
===========================
রাতের নীরবতা সোনালি দিনের আদর চায়
অথচ বুঝতে চায় না রাতের বুকে আঁধার সেজেছে;
চাঁদ নেই- সূর্য নেই- নেই কোন তারার দল!
তবুও দৃষ্টির পাত যেনো সুখের মহর বুকের সমুদ্রে
ভেসে যায়- ঘুমে ভেজা প্রতি রাতের বালিশ;
সুর্যময় ভোর আসে জানালার পাশে কিন্তু
আদর আসে না হাত ছুঁয়ে কিংবা দৃষ্টির পানে;
তবুও কবিতাতে হাটি, অভিমানে প্রণয় যেনো
আঁধার যাত্রী- অপেক্ষামান রাতের ঘ্রাণ নেয়া ঘুম!
বোঝা- না বোঝার দিন শেষ কতটুকু বা ইতি
জীবনের মানে শুধু প্রশ্নহাক কোথাও ধু ধু খেয়াঘাট-
কোথাও বা ধোঁয়াশার সাদা মেঘের বাগ বসানো খাট;
অতঃপর নীরবতা ছুঁয়ে যাক কিছু সোনালি আদর।
২৯ আষাঢ় ১৪২৬, ১৩ জুলাই ২০
————————————
২২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
নিরবতায় ছুয়ে যাক সোনালী আদর।
আদররের নান্দনিক প্রকাশ ভাল লাগল।
কাব্যিকতায়
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মজিবর দা
সালাম নিবেন- কেমন আছেন
কবিতায় মন্তব্য পেয়ে ভাল লাগল
ভাল ও সুস্থ থাকবেন——–
মনির হোসেন মমি
যতই অন্ধকার হোক কবিতায় হাটা যেন বন্ধ না হয়। চমৎকার কবিতা।খুব ভাল লাগল।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মমি দা
না দাদা মৃত্যু অবধি কবিতার বুকে হাটব চলব দোয়া রাখবেন
কবিতায় মন্তব্য পেয়ে ভাল লাগল
ভাল ও সুস্থ থাকবেন——–
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার প্রকাশ — তবুও কবিতাতে হাটি, অভিমানে প্রণয় যেনো
আঁধার যাত্রী- অপেক্ষামান রাতের ঘ্রাণ নেয়া ঘুম!
শুভ কামনা রইল।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি আলম দা
কবিতা পাঠে মন্তব্য পেয়ে ভাল লাগল
ভাল ও সুস্থ থাকবেন——–
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও ভালো থাকবেন ভাই। আমি কিন্তু এখনো আপনাদের মতো কবি হয়ে উঠতে পারিনি। তারপরেও আপনি কবি দা ডাকেন। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
অবশ্যই আলম দা আপনি অনেক বড় কবি কারণ কবিত্ব মন আছে আপনার
আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি——-
ফয়জুল মহী
অত্যন্ত প্রাণবন্ত লেখা ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
কবিতা পাঠে মন্তব্য পেয়ে ভাল লাগল
ভাল ও সুস্থ থাকবেন——–
সুরাইয়া নার্গিস
বাহ্! চমৎকার অনুভূতির প্রকাশ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নার্গিস আপু
কবিতা পাঠে মন্তব্য পেয়ে ভাল লাগল
ভাল ও সুস্থ থাকবেন——–
খাদিজাতুল কুবরা
“অতঃপর নিরবতা ছুঁয়ে যাক কিছু সোনালি আদর ”
পুরো কবিতায় অসাধারণ শব্দের গাঁথুনি।
আমার খুব ভালো লেগেছে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি কুবরা আপু
কবিতা পাঠে মন্তব্য পেয়ে ভাল লাগল
ভাল ও সুস্থ থাকবেন——–
নিতাই বাবু
সুন্দর লিখনশৈলী। নিখুঁত শব্দে গাঁথুনি। লেখককে অজস্র ধন্যবাদ!
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নিতাই দা
কবিতা পাঠে মন্তব্য পেয়ে ভাল লাগল
ভাল ও সুস্থ থাকবেন——–
প্রদীপ চক্রবর্তী
সবকিছুতে সোনালি আদর নির্যাস ছোঁয়ে যাক।
ভালো কবিতা,দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি প্রদীপ দা
কবিতা পাঠে মন্তব্য পেয়ে ভাল লাগল
ভাল ও সুস্থ থাকবেন——–
সুপর্ণা ফাল্গুনী
শব্দ চয়ন দারুন লেগেছে।
সুর্যময় ভোর আসে জানালার পাশে কিন্তু
আদর আসে না হাত ছুঁয়ে কিংবা দৃষ্টির পানে;
তবুও কবিতাতে হাটি, অভিমানে প্রণয় যেনো
আঁধার যাত্রী- অপেক্ষামান রাতের ঘ্রাণ নেয়া ঘুম! খুব ভালো লাগলো । শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
কবিতা পাঠে মন্তব্য পেয়ে ভাল লাগল
ভাল ও সুস্থ থাকবেন——–
তৌহিদ
কবিতায় হোক দিন রাত্রি পার। থমকে যাওয়া যাবেনা কিছুতেই।
ভালো থাকুন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা অবশ্যই —————
কবিতা পাঠে মন্তব্য পেয়ে ভাল লাগল
ভাল ও সুস্থ থাকবেন——–