এটি কোন গান নয়, এটিকে বলা যেতে পারে ‘ ভ্যাবাচ্যাকা খাইয়া কি করি কি করি ‘ টাইপ অবস্থা। এর সমাধান কিভাবে করবো তাই বুঝতেছি না। বলতেও পারছিনা কাউকে। ধরুন আপনার মোবাইল নাম্বার আমার কাছে আছে, ফোন দিলেন আপনি আমাকে, চিনতে পারছি না আপনাকে, কথার উত্তরে হু হা হো হো হুম, আচ্ছা ইত্যাদি শব্দই বলে যাচ্ছি। জিজ্ঞেসও করতে পারছি না, আপনার আন্তরিক কথা বার্তা এমন যে, যদি জিজ্ঞেস করি- কে বলছেন আপনি? কষ্ট পাবেন মনে। বা আমিও ফোন করে জিজ্ঞেস করতে পারছি না আপনাকে, ভাই এটি কার নাম্বার? সে এক বিতিকিচ্ছিরি অবস্থা।
সোনেলায় ব্লগাই। ব্লগানোর সুবাদে সোনেলায় ব্লগান এমন অনেকেরই মোবাইল নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে। নাম গুলো সহজে এবং দ্রুত খুঁজে পেতে সব নাম্বারের পূর্বে সোনা লিখে সেভ করেছিলাম। যেমন –
সোনা মনা
সোনা ছাই
সোনা টাক
সোনা নীল
সোনা পিচ্চি
সোনা আড়ি
সোনা জিতা
সোনা নন্দ
সোনা আকি
সোনা আম্মু
সোনা মাটি
সোনা মাজি
সোনা মনু
সোনা রীম
সোনা পরী
সোনা পাপড়ি
সোনা মারি
সোনা মামা
সোনা বন্ধু
সোনা ভুমি
সোনা দাদু
সোনা বড়
সোনা খয়ের
সোনা মেঘ
সোনা টুকি
সোনা ঘুড়ি
সোনা জজ
সোনা অন্য
…………… আরো প্রায় পঞ্চাশটি এমন ভাবে সেভ করা। একটি কথা না বললেই নয়, আমার ইমিডিয়েট বড় ভাইর নাম সোনা। কিছুদিন পূর্বে জিসানী সোনা ভাইকে ফোন করবে বলে আমার সেট হাতে নিয়ে sona লিখে সার্চ দিল। তার চোখ কপালে, জিজ্ঞেস করলো- ‘তোমার ফোন বুকে এত সোনা আসলো কিভাবে? তোমার এত্ত সোনা কেন? পরী আর পাপড়ি বাদে অন্য সবাই কি পুরুষ? নাম গুলো এমন কেন?’ আমি খুব স্মার্টলি জবাব দিলাম- ‘ সোনেলায় ব্লগায় তাই সংক্ষেপে নাম লিখছি সোনা, নারী পুরুষ সব আছে, কোনটা কতজন বলতে পারবো না, তুমি ফোন দিয়ে আলাপ তো করতে পারো মাঝে মাঝে 🙂 ‘ ফোন দিলামতো তুমি বলার আগেই, প্রথম নাম্বারটাই তো বিদেশী নাম্বার, তা বিদেশে কথা বলে টাকা নষ্ট করা হয় তাই না? ‘ – বললেন তিনি। যাই হোক এসব অন্দর মহলের কথা, বাইরে প্রকাশ না করি 🙂
যা বলছিলাম, ভ্যাবাচ্যাকা খাবার কারনই তো বলা হয়নি। এন্ড্রয়েড স্লো হওয়ায় ফ্যাক্টরি ডাটা রিসেট দিলাম। রিসেট এর পূর্বে মোবাইলের সব কিছুর ব্যাকআপ রাখলাম। সবকিছু ঠিক ঠাক হলেও সেভ করা নাম এবং নাম্বারে বিপত্তি হয়ে গেলো। সোনার পরের নাম আর ফিরে আসলো না। এখন মোবাইলের সোনা শব্দের পরে আর কোন নাম নেই। সব নাম শুধু সোনা আর সোনা।
প্রিয় সোনেলার ব্লগারগন, এই পোষ্ট পড়ার পরে আপনারা সবাই বুঝবেন কার নাম কিভাবে সেভ করেছিলাম। আশাকরি আপনারা এ বিষয়ে ব্যবস্থা নিয়ে আমাকে এই ভ্যাবাচ্যাকা অবস্থা হতে মুক্ত করবেন।
হ্যাপ্পি ব্লগিং -{@
৭৬টি মন্তব্য
অলিভার
কন্টাক্ট নম্বর হারানো বেশ বিপত্তিকর একটা ব্যাপার। আর আপনি যেটা বললেন সেটাও কম বিপত্তির নয়।
তবে আপনি Easy Backup নামের এন্ড্রয়েড সফটওয়ারটি ব্যবহার করে দেখতে পারেন। এটি আপনার কন্টাক্ট নম্বর/কল লিস্ট/টেক্সট মেসেজ/এমএমএস/ক্যালেন্ডার ডাটা/বুকমার্ক সহ আরও কিছু প্রয়োজনীয় জিনিষকে ব্যাকআপ রাখতে পারবে। ইচ্ছে করলে আপনি আপনার সেটের মেমরি কার্ড কিংবা ইন্টারনেটের ক্লাউড স্টোরেজ(গুগল ড্রাইভ/বক্স/ড্রপবক্স প্রভৃতি) গুলিতে এইসব প্রয়োজনীয় ডাটা ব্যাকআপ রাখতে পারবেন।
🙂
জিসান শা ইকরাম
ভবিষ্যতে Easy Backup বা মেমরি কার্ড কিংবা ইন্টারনেটের ক্লাউড স্টোরেজ ব্যবহার করবো
যা হাড়ানো গিয়েছে, তা তো আর ফিরে আসবে না,
আমার এক বন্ধুর হাজার এর উপরে মোবাইলে তোলা ফটো ভুলে ডিলেট হয়ে গিয়েছে, রিকভার সফট দিলাম কয়েকটা, তেমন লাভ হয়নি। ফটো রিকভার করার ভালো সফট কি আছে ?
অনেক দিন পরে সোনেলায় দেখলাম -{@
অলিভার
কোন রিকোভারি সফটওয়্যারই আপনাকে শতভাগ ফাইল পুনরুদ্ধার করে দিতে পারবে না (অন্তত আমার জানা নেই)। চাই সেটা রিমুভেবল মিডিয়া হোক কিংবা ফিক্সড। তবে একদমই যে কাজ হয় না তেমনও নয়। তবে কিছু ক্ষেত্রে ব্যাপারটা বেশ ঝামেলার এবং সময় সাপেক্ষ।
তবে বিপদ যেহেতু বলে কয়ে আসে না তাই বাধ্য হয়েই সেসব প্রচেষ্টা চালাতে হয়। নেটে প্রচুর রিকোভারি সফট রয়েছে। বিনামূল্যেরও রয়েছে অনেক সফটওয়ার। এদের মধ্যে ফ্রি হিসেবে Recova বেশ কাজের। তবে রিকোভাও আশানুরূপ ফাইল পুনরুদ্ধার করতে সক্ষম নয়। এর বাইরেও বেশ কিছু রিকোভারি সফটওয়ার রয়েছে। যা দিয়ে রিকোভার করা বেশ ঝামেলাপূর্ণ। কিছুক্ষেত্রে কমান্ড-লাইন ব্যবহার করে কাজ করতে হয়।
তারপরও ZAR X (http://www.z-a-recovery.com/download.aspx) এবং PhotoRec/TestDisk (http://www.cgsecurity.org/wiki/TestDisk_Download) এ দুটো সফটওয়্যার ব্যবহার করার পরামর্শ দিতে পারি।
অলিভার
আন্তরিক ভাবে দুঃখিত জিসান ভাইয়া। ঐদিন রাতেই মূলত আমি একটি মন্তব্য করেছিলাম। কিন্তু সেখানে দুটি লিংক থাকায় তা অনুমোদিত হয়নি। মডারেটর তা অনুমোদন করলেই রিকোভারি নিয়ে মন্তব্যটি পাবেন আশা করছি 🙂
জিসান শা ইকরাম
তাই নাকি?
মডুদের কাছে অধীনের সবিনয় নিবেদন এই যে, মন্তব্য খানা দেখিয়া অনুমোদন করা হউক 🙂
জিসান শা ইকরাম
মডুরা মন্তব্য অনুমোদন দিয়েছে, যতটা বুঝতে পারছি, মন্তব্যে একটার অধিক লিংক থাকলে তা অনুমোদনের জন্য যায় 🙂
রিকোভা আমি অনেক আগ হতেই ব্যবহার করছি, তবে ল্যাপটপে
এটি দিয়ে এন্ড্রয়েডে বহু চেষ্টা করা হয়েছে কাজ হয়নি, রিকোভা এন্ড্রয়েডের ফোল্ডারই খুঁজে পায়নি।
দেখা যাক এ দুটো দিয়ে ফটো গুলো রিকভার করা যায় কিনা।
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
অনতিবিলম্বে আপনার সমুদয় ফাড়া কেটে যাক এই কামনা করি।
জিসান শা ইকরাম
আমীন……… ছুম্মা আমীন………
অনিকেত নন্দিনী
“তোমার ফোন বুকে এত সোনা আসলো কিভাবে?” :D)
“তোমার এত্ত সোনা কেন?” :D)
“পরী আর পাপড়ি বাদে অন্য সবাই কি পুরুষ?”
:D)
“প্রথম নাম্বারটাই তো বিদেশী নাম্বার, তা বিদেশে কথা বলে টাকা নষ্ট করা হয় তাই না?” ;(
সব নাম শুধু সোনা আর সোনা। :D) :D) :D) :D) :D) :D) :D)
জিসান শা ইকরাম
সব দেখি কপি পেষ্ট করে মন্তব্য দিলেন
নিজের মন্তব্য কই ?
হু, কত্ত সোনা আমার ফোনে 🙂
অনিকেত নন্দিনী
গড়াগড়ি খাওয়ার ইমোও কপি পেস্ট করছি হেয়া বুজ্জেন ক্যাম্নে? 😮
যা কইতে চাইছিলাম তার সবই পোস্টের মইদ্যে মজুদ আমার কী দোষ? :@
জিসান শা ইকরাম
বুঝি আমি, বয়স আমাকে বুদ্ধিমান বানাইছে 🙂
তা ঠিক, আপনার কোন দোষ নাই, আমি মজুদদার, সব দোষ মজুদদারের।
খসড়া
ভাল হইছে, আমি মোবাইল হারিয়ে নাম্বার হারাই , মোবাইল কিনে নাম্বার হারাই, মোবাইল ফিরে পেয়ে নাম্বার হারাই, এরচেয়ে আপদ আর হয় না।
জিসান শা ইকরাম
কতবার যে সবার কাছে নাম্বার চেয়েছি,
অনেকেই ভেবেছে এত নাম্বার কেন যায়?
একজনে তো ভাবুক হইয়া বলেই ফেলেছে ” আল্লাহ্ চান না আপনার কাছে আমার নাম্বার থাকুক, আল্লাহ্র ইচ্ছেই বহাল থাকুক” 🙂
ইলিয়াস মাসুদ
ফোন তো তাইলে দেশি আর বিদেশি সোনায় ভরা ভাইয়া
এতো এতো সোনা যার সেতো ধনী
সোনার ঘুড়ি,সোনার ভূমি, আবার জজ সাব ও সোনার লে হালুয়া
জিসান শা ইকরাম
আমার অনেক অনেক সোনা
তবে সোনাগুলোর নাম নেই 😀
মৌনতা রিতু
এখন রাত সাড়ে বারোটা।পাশে উনি ঘুম।হাসব কিভাবে বুঝতেছি না।বালিশেও ঠ্যাক খাচ্ছে না।সংসার বুঝি যায় এবার!রুমই কি পাল্টাতে হয়!
এতো সোনা ফোনে নিয়া ঘোরেন! :D)
তাছ তো কৈ সেদিন ফোন দিলাম।পরে তো বলেই ফেললাম,ভাইয়া আমি সোনা মৌন।
সোনালা থন কৈতাছি।
জিসান শা ইকরাম
আপনার কি অবস্থা হয় কে জানে?
ভাইকেই একটা আইডি করতে বলুন সোনেলায়
সজুর পোষ্ট নিয়ে হেসেছেন খুব সেদিন, ভাইর আইডি থাকলে দুজনেই হাসবেন একসাথে 🙂
আপনি বলার পরে আপনার নাম এডিট করে ঠিক করেছি
মহা ঝামেলায় আছি এ নিয়ে
আপনার কেয়ার অফ তো সোনেলা হয়ে গিয়েছে 🙂
অরুনি মায়া
হা হা হা এই অবস্থা নাকি! তা জিসানী অল্পের উপর দিয়ে ছেড়ে দিয়েছে মনে হয়। না থাক অন্দরমহলের কথা না তুলি।
কিন্তু আমার নাম্বার টা কোন সোনার সাথে ছিল তাতো বুঝলাম না ;?
শুন্য শুন্যালয়
হে হে মায়াপু, খেয়াল কইরা দেখো সব নাম আধা আধা রাখছে, তাই বুইজ্ঝা লও, তোমার নাম সেভ করছে সোনা মা হিসাবে :p
জিসান শা ইকরাম
@শুন্য, পোষ্টে সোনা মা লেখা পাইলেন কই ?
শুন্য শুন্যালয়
পাইনি, আরো অনেকের মধ্যে থাকতে পারে এইভেবে মজা করতে চেয়েছিলাম।
ছাইরাছ হেলাল
সোনা মা!!
হে মাডি ফাঁক হও, ঢুইক্কা যাই।
জিসান শা ইকরাম
মগা করেন যত পারেন 🙂 @শুন্য আপনি হইলেন স্বপ্ন দ্রষ্টা, স্বপ্নে সব নাম আপনার কাছে চইল্যা যাইবো।
আপনার নামও কিন্তু এইখানে আছে
খুইজ্জা লন 🙂
জিসান শা ইকরাম
মা মাটি দেশ নামে একটা আইডির কথা ভুইল্যা যাইয়েন না জনাব 🙂 হে ফাঁক হইব ক্যামনে ? @ছাইরাছ হেলাল
অরুনি মায়া
হা হা হা তুমি যে কি দুষ্টু শুন্যাপু।কই লিস্টে আমার নামই তো নেই।
অরুনি মায়া
কবি মহাশয় আপনি মাডির তলে ঢুকবার চান কেন মাইনষেরে বিধবা বানাইয়া? :@
জিসান শা ইকরাম
@মায়া, অন্দরমহলের কথা অন্দরেই থাকুক 🙂
আপনার নাম দেয়াই আছে পোষ্টে,
আর একটু ভাল করে খুঁজুন………।
অরুনি মায়া
খুঁজেছি ভাইয়া পাচ্ছিনাতো। একটু বলে দেবেনকি?
জিসান শা ইকরাম
অরুনি আড়ি কিন্তু দেইনা আমি কারো সাথে 🙂 এরপরেও খুঁজে পাবেন না?
শুন্য শুন্যালয়
:D) জিসানী আপনারে সোনা ময়না কিংবা সোনাপাখি বলে ডাকতে দেয় তো? ;? হা হা হা
মোবাইলে এতো সোনা দেইখ্যা হেয়তো ১৯৪ ধারা জারি করছে মনে হয়, অন্দর মহলের কথা আমাগোর কইবেন না তো কারে কইবেন, আমরা হজ্ঞলেই তো সোনা :p
সোনা টাক, সোনা আড়ি?
:D) আপনারে আর কেউ কোনদিন নাম্বার দেবে বলে মনে হয়না :p
জিসান শা ইকরাম
জিসানীকে সোনা ময়না বা সোনাপাখি বলে ডাকি না তো 🙂 অন্য কিছু ডাকি।
‘ তোমার যত সোনা আমারেও তত ভরি সোনা কিনে দাও, একটা নাম্বারও মুছবে না, যত পারো সোনা নাম রাখো’ – জিসানীর শেষ কথা এই 🙂
ধারার কথা জিজ্ঞেস করলে কবি নিরব হইয়া যায়…
হ, সোনেলায় যারা ব্লগায়, তারা হজ্ঞলেই সোনা 🙂
হু, সোনা টাক, সোনা আড়ি
সবাই দেবে নাম্বার, সবাইরে ভালোপাই না? ভালোবাসার একটা আলাদা শক্তি আছে 🙂
শুন্য শুন্যালয়
তা কয় ভরি সোনাতে ফিক্সড হলো? 🙂 ব্লগারের সংখ্যা বাড়লে তো এখন থেকে জিসানীও ম্যালা খুশি হবে 🙂
জিসান শা ইকরাম
কয় ভরিতে ফিক্সড হলো এইটা খুবই গোপনীয় বিষয়,
তবে জিসানী ম্যালা খুশি, আরো বেশী বেশী নাম্বার কেন জানিনা আমি, এই প্রশ্ন এখন তাঁর 🙂
মেহেরী তাজ
হা হা হা হা হআ…….
আমার ছূট্টু একটা প্রশ্ন! সবার নামে আগে সোনা কেনো হবে? ;? sonela থেকে আসলে সোনে(sone) বা sola হবে! কিংবা sona ও চার অক্ষরের আবার blog ও চার অক্ষরের। blog হবে। sona কেনো??? ;? ^:^
নাম্বার? গুগোল মামার কাছে খোজ দ্যা সার্চ করে দেখেন পান না কি????? :D)
শুন্য শুন্যালয়
তাজ সোনেলায় ময়না বা পাখি নামের কোন আইডি আছে কিনা দেখতো।
মেহেরী তাজ
আপু মনা সম্ভবত মনির ভাই!
জিসান শা ইকরাম
@তাজ, মনির হোসেন হচ্ছেন মাটি, মা মাটি দেশ ওনার আইডি ছিল, এখনো ব্রাকেটে আছে, এ থেকে মাটি 🙂
মনাকে তুমি ভালোভাবেই জানো, আমার জানা মতে তুমি তাকে প্রায় রোজই মেইল করো 🙂
মেহেরী তাজ
ওরে আল্লাহ! আমার মাথায়ই আসে নাই! ;(
শুন্য শুন্যালয়
তাজ তুই আমারে বাদ দিয়া কারে আবার রোজ মেইল করোস? কি যেন আইডিটা? শুন্য হৃদয় না কি যেন নাম, ধুর ভুইলা গেছি, বয়স বাড়তেছে 🙁
খবরদার বাড়িত বলে দিমু কিন্তু মা-কে, আবার লাঠি নিয়ে তাড়াবে নে 🙂
জিসান শা ইকরাম
হ হ শুন্য হৃদয় নামে ফেবুর একটা আইডি আছে, তাজ যে তারে মেইল করে এর কোন প্রমান নাই। এটি আমি তাজ আর সোনা মনাই জানে ( ত্রিপাক্ষিক ) 🙂
জিসান শা ইকরাম
সোনেলায় যারা লেখেন সবাই সোনার মত মানুষ, দামী, সোনালী মানুষ থেকে সোনা 🙂
সোলা একটি হালকা বস্তু যা পানিতে ভাষে, এখানে যারা লিখছেন, তারা তো এত হালকা নন
সোনে শব্দর সাথে কান এর একটা ব্যাপার আছে, কানে সোনে সে? কান নিয়ে টানাটানি কি ভালো? তাই সোনে বাদ
Blog দেয়া যেতো, এখানে প্রশ্ন আসতে পারে কোন ব্লগ? অন্য একটি ব্লগে লেখার সুবাদে কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল, তাদেরকে সেভ করেছি Blog দিয়ে।
বর্তমানে সোনেলায় লেখি, আর একারনে সোনা 🙂
এখন কি সন্তষ্ট হইছে আমাদের সজুর ওস্তাদে ?
গুগলে সবার নাম্বার থাকে নাকি? জানিনা তো ;?
মেহেরী তাজ
সজীবের ওস্তাদে বুঝতে পারছে! সন্তুষ্ট ও হইয়াছে! 🙂
জিসান শা ইকরাম
তা ওস্তাদের শিষ্য কি একটা হৃদয় ছেদারক দিয়া চইল্যা গেলো, আর কুন খোঁজ খবর নাই
প্রিয়ংকার দেখা পাইল নাকি? 🙂
নাকি সেই আপুর দেখা পাইছে সোনেলায়?
শুন্য শুন্যালয়
১। মনা দিয়া কি হয়? ;? আমেনা? ময়মনা? ২। সোনা ছাই 😀 হি হি। এইডা ঠিক আছে, পাইলেও পাইতে পারো মানিক রতন না এক্কেবারে সোনা পাইয়া গেছে ছাই উড়াইয়া।
৩। সোনা টাক, এইটা মনেহয় যাত্রাকবি ভাই 😀 ৪। সোনা নীল, নীলাঞ্জনা বকবকানি। ৫। সোনা পিচ্চি, আমার ভূত মনে হয়। ৬। সোনা আড়ি? আড়িয়াল খাঁ নামের কোন আইডি নাকি? ;? ৭। সোনা নন্দ? টুংটাং আপু? নন্দী না দিয়া নন্দ ক্যান? আপনার মাথা টাক করে দেবেনে দেইখ্যেন। ৮। সোনা আকি, আকিদা আপু 🙂 ৯। সোনা মনু, মৌনতা আপু।
এরপর রিমি আপু, খেয়ালী মেয়ে, শিশির কনা। মারি কে?
মৌনতা রিতু
আমার পেট ব্যাথা হয়ে গেছে হাসতে হাসতে।চোখ দিয়ে পানি পড়তেছে।এগুলো কায়রে?
কাল রাত সাড়ে বারোটায় এই পোষ্ট পড়ে মুখে বালিশ গুজে হেসেছি।ভাগ্যভাল মন্তব্যগুলো তখন ছিল না।তাইলে বালিশে ঠ্যাক খাইলেও খাট তো নড়ত,উনি তখন হয়ত রাগন্বিত কন্ঠে বলত,” ঐরুমে যাও সকালে আমার অফিস আছে”।
কিন্তু আজ সকালে উনাকে হাসির কারণ দর্শাতে পোষ্টটি পড়ালাম।
মন্তব্য সহ পড়ে আজ উনিও অফিসে হেসে খুন।
এখন আমি একটা লেখা নিয়ে বসেছি।কিন্তু মনে বার বার ভাসতেছে ঐ মুহুর্তটা।জিসান ভাইকে জিসানী সহজে রিমান্ড থেকে অব্যহতি দিয়েছে বলে মনে হয় না।
শুন্য শুন্যালয়
সহজে না আপু, যত সোনা মোবাইলে ততো ভরি সোনা কিনে দিতে বলেছে ভাইয়াকে জিসানী 😀
এখন থেকে আইডি খোলার আগে সবাইকে সাবধান থাকতে বলতে হবে, কি নামে সেভ করবে সোনা জি ভাই তার কোন ঠিক নাই।
যেমন কারো নাম মোজাম্মেল, সে লিখবে সোনা মোজা, কারো নাম চারণ, সে লিখবে সোনা চোর। অতএব সাবধান।
জিসান শা ইকরাম
@মৌনতা, যাক শেষ পর্যন্ত জামাইকেও হাসাতে পারলাম আমি 🙂
রাতে বেচারীরের আর বেশী টেনশনে রাখবেন না, এত রাতে ঘুমুতে গিয়ে স্ত্রী জোড়ে জোড়ে হাসবেন, এটা কেমন কথা? 🙂
আপনাকে অন্যরুমে ঘুমাতে বললে সোনেলা কিন্তু দায়ী থাকবে না।
রিমান্ড এর আলোচনা না হয় থাক, এটা তো অন্দরমহলের কথা 🙁
জিসান শা ইকরাম
হা হা হা হা , চারন এই ব্লগে আসলে ঠিকই তার নাম সেভ করবো সোনা চোর নামে 🙂 @শুন্য
মৌনতা রিতু
না না কেন পাঠাবে অন্য রুমে? পাঠাবেই না,ভয় আছে না !সকালে তাইলে যে নাস্তা বন্ধ।তাই বালিশে মুখ দিয়ে ভদ্র লোকের মতো বলিল,ঘুমাও এখন,আর খিক খিক কোরো না।
জিসান শা ইকরাম
আহারে বেচারা, না খেয়ে থাকতে হবে এই ভয়ে কত অত্যাচার মেনে নিচ্ছে জুলু 🙂 @মৌনতা
নাসির সারওয়ার
দেখুন শুন্যাপু, কবিদের নিয়ে এই রকম মস্ক করা ঠিক না। কবিরা অতন্ত নিরীহ গোত্রের তবে এইরকম অপমান তারা বরদাস্ত করেন না। রাগান্বিত হলে তারা তাদের মাথার চুল ছিঁড়ে ফেলেন। আপনি কি তাই চাচ্ছেন?
শুন্য শুন্যালয়
যেসব কবির মাথায় চুল নেই, তারা কি করেন? অন্যের মাথার চুল আবার ছেঁড়ে নাতো? না না বাবা, তাহলে থাক রাগিয়ে লাভ নেই। তবে অপমানে কবিরা একটা করে তেলসমাতি, যুদ্ধবাজ, হুংকারী, এই টাইপের একটা করে কবিতা লেখে ফেলেন মনে হয়, আর কতো জ্বালালে কবিতা বের হবে ভাউ? @নাসির ভাইয়া
জিসান শা ইকরাম
@শুন্য
মনা দিয়ে কত্ তকিছু হয়, আমেনা, ময়মুনা তো দাদি/নানিদের নাম, তারা কি এখন ব্লগিং শুরু করলো নাকি?
সোনা ছাই যে আপনি পাবেন এটা ‘যেখানে দেখিবে ছাই, ……… মানিক রতন ‘ সুত্র আপনি আবিস্কার করিবেনই 🙂
সোনা টাক কাহার তাহা বলা যাইত না, টাক নিয়ে টাকাটাকি ভালু না:D
সোনা আড়ি, হায়রে একটা পরিচিত জনপ্রিয় আইডিকেই আপনি চিনলেন না? এইডা কিছু হইল?
নন্দ কিছু বলবে না, এটা আসলে সজুর সেই পাশা পাশি নবের কারনে হয়েছে, I O পাশাপাশি
মারি? হা হা হা হা , মারজানা নামের একজন ব্লগার আছেন এখানে :p
আর সব ঠিকাছে।
সিআইডি জয়েন করলেও আপনি পার্তেন 🙂
শুন্য শুন্যালয়
সি আইডি না, ভাবতাছি তাজ, আমি আর তাজের শিষ্য তিনজন মিইল্যা একটা শার্লোক হোমসের মত গ্রুপ খুলুম, নাম কি দিমু ভাবতাছি ;? তাশুস হোমস?
জিসান শা ইকরাম
তাশুস হোমস কিছুর সাথে মিলবে না, এর চেয়ে শুতাস হোমস দিন, শুতাস এর কথা শুনলেই মানুষ করবে হা হুতাস 🙂
নাসির সারওয়ার
হায় হায় হায়। করছেন কি!! বিমান বন্দরের মানুষতো হ্যাঁগোর দুয়ার খুইল্লা রাইখা আপনার পিছে দৌড়াইবো এহন।
নামের লিস্টি কিন্তু সেরম হইছে। খটকাইয়া গেলাম “সোনা টাক” নামে। ভাবতাছি এই নামে কি আইডি হইতারে ।।
যদি আপনে উইন্ডোজ ফোন চালাইতেন, তাইলে একখান ভাব লইতাম। যাউক, বাইচ্চা গেলেন এই যাত্রায়।
জিসান শা ইকরাম
বিমানবন্দরের ষ্টাফদের সোনেলায় তাৎক্ষনিক আইডি বানায়ে তাদের সবার নাম সেভ করে রাখুম সোনা কদু(কুদ্দুস), সোনা হাসু
(হাসেম), সোনা কুতু(কতুবুদ্দিন), সোনা নাই( নাইমুল ) এমন ভাবে 🙂
যারা আম্রিকার ডলার ভাইঙ্গা টাকাটুকা কামায় হেরাই সোনা টাক, ডিলার ভাংগাইন্যা টাকাটুকা আয় করার একজন আছে সোনেলায়, নাম কমু না 🙂
আবু খায়ের আনিছ
হায় হায়, প্যারা আর প্যারা। মোবাইল আছে কিন্তু নাম্বার নাই, ফোন আসে রিসিভ করে বলতেও পারি না কে? কারণ যদি পরিচিত কেউ হয়ে যায় তাহলে ভাবতে পারে আমার নাম্বারটা পযর্ন্ত সেইভ করে রাখতে পারে না।
বিড়ম্ভনায় পড়েছিলাম কিছুদিন আগেই, সে যে কি বিড়ম্ভনা তা আর বলতে হয় না। ব্যাপার না, সোনেলায় যারা আছে তারা ত জেনে গেল বিষয়টা।
জিসান শা ইকরাম
খুবই প্যারার মধ্যে আছি, ভাইবারে কাউরে নকও করতে পারিনা
যে এই যন্ত্রনায় না পড়ছে সে বুঝবেনা, কতবড় একটা ঝামেলা এটা।
অপার্থিব
আপনার সোনা বৃত্তান্ত পড়ে বাংলার বাঘিনী, কিংবদন্তী রাজনীতিবিদ মরহুম সাকা আংকেলের সেই বিখ্যাত ডাইলগ মনে পড়ে গেল
“দ্যাশে এত সোনা থাকতে আমার সোনা নিয়ে হাসিনার এত টানাটানি ক্যান?”
জিসান শা ইকরাম
রাজাকার সাকার সোনা নিয়া এত টানাটানির কারন হচ্ছে ওরে ফাঁসিতে ঝুলানোর চিন্তা 🙂
যা কার্যকর হয়েছে :D)
ব্লগার সজীব
মজা পেলাম ভাইয়া। আমার নাম্বার যদি আপনার কাছে থাকতো, কি নামে সেভ করতেন ভাইয়া ? 🙂
জিসান শা ইকরাম
সোনা বগা 🙂
ব্লগার সজীব
বগা!! আমি তো লম্বু না, লম্বুদের বগা বলে জানতাম, তাহলে? 🙁
জিসান শা ইকরাম
আচ্ছা তাহলে সোনা ছোটো লিখতাম 🙂
নীলাঞ্জনা নীলা
নানা আমাকে কি নামে সেভ করে রেখেছো?
জিসান শা ইকরাম
সোনা নীল দেখনি লেখায় ?
সংক্ষেপে সবার নাম এভাবে লিখেছিলাম, এখন তো সবার নাম শুধু সোনা হয়ে গেছে 🙂
নীলাঞ্জনা নীলা
নানা তোমার নাম ক্যামনে সেভ করা জানো? “বুইড়া নানা”। আমি তোমাকে সোনেলা দিয়া না, এর অনেক আগে থেকেই চিনি। আমি ভাবতাম তুমি বুঝি নাত্নী লিখে সেভ করে রেখেছো।
ব্যাপার না 😀
জিসান শা ইকরাম
বুইড়া নানা 😀 আমি বুড়ো হবার আগেই বুইড়া বানিয়ে দিলে?
সোনা প্রথম দিয়ে সেভ করার কারন হচ্ছে সব নামগুলো এক স্থানে, খুঁজে পেতে সুবিধা হয় এতে,
যখন তোমার সাথে কথা হয়, যখন কোন কিছু লেখি, আজ পর্যন্ত নাতনী বাদে কিছু ডেকেছি তোমাকে?
আমার সুবিধার জন্য এমন করে রাখা, আবার ব্যাপারনা বলে 🙁
মোঃ মজিবর রহমান
পিচ্চি কি তাজ আপু!
জিসান শা ইকরাম
হ্যাঁ ভাই, পিচ্চি হচ্ছে তাজ।
মোঃ মজিবর রহমান
চিনতে দেখছি আফ্রিকায় জাওয়ন লাগব।
জিসান শা ইকরাম
হা হা হা হা , বুদ্ধিটা ভালোই ভাই 🙂
লীলাবতী
ভাগ্যিস আমার নাম্বার দেয়নাই আপনারে, কি নামে যে আমার নাম সেভ করতেন, আল্লাহ্ই জানে।
তবে ভাইয়া, আপনি একটু সাবধানে থাকবেন, আর মোবাইলটা একটু সাবধানে রাখবেন, সোনার যা দাম!! :p
আমি কিন্তু আপনার ফাকিঝুঁকি ধরে ফেলেছি। সবার আগে তো এম আসেনা, সোনা মনা সবার আগে আসলো কি করে? আমি কিন্তু বুঝে গেছি, মনা কে :p
জিসান শা ইকরাম
সোনা ভত্তা নামে সেভ করতাম, এটা তো একদম নিশ্চিত 🙂
মোবাইলটা আমার প্রিয় একজনের গিফট করা, তিল তিল করে সঞ্চয় করা অর্থ দিয়ে আমাকে গিফট করেছেন, এটি যক্ষের ধনের মতই আগলে রাখি। মোবাইল টি শরীরের সাথে শিকল দিয়ে আটকিয়ে তালা দিলে কেমন হয়?
আপনি আর সজীব যে পণ্ডিত, আপনি বুঝবেন না তাকি হয়?
তা এতদিন কোথায় ছিলেন?
লীলাবতী সোনেলায় আসবেন না, এটি আমাদের বিশ্বাস করতে হবে নাকি?
শুভ কামনা -{@