
দেখতে দেখতে একটি বছর, হ্যাঁ একটি বছর গেলো কেটে; তবুও মনে হয় এই তো সেদিনই এসে কড়া নাড়লাম তোমার দোরে। অচেনা আগন্তুক এক নিঃসঙ্গ পথিক আমি শূন্য হস্তে এসেছিলাম তোমার দ্বারে, তুমি আপন করে কাছে টেনে নিলে অজস্র ভালোবাসা দিয়ে শূন্য আমি’কে পূর্ণ করে দিলে। অযোগ্য আমাকে যথার্থ যোগ্য মর্যাদার আসনে আসিন করলে। তাবৎ দুনিয়ার কাছে তুলে ধরে পরিচিত দিলে। তুমি এতো বেশি দিয়েছো যে তোমার দেওয়া দানের যোগ্য প্রতিদান কীভাবে দেবো? তাই ভেবে ভেবেই রাত দিনের বেশিটা সময় যায় কেটে।
আসলে আজ আমি কিছু লিখতেই পারছি না। অজস্র শব্দ ঘুরছে মনে কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখতে পারছি না। এলোমেলো শব্দ গুলো বেশ ভোগান্তিতে ফেলেছে আমায়। তবুও হাল ছাড়ছি না। সুরাইয়াকে হারানো একদমই সহজ নয় বলে রাখলাম। সোনেলা আমাকে কতোটা দিয়েছে ছোট একটা গল্পে তা বলছি।
আমাদের বাড়িতে ভাড়া থাকতো একটা পরিবার। সেই পরিবারে একটা ছেলে ছিল। আমার বড় ভাইয়ার থেকে হয়তো একটু বড়। বেশ ভাবছিল ওদের। একসাথে খেলতো, ঘুরতো। আমি যখন হলাম তখন ঐ ভাইয়া আর আমার ভাইয়া দুজন মিলে আমাকে কোলে পিঠে মানুষ করেছে। আমি দু’জনারই বেশ আদরের বোনটি ছিলাম। ওরা দু’জনেই খুব ভালোবাসতো আমাকে তাই আদর করে দুজনেই তুই বলতো। ভাড়াটিয়া তো তাই চলে যেতে হয়েছিল তাদের। অনেক গুলো বছর পর আমার আবার দেখা সেই ভাইয়ার সাথে। আমরা ফেইসবুকে এ্যাড হলাম। টুকটাক কথাবার্তা হয়। হঠাৎ লক্ষ করলাম উনি আমাকে আপনি বলেছেন। কারণ জানতে চাইলে বললেন
-আপনি এখন সন্মানীয় ব্যক্তি বস্। আপনাকে যথার্থ সন্মান দেওয়া আমার দায়িত্ব।
~সেটা কেমন?
-এই যে সাহিত্যে আপনার এতো নাম ডাক। সবাই আপনাকে কতো কতো শ্রদ্ধা করে, সন্মান করে।
~বুঝলাম। তা বলে যাকে কোলে পিঠে মানুষ করলেন তাকে আপনি বলে সম্বোধন করবেন এটা কেমন দেখায় বলুন!
-আপনাকে তুই/তুমি বললে নিজেরই কেমন যেনো লাগে!
~এটা কোনো কথা হলো! সবকিছুর আগে আমি আপনার অনেক আদরের আর ভালোবাসার সেই ছোট্ট বোনটি, এটা তো মানবেন তাই না? আপনি আমাকে আপনি বললে আমার যে খারাপ লাগে।
যা হোক অনেক কথা বলার পরে, অনেক অনুনয় বিনয় করে তিনি আমাকে তুমি বলে ডাকতে রাজি হয়েছে। কিন্তু আমিও তো নাছোড় বান্দা। তুই ডাক না শুনে ছাড়ছি না। তাই তিনি বাধ্য হয়েই এখন আমাকে তুই বলেন। উনি নিয়মিত আমার লেখা পড়েন ব্লগে। সেদিন বাবাকে নিয়ে লেখাটা পড়ে বেশ প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছেন। এটাও বলেছেন তোমার মতো একটা করে কন্যা যদি থাকতো সব বাবাদের!
মেয়ের বাবা ঝামেলা করলে আমাদের পরিচিতি অনেক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন তার গর্ববোধ হওয়া উচিত এমন বউ নিয়ে। সবাই লিখতে পারে না। আল্লাহ সবাইকে এমন ক্ষমতা দেন না। আমার বন্ধু বান্ধব স্বজন তো আছেই।
এই রে বাড়াবাড়ি করছি না তো! কোথাও নিজের ঢাক নিজেই পিটাচ্ছি না! যা হোক, এবার আসল কথায় আসি।
সোনেলায় আজ আমার একবছর পূর্ণ হলো। অথচ মনে হয় এই তো সেদিন মমি ভাইয়া, ইঞ্জা ভাইয়া, সাবিনা আপু বললেন সুরাইয়া আপু আমাদের ব্লগে আসুন, লিখুন, পড়ুন। ব্লগে লিখলে আপনার লেখার মান বাড়বে, অনেক মানুষ পড়বে, অনেক কিছু শিখতে পারবেন। ব্যস আমিও আর লোভ সামলাতে পারলাম না। চলেই এলাম ব্লগে। ব্লগে এসে সবার এতো আন্তরিকতায় আমি মুগ্ধ।
সোনেলার নক্ষত্রদের( জিসান ভাইয়া, হেলাল ভাইয়া, তৌহিদ ভাইয়া, শামীম দাদাভাই, সুপায়ন দাদা, প্রদীপ দাদা, নাজমুল ছোটভাই অবশ্য পূর্ব পরিচিত। সাবিনা আপু, বন্যাপু, আরজু আপু, সুপর্ণা দিদিভাই, কোবরা আপু, রুকু আপু সহ নতুন পুরাতন আরো অনেকেই আছেন যাদের নাম এই মুহূর্তে মনে নেই তারা আমাকে ভুলোমনা ছোট/বড় বোন ভেবে ক্ষমা করবেন নিশ্চয়ই!) স্নেহ ভালোবাসা সন্মান শ্রদ্ধা পেয়ে আমি ধন্য।
সোনেলায় এসে অনেক কিছু শিখতে পারছি, এখনো শিখছি। আমার করা ভুলভ্রান্তি গুলো সবাই আন্তরিকতার সাথে শুধরে দিচ্ছেন। যা অন্য কোথাও কল্পনাও করা যায় না। লেখা আর দীর্ঘায়িত করবো না। আমি শুধু চাই, যতোদিন লেখার পড়ার ক্ষমতা থাকবে আমার ততোদিন সোনেলার সাথেই থাকতে। সোনেলার উঠানেই বিচরণ করতে। ভালো থাকুন সবাই, সোনেলায় পথ চলা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক সবারই। শুভ ব্লগিং
৩৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সোনেলাতে একবছর হওয়াতে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল পারভীন আপু
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
শুভ শুভ দিন
আপু মনির জন্মদিন। (সোনেলায়)
লেখায় থাকুন লেখায় বাঁচুন
আপন মনে শুভেচ্ছা নিন।
সুরাইয়া পারভীন
চমৎকার শুভেচ্ছার জন্য
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
লিখিয়েরা বানিয়ে-টানিয়ে কথা বলে, শুনি আর শুনি, গা করি-নি/করি-না, কিন্তু কিন্তু এখন তো তা সত্যি ভাবতে ইচ্ছে করছে।
মাত্র এক বছর!!
নিজের ঢোল নিজের কাছেই সব থেকে নিরাপদ!! ফাটানোর ভয় থাকে না!!
না লিখতে-পড়তে পারলেও সমস্যা নেই, সোনেলা আপনার, আপনি সোনেলার।
নিরন্তর ভাল থাকুন।
সুরাইয়া পারভীন
হু্ঁই ভাইয়া! কিছুই বানিয়ে টানিয়ে বলিনি। বরং তা বলেছি তা খুবই কম।
তাইলে মাঝে মাঝে নিজের ঢাক নিজেও পিটানোর যায় বলছেন 😁😁
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
সোনেলায় আপনার বছর খানেক স্বাছন্দেই কাটিল। আরো ভালো কাটুক তাহা চাহিয়া রইলাম।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শামীম চৌধুরী
বর্ষ পূর্তিতে অভিনন্দন আপু। আমৃত্যু সোনেলা সঙ্গে থাকুন। দোয়া রইলো।
সুরাইয়া পারভীন
আপনাদের দোয়া থাকলে সোনেলার সাথেই থাকবো আমৃত্যু ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা সহ
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
পথচলা দীর্ঘতর হোক।
আর অভিনন্দন, শুভেচ্ছার ফুলঝুড়ি🌹🌹🌹
সবচেয়ে বড় কথা সুস্থ থাকুন সবসময়।
শুভকামনা
সুরাইয়া পারভীন
আপনাদের দোয়ায় সুস্থ থাকবো ইনশাআল্লাহ
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়❤️❤️
সুপর্ণা ফাল্গুনী
কি কন আপনার মাত্র এক বছর ! আমার একমাস বাকী আপনার চেয়ে অনেক ছোট। তয় নামের বানান ঠিক হয়নি। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল শুভ জন্মদিন এর শুভ হোক পথ চলা সোনেলার সাথে। আরো লিখুন। ভালো থাকবেন সবসময়
সুরাইয়া পারভীন
উঁহু দিদিভাই একটুকু তো ছাড় দিন
হা হা হা হা হা হা
ঠিক করে দিয়েছি দিদিভাই
মাত্র এক মাসের ছোট আপনি আমার
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মনির হোসেন মমি
প্রথমে অভিনন্দন সোনেলায় আপনার এক বছর পূর্তীতে।সত্যিই দেখতে দেখতে কী ভাবে যেন সময়গুলো পার হয়ে গেল।কিছুটা মনে আমার-ফেবুকে তখনো আমি আপনার বন্ধু হয়ে উঠিনি কিন্তু ফেবুকে আপনার লেখাগুলো আমি পড়তাম আর মাঝে মধ্যে লাইক কমেন্টস দিতাম।এক সময় ফেবুতে এড হলাম এবং যে বিষয়টা আমার সব চেয়ে বেশী খারাপ লেগেছিলো ফেবুকে আপনার প্রায় অর্থবহ পোষ্টগুলোর মন্তব্যে বেশ কয়েকজন খুব বাজে বাজে মন্তব্য করত।সেসময় আপনার সাহস আর ধৈর্ধ দেখেছিলাম।আপনি খুব সুন্দর ভাবে সাহসীকতায় তাদের মন্তব্যের সরল ভাষায় উত্তর দিতেন তবুও পোষ্টে অনাকাঙ্খিত মন্তব্য হতে বিরত হননি অবশেষে আপনি তাদের একজনকে আনফ্রেন্ড এবং ব্লকও মারলেন।আপনি যখন ওদের বিরক্তকর মন্তব্যে হাফিয়ে উঠছিলেন তখনি ভাবলাম-নাহ এই মেয়েকে এই ফেবুকে আর মানায় না।তাকে আমাদের সোনেেলায় লেখার আমন্ত্রণ জানাই।আমন্ত্রণের বেশ কয়য়েকদিন পর আপনি সোনেলায় এলেন আর জয় করে নিলেন সোনেলার ভক্তদের।
সোনেলায় আসার পর হতে লেখা নিয়ে ফেবুক মন্তব্যে আপনাকে কেউ বিরক্ত করেছে বলে আমার মনে হয় না।পিতা মাতা যেমন সন্তনদের আশ্রয়ের বটবৃক্ষ তেমনি আমাদের সোনেলা-যার উপর আমরা আস্তাা রাখতে পারি নিশ্চিন্তে।
ভাল থাকবেন।সুস্থ থাাকবেন।সাহিত্যাঙ্গণে আপনার পথ হউউক আরো মশৃণ এবং সাফল্যমন্ডিত।
সুরাইয়া পারভীন
আপনার থেকেই প্রথম সোনেলার নাম শুনেছিলাম। সে জন্য অবশ্যই অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া। সবাই বলে আমি ভীষণ রাগী। আমিও তাই বলি। তবে আগেই কারো সাথে রূঢ় ব্যবহার করি না। তখন আর সহ্য করতে পারি না তখনই ছোবল দিই।
অনেক অনেক কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
সোনেলায় আপনার একবছর হয়ে গেলো! মনে হয় এইতো সেদিন! সোনেলার আকাশে আপনিও জ্বলজ্বলে একজন নক্ষত্র অবশ্যই। অভিনন্দন আপনাকে।
নিজের একবছর পূর্তিতে নিজেই চমৎকার একটি পোষ্ট দিলেন। আমিও আমার একবছর, দুইবছর পূর্তির পোস্ট নিজেই দিয়েছিলাম। তবে সোনেলায় আমি এখনো নক্ষত্র হতে পারিনি। আপনাদের আশেপাশে থেকে হবার ট্রাই মারছি আর কি!
সোনেলার উঠোনে আপনার পদচারণা দীর্ঘতর হোক এটাই কাম্য।
শুভকামনা সবসময়।
সুরাইয়া পারভীন
উঁহু ভাইয়া আপনি ঠিক করে দেখেন নি।🙈 আপনিও নক্ষত্র। মজা করলাম
আমি আন্তরিক ভাবে দুঃখিত ভাইয়া আপনার নামটাই লিখতে ভুলে গেলাম 😰 আপনিও একজন উজ্জ্বল ঝলমলে নক্ষত্র। আপনিও আমার কাছে ততোটায় প্রিয় যতোটা প্রিয় জিসান ভাইয়া ও হেলাল ভাইয়া। বিশ্বাস করুন বা না করুন এটাই সত্য। এক লাইন লিখতে আরেক লাইন ভুলে যাই। সে যা হোক আপনাকে ভুলে যাওয়াটা সত্যিই লজ্জাকর ব্যাপার আমার জন্য। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য ক্ষমা করবেন ভাইয়া।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
নামে কিছু এসে যায়না আপু। আমার নাম এড করার দরকার ছিলোনাতো।
আপনার স্মরণে আছি এটাই আলহামদুলিল্লাহ। অবশ্যই শুভকামনা সবসময়।
নাজমুল হুদা
এক বছরের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। একটা দারুণ দিনে একবছর ফূর্তি হলো ১০/১০/২০২০
সুরাইয়া পারভীন
সত্যিই ভাই দারুণ দিনে একবছর পূর্ণ হলো। কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়
ইঞ্জা
অভিনন্দন আপু, ভাইয়ের কথা রেখে এসেছিলেন বলেই আমরা ভালো ব্লগার পেলাম।
ভাইয়ের শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
সেদিন আমাকে দেখেছিলেন বলেই
আজ আমি ব্লগার সুরাইয়া পারভীন হতে পেরেছি
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ইঞ্জা
সবসময় দোয়া থাকবে আমার বোনের জন্য।
প্রদীপ চক্রবর্তী
একবছরে অজস্র লেখা উপহার দিয়েছেন।
বর্ষপূর্তিতে একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, দিদি।
সোনেলায় আরও বেশি বেশি করে লিখুন, দিদি।
শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
লিখবো দাদা যতোদিন ক্ষমতা আছে
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু
ওরে বাবা আমি তো ভেবেছিলাম আপনি অনেক পুরোনো। মাত্র একবছর! আমি মাঝে মাঝেই দিপ্তীকে বলি, তুই তো সারাদিন ঘুমাস দেখ কতটুকু মেয়ে কবিতা রান্না গল্প সবসমানে করে যাচ্ছে।
দুইশত তম পোস্ট এ অবাক হয়েছিলাম। আজও সমান অবাক আপু চালিয়ে যান।
আর বড় কথা সুস্থ থাকুন। শুভ কামনা ও ভালোবাসা।
সুরাইয়া পারভীন
মাত্র একবছর অথচ সবাই কতো আপন করে নিয়েছে আমাকে। সবার আন্তরিকতায় আমি মুগ্ধ
লিখতে পারলেই ভালো থাকি আমি। আনন্দে থাকি
কৃতজ্ঞতা জানাই অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রেজওয়ানা কবির
অভিনন্দন ও শুভেচ্ছা। সত্যি অনেক লিখেছেন আপু।আমি অবাক হই, এত কাজের পরও প্রায় প্রতিদিন লেখেন সত্যি অসাধারণ। ভালো থাকবে, আরও বেশি বেশি লিখুন,শুভকামনা।
সুরাইয়া পারভীন
লেখাতে যে আমার ভালো থাকা হয় আপু
তাই তো লেখাতে নেই এতটুকু ক্লান্তি।
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
উর্বশী
অভিনন্দন।
ভালোবাসর ফুলঝুরি আপনার জন্য। এই পথচলা আরও দীর্ঘতম হোক।সোনেলার আলো চারিদিকে ছড়িয়ে যাক। অপার শুভ কামনা সব সময়। ভাল থাকুন,।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
জিসান শা ইকরাম
এইত সেদিন এলেন সোনেলায়, এরমধ্যেই একবছর পূর্ণ হয়ে গেলো!
এক বছর পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
সোনেলার একজন নক্ষত্র সম ব্লগার আপনি।
সবচেয়ে দ্রুততম সময়ে সেঞ্চুরী এবং ডাবল সেঞ্চুরী পোষ্ট দেয়া ব্লগার আপনি।
স্বভাব লেখক বলা যায় আপনাকে। আপনাকে সারাদিন লিখতে বলা হলে, সারাদিনই লিখতে পারবেন বলে আমার ধারনা।
আপনি সোনেলায় এসে প্রথম দিকে একটি মন্তব্যে বলেছিলেন যে আরো আগেই সোনেলায় আসা উচিৎ ছিল, আরো আগেই কেন সোনেলা সম্পর্কে জানলেন না। সোনেলাকে নিজের করে নেয়ার প্রমান আপনি প্রথম থেকেই দিয়ে এসেছেন।
নিয়মিত লিখছেন, সবার লেখা পড়ছেন। সোনেলার অন্যতম সোনালী মানুষ হয়ে গিয়েছেন।
শুভ কামনা,
শুভ ব্লগিং।
সুরাইয়া পারভীন
*আপনাকে সারাদিন লিখতে বলা হলে, সারাদিনই লিখতে পারবেন বলে আমার ধারনা*
আপনার এই ধারনা শতভাগ সত্যিই ভাইয়া। আমার লেখালেখিতে কখনো বিরক্ত আসেনি। উড়নচণ্ডী আমি কেবল লেখাতেই এসে থিতু হয়েছি।
এখনও বলছি ভাইয়া সোনেলায় আরো আগে এলে এতো দিনে লেখক হয়ে উঠতে পারতাম।
অনেক কৃতজ্ঞতা ভাইয়া আমাকে এমন সুন্দর একটা জায়গা দেওয়ার জন্য
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়