সোনালী কেতকী

রিতু জাহান ১ ডিসেম্বর ২০১৮, শনিবার, ১০:০৭:০৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

হঠাৎ করে
একদিন বলে ফেললে,
বুদ্ধদেবের উপন্যাসগুলো পড়ে নিতে।
কাজল চোখে নাকি আমার
শব্দের হাজার গাঁথুনি।
কিন্তু
আমি জানি,
এ তোমার কাজল প্রেম, বিলাসী চিন্তা।
অথচ,
তোমার বিলাসী ও বাগানে কেয়া ফোটেনি যতনে।
গভীর কোনো বনজ্যোৎস্নায় সবুজ বনে, একা একেবারে একা
যেখানে শ্রবণ, স্পর্শ, দর্শণ একেবারে অপ্রত্যাশিত।
সেখানে,
মধুগন্ধভরা ভীতসন্ত্রস্ত মনে লুকিয়ে থাকে সুন্দরতর সোনালী কেয়া।
দেবতার পৌরাণিক ভালবাসায় যেখানে নিষিদ্ধ কেয়া
সেখানে তোমার জন্য আমার, আমার জন্য তোমার বিলাসী কাজল প্রেম
বড় বেমানান।

,,রিতু,, কুড়িগ্রাম।
1.12.18.

৫৪০জন ৫৪০জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ