সোনার বাংলাদেশ

আবু জাকারিয়া ৮ মার্চ ২০১৫, রবিবার, ১২:২৩:৩৯অপরাহ্ন কবিতা, সাহিত্য ১০ মন্তব্য

ও ভাই চিত্র শিল্পী,
তোমার রং তুলিতে বাংলার ছবি আঁক।
তোমার রং ফুরাবে,
আঁকা কখনও তোমার, শেষ হবে নাকো।

কোথাও নেই তাইতো জানি
শ্যামল সুন্দর জগৎ রানী
একটি যে ভাই আছে
শ্যাম সুন্দরী সাজে।

বাঁচতে চাইযে আমি,
এইতো আমার দেশে
দিয়ে ভালবাসা
মরতে চাইযে শেষে!

বাংলা আমার নদীর দেশ
কত নদী নাইরে শেষ!
পদ্মা মেঘনা সবার প্রানে
পালতোলে নৌকা, ভাটির টানে।

দেখতে আহা বেশ!
সোনার বাংলাদেশ।

৯১১জন ৯১০জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ