পোষ্টের সুপারসনিক দৌড় সম্পন্ন করেছেন।
সুরাইয়া কে সোনেলা ব্লগ কর্তৃপক্ষ, মডারেটর, সোনেলা গ্রুপ এডমিন, সকল ব্লগার এবং পাঠকের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা, লাল গালিচা সম্বর্ধনা এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালবাসা❤❤❤❤❤❤
আমি মাঝে মাঝেই বলি ‘ তুই আমার ছায়া’ আমরা কখন যেন আপনি থেকে তুমি এবং আমি ছোটবোনের আবদারে নিয়ে নিয়েছি তুই বলার অধিকার। আমার কোনো এক পোষ্ট পড়ে মন্তব্যে বলেছিলো ‘ আপু, আমি যেন আপনারই ছায়া’ সেই থেকেই কথাটা আমি মাঝে মাঝে সুরাইয়াকে স্মরণ করিয়ে দেই।
সুরাইয়া পারভীনের ব্লগ প্রোফাইলঃ
নিবন্ধন করেছেনঃ ১১ মাস ৪ দিন।
পোষ্টঃ দুইশত।
মন্তব্য করেছেনঃ ৪২০৭ টি।
মন্তব্য পেয়েছেনঃ ৪৬৬৪ টি।
মন্তব্য করা এবং পাওয়ার সংখ্যা দেখেই বোঝা যায় তিনি কতটা ব্লগ নিবেদিত প্রাণ! গতকালই তিনি সর্বোচ্চ মন্তব্যকারী হিসেবে শীর্ষস্থান পেয়েছেন। তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি অকুণ্ঠচিত্তে।
আবারো অভিনন্দন সকল ব্লগার এবং আমার পক্ষ থেকে।
শুভ কামনা।
শুভ ব্লগিং🌹🌹🌹🌹
৫৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এক(প্রথম) দেখাতেই মাইল পাড়!
খাবার নিয়ে এলে তো এক ই অবস্থা হবে! সাবড়ে দেবেন একাই!!
তিনি এক অনন্য লেখিকা, এলেন দেখলেন জয় করলেন, লেখায় আমাদের মন কাড়লেন।
আপনাকেও ধন্যবাদ ভাল করে মনে করিয়ে দেয়ার জন্য।
সুরাইয়া পারভীন
উফ্! ভাইয়া একটু খাবার আনবো না যা আমার আপুটা একাই খেয়ে নেবেন। সবার জন্যই আনবো ইনশাআল্লাহ। রান্নাবান্নাতে আমার একদম অনিহা নেই। খুব মনোযোগ দিয়ে ভালোবেসেই রান্নাটা করি।
আমি নেহাতই শিশু লেখালেখির জগতে। আমি বড় হতে চাই অনেক বড় আপনার মতো। দোয়া করবেন ভাইয়া
বন্যা লিপি
ঠিক বলেছেন, সুরাইয়া এক অনন্য লেখক। ভয় কইরেন না, সুরাইয়া রান্না করে আনলে কাউকে না দিয়ে খাবো না আমি।
আলমগীর সরকার লিটন
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
বন্যা লিপি
ধন্যবাদ আপনাকেও লিটন ভাই।
ইঞ্জা
প্রথমেই ফুলেল অভিনন্দন জানাই আমার প্রিয় বোনটিকে, আমি সত্যি ভাবতেই পারিনা ব্লগ অনন্ত প্রাণ মানুষটা কিভাবে এতো দ্রুত দ্বিশত পোস্ট দিলেন, সত্যি মাশা আল্লাহ, আমি আজ খুবই গর্বিত, আপু আপনি আমাকেই সম্মানিত করলেন পরোক্ষ ভাবে।
আপনি সোনেলাকে যে ভালোবাসেন তা গতবারের আপনার প্রকাশিত বইই প্রমাণ।
ভাইয়ের স্নেহ যুক্ত ভালোবাসা জানবেন।
ইঞ্জা
বন্যা লিপি আপুকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা পোস্টটি খুবই সুন্দর করে দিলেন।
বন্যা লিপি
আপনাদের প্রেরনা আমার পাথেয় ভাইজান। কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানবেন।
ইঞ্জা
শুভেচ্ছা আপু
সুরাইয়া পারভীন
এ সব কিছু আপনার/ আপনাদের জন্যই সম্ভব হয়েছে ভাইয়া। আপনারা আমাকে সোনেলায় এনেছেন আমার লেখা পড়ে গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন বলেই আমি সমস্ত বাঁধা বিপত্তি সামলে সোনেলার সাথে লেখার সাথেই থাকতে পেরেছি। আমি সারাজীবন আপনাদের দোয়ায় সোনেলার সাথেই থাকতে চাই
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ইঞ্জা
আপু আপনি যেভাবে বললেন তাতে বুঝতে পারছি আপনার কতটুকু ভালোবাসা সোনেলার জন্য যা আজীবন থাকবে।
ভাইয়ের স্নেহ জড়িত ভালোবাসা সবসময় থাকবে বোনের জন্য।
বন্যা লিপি
সোনেলা গর্বিত সুরাইয়ার মত একজন নিবেদিত ব্লগার পেয়ে। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।আপনাকেও ধন্যবাদ ভাইজান।
সুরাইয়া পারভীন
এমন পোস্টে কী মন্তব্য করতে হয় বুঝে উঠতেই পারছি না তো। আমার জীবনের বিশাল শূন্যতা পূরণ করেছেন আপনি আপু। আমার নিজের বোন নেই, কাজিন যারা আছে সবার বড় আমিই। আমার বড় বোন না থাকার কষ্টটা ঘুচে গেছে আপনাকে আপু। তাই হতো সেদিন অমন ছুটে গিয়ে জড়িয়ে নিয়েছিলাম। আপনিও কেমন আদর করে নিজের করে নিলেন।
আপু আপনারই আমার আদর্শ। আপনাদের থেকেই শিখতে চাই আরো আরো অনেক। আমি এখনো কবি হয়ে উঠতে পারিনি। আর আপনি জাত কবি বানিয়ে দিলেন! যেদিন আমি ছাইরাছ হেলাল ভাইয়ার দাঁত ভাঙ্গা কবিতা গুলো গটগট করে পাঠ উদ্ধার করতে পারবো, যেদিন ভাইয়ার কবিতার মন্তব্যে একখান কবিতা লিখতে পারবো সেদিন ই আমি মনে করবো আমিও কবিতা বুঝি। কবিতা লিখতে পারি।
কৃতজ্ঞতা সহ অনেক অনেক ভালোবাসা রইলো আপু
আমি সত্যি সত্যিই আপনার ছায়া হয়ে সাথে সাথে চলতে চাই। দোয়া করবেন আপু❤️❤️❤️
বন্যা লিপি
তোমাকে বলেছি, আমারও আপন বোনেরা (দুজন) অকালেই ছেড়ে চলে গেছে। তুমি যেভাবে আমাকে নিজের বড় বোনের জায়গা দিয়েছো, তাতেই আম আপ্লুত। আমিও আমার অনেকগুলা কাজিন ভাইবোনের সবার বড়। অনেককিছুই মিলে গেছে তোমার আমার। তাইতো ছায়া হওয়াই যায় অনায়াসে। এমনি করে থেকো আজীবন ভালবেসে। সাহিত্যে তোমার অবাধ বিচরন চলুক সাফল্যের সাথে।অনেক অনেক ভালবাসা, শুভেচ্ছা শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অভিনন্দন ও শুভেচ্ছা রইল দুইশত পোষ্টের জন্য। আপনার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। আপনার হাতের রান্না খাওয়ার লোভ বাড়িয়ে দিলেন বন্যা আপু। অপেক্ষায় রইলাম। বন্যা আপুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা শুভেচ্ছা পোষ্টটি শেয়ার করার জন্য। ঈশ্বর সবার মঙ্গল করুন।
সুরাইয়া পারভীন
আচ্ছা সবার জন্যই নিজের হাতের তৈরি খাবার নিয়ে আসবো যদি কোনদিন আবার একসাথে হওয়ায় সুযোগ আসে দিদিভাই।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
বন্যা লিপি
আপনাকেও ধন্যবাদ ছোটদি। ভালো থাকুন, সুস্থ্য থাকুন সবসময়।
শামীম চৌধুরী
অভিনন্দন আপু।
খুব শীঘ্রই ট্রিপল সেঞ্চুরী দেখতে চাই।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ দোয়া করবেন দাদাভাই
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
অভিনন্দন সুরাইয়া পারভীনকে। দুর্বার গতিতে এগিয়ে চলেন।
এবং ধন্যবাদ বন্যা লিপি ফুপিকে চমৎকার পোস্টের মাধ্যমে সুরাইয়া পারভীনকে তুলে ধরার জন্য।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
বন্যা লিপি
অশেষ ধন্যবাদ ফু’আম্মা। আপনারা এমন করে ভালবাসেন বলেই আমিও ভারবাসি সকল সহব্লগারদের। আপনাদের অনুপ্রেরনায় এবং উৎসাহে আমার যোগ্
সুরাইয়া আদতেই একজন নিবেদিত ভবালবাসার ব্লগার। তাঁর সাফল্য কামনা করি সবসময়।
রোকসানা খন্দকার রুকু
অভিনন্দন ও শুভকামনা সুরাইয়া দুইশত তম পোস্টের জন্যে।
এভাবেই সোনেলা অঙ্গন আলোকিত করে রাখুন এই আশা।
আল্লাহ আপনাকে সুস্থ রাখুক
ভালো থাকবেন।
সুরাইয়া পারভীন
দোয়া করবেন আপু যেনো কখনো কোনো ঝঞ্ঝাট এই পথ চলা থামাতে না পারে।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
বন্যা লিপি
ধন্যবাদ রুকু আপু।
সুপায়ন বড়ুয়া
আপু আমার প্রমান দিলেন
লিখতে পারেন শত।
সময় এবং সুযোগ পেলে
লিখেন অবিরত।
এত কম সময়ে ২ শত পোষ্ট ভাবা যায় ?
আপনার জয়যাত্রা অব্যাহত থাকুক সেনেলার পাতায়।
অভিনন্দন আপু। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
প্রার্থনায় রাখবেন দাদা আমায়
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শবনম মোস্তারী
দুইশত পোস্ট! চিন্তা করতেও ভয় লাগছে। আমার এই পথ পার হতে অনেকদিন লাগবে। সুরাইয়া আপুকে অভিনন্দন।
সুরাইয়া পারভীন
হয়ে যাবে ইনশাআল্লাহ আপু
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
দোয়া রাখবেন আমায়
তৌহিদ
সোনেলায় এই প্রথম একজন ব্লগার এত অল্প সময়ে নিজের দুইশততম পোষ্টের মাইলফলক স্পর্শ করলেন। এটি আমাদের প্রত্যেকের জন্যই অনুপ্রেরণার, উৎসাহের। অভিনন্দন জানাচ্ছি আপুকে।
সুরাইয়া আপুর সব লেখাই সোনেলার পাঠকপ্রিয়তা পেয়েছে। তিনি এগিয়ে চলুন আপন গতিতে এটাই প্রার্থণা।
চমৎকার শুভেচ্ছা পোস্ট লেখার জন্য আপনাকেও ধন্যবাদ বন্যা আপু।
সুরাইয়া পারভীন
দোয়া করবেন ভাইয়া
যতোদিন লেখার ক্ষমতা থাকে ততদিন আমি লিখতে চাই সোনেলাতে।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
বন্যা লিপি
আপনাদের দেখানো পথে গুটি গুটি পায়ে হাঁটতে চলার চেষ্টা আমার @তৌহিদ ভাই। ধন্যবাদ জানবেন।
খাদিজাতুল কুবরা
সুরাইয়া পারভীন আপুকে অভিনন্দন দ্বিশততম পোস্টের জন্য।
নতুন হিসেবে উনার লেখা খুব বেশি পড়া হয়নি। এসেছি অব্দি যতোটুকু পড়েছি তৃপ্তিতে মন ভরে গেছে।
এভাবেই এগিয়ে যান আপু __
আর বন্যা আপুর সুনিপুণ লেখনীতে লেখিকাকে সবিস্তারে জানলাম।
কথায় বলে রতনে রতন চেনে।
এক সুচারু লেখিকা আরেক কৃতিমান লেখিকাকে সঠিক বিশ্লেষণ করেছেন।
দুজনের জন্যই অনেক ভালোবাসা এবং দোয়া রইলো।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় 💜
বন্যা লিপি
আপনাকে ধন্যবাদ রুবি। আমার মনে হয় আমি তেমন কিছুই তুলে ধরতে পারিনি এ লেখায়, শুভেচ্ছা পোষ্ট নতুন নতুন দিতে শুরু করেছি তো! হয়তো আরো ভালো করে লেখা যেত সুরাইয়ার লেখনী নিয়ে। তবুও আপনাদের মন্তব্যে উৎসাহ পাচ্ছি এটাই আমার কৃত প্রাপ্তি। পরবর্তিতে আরো ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে।
ভালো রাখুক আল্লাহ্ আপনাকে এবং আমাদের সকলকে।
সাবিনা ইয়াসমিন
অভিনন্দন অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা প্রিয় লেখক সুরাইয়া পারভীন। সোনেলায় আপনি মাত্র এগারো মাসে দুইশত পোস্ট কম্পিলিট করেছেন। কিন্তু আপনার এই ভক্তটি জানে আপনি চাইলেই এই সংখ্যা হাজার ছাড়িয়ে যেতো। কারন শুধু একটিমাত্র শব্দ দিয়ে অজস্র পোস্ট দেয়া আপনার কাছে কোন ব্যাপারই না। কিন্তু সোনেলার ২৪ ঘন্টায় এক পোস্ট নীতি আপনাকে এর বেশি করতে দিলো না 🙁
আপনার নিরন্তর সাফল্য কামনা করি। আপনার সার্বিক সাফল্য সোনেলাকেই গর্বিত করবে। ভালো থাকুন, আর অনেক বড় লেখক হয়ে নিজের প্রতিভাকে আলোকিত করুন। শুভ কামনা 🌹🌹
চমৎকার শুভেচ্ছা পোস্টের জন্যে পোস্টদাতাকেও (বন্যা ম্যাডাম) অনেক অনেক ধন্যবাদ সহ ভালোবাসা দিলাম ❤❤
বন্যা লিপি
ওহ্……ভুলেই গিয়েছিলাম @সাবিনা ম্যাডাম! আমি এখন ‘ম্যাডাম’😊😊 ধন্যবাদ আপনাকে সাবিনা ম্যাম।
সাবিনা ইয়াসমিন
@ বন্যা ম্যাডাম, পাগলকে আর আস্কারা দিয়েন না প্লিজ। উপরমহল থেকে কড়া হুকুম এসেছে আমার সম্বোধন পাল্টানোর। নো তুমি-তুমি। এখন থেকে সবাইকে আপনি করে বলতে হবে 🙁
সুরাইয়া পারভীন
বন্যা আপু আর আস্কারা দিয়েন না গো😀😀😀
সুরাইয়া পারভীন
সাবিনা আপু কী বলছেন আপনি! একহাজার পোস্ট 😱😱😱😱। একবছরের তিন’শ পোস্টই করতে পারলাম না 😰😰 আর আপনি বলছেন হাজার! যা হোক আপনাদের দোয়া স্নেহ ভালোবাসা যখন সাথেই আছে ইনশাআল্লাহ পারবোই।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
আপনি বলার প্র্যাক্টিস অব্যাহিত থাকুক 😀😀
লাভ ইউ সো মাচ ❤❤❤
বন্যা লিপি
এগ্লা কি কইতাছেন @সাবিনা ম্যাডাম? উপর মহলের নির্দেষ? আমার অবগতির বাইরে? ওক্কে তাইলে! মনে রাখতেই হয়। আস্কারা শেষ😒😒
হালিম নজরুল
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন
বন্যা লিপি
ধন্যবাদ ভাই।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
সোনেলা ব্লগে সবচেয়ে কম সময়ে দুই শত পোষ্টের মাইল ফলক স্পর্শ করলেন তিনি।
যে গতিতে তিনি ছুটছিলেন, তাতে অনেক আগেই এই কৃতিত্বকে স্পর্শ করতেন তিনি নিশ্চিত।
কোনো কারনে বেশ কিছুদিন ব্লগে তিনি অনিয়মিত ছিলেন, নতুবা তো আমরা এখন তার তিনশত তম পোষ্টের শুভেচ্ছা দিতাম তাকে।
নিয়মিত লেখা দিয়ে সোনেলাকে সমৃদ্ধ করছেন সুরাইয়া পারভীন।
সাথে সাথে মন্তব্যের মাধ্যমে সহ-ব্লগারদের উৎসাহ দিয়ে যাচ্ছেন ক্লান্তিহীন ভাবে।
নিজের লেখা এবং অন্য ব্লগারদের সাথে মন্তব্যের আদান প্রদান করে সোনেলার উঠোনে আনন্দ নিয়ে বিচরণকারীদের অন্যতম একজন হয়ে উঠেছেন তিনি।
অতি দ্রুত আমরা তার তিনশত তম পোষ্ট পড়তে চাই।
দুইশত তম পোষ্টের জন্য সুরাইয়া পারভীনকে শুভেচ্ছা ও অভিনন্দন।
সুরাইয়া পারভীন
এটা আপনি একদম সঠিক বলেছেন ভাইয়া। আমি চাইলে এতো দিনে তিন’শ অধিক পোস্ট করতে পারতাম। কিন্তু পরিস্থিতি সবসময় একরকম থাকে না। তবে খুব দ্রুত ই তিন শত পোস্ট করার ইচ্ছে থাকলো। যদি সুস্থ থাকি অবশ্যই পারবো। দোয়া করবেন সোনেলার সবাইকে নিয়ে এমন আনন্দে যেনো থাকতে পারি সবসময়।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
সহ-ব্লগারকে নিয়ে এত সুন্দর একটি শুভেচ্ছা পোষ্ট দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ @বন্যা লিপি।
বন্যা লিপি
আপনাদের অনুপ্রেরনাই আমার শক্তি চলার পথে। কৃতজ্ঞতাসহ ধন্যবাদ@ জিসান ইকরাম।
রেজওয়ানা কবির
প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বন্যা আপুকে তার লেখা পড়েই সুরাইয়া আপু সম্পর্কে একটা ধারণা হলো।সুরাইয়া আপুকে অনেক অনেক ধন্যবাদ এতগুলো পোস্ট অল্প সময়ের মধ্যে লেখার জন্য।এগিয়ে যাবেন ইনশাআল্লাহ কলম হাতে।শুভকামনা।আল্লাহ ভরসা।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ চেষ্টা করবো আপু
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
বন্যা লিপি
রেজোয়ানা কবির@ আপনাকেও আন্তরিক ধন্যবাদ। শুভ কামনা।
Jasim uddin
শুভেচ্ছা ও অভিনন্দন রইল।