ও ভাই চিত্র শিল্পী,
তোমার রং তুলিতে বাংলার ছবি আঁক।
তোমার রং ফুরাবে,
আঁকা কখনও তোমার, শেষ হবে নাকো।
কোথাও নেই তাইতো জানি
শ্যামল সুন্দর জগৎ রানী
একটি যে ভাই আছে
শ্যাম সুন্দরী সাজে।
বাঁচতে চাইযে আমি,
এইতো আমার দেশে
দিয়ে ভালবাসা
মরতে চাইযে শেষে!
বাংলা আমার নদীর দেশ
কত নদী নাইরে শেষ!
পদ্মা মেঘনা সবার প্রানে
পালতোলে নৌকা, ভাটির টানে।
দেখতে আহা বেশ!
সোনার বাংলাদেশ।
১০টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দেখতে লাগে বেশ
সোনার বাংলাদেশ।
রূপে মুগ্ধ হয়ে সে হয়েছে
সকল দেশের রাণী -{@
আবু জাকারিয়া
ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
ছন্দে ছন্দে বাংলার কথা বলা, ভালো লেগেছে ভাইয়া।
আবু জাকারিয়া
অনেক ধন্যবাদ আপু।
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি (3
আবু জাকারিয়া
ধন্যবাদ ভাইয়া।
লীলাবতী
দেশকে নিয়ে লেখাটি অত্যন্ত সুন্দর হয়েছে ভাইয়া।
আবু জাকারিয়া
ভাল লেগেছে জেনে ভাল লাগল। অনেক ধন্যবাদ।
প্রজন্ম ৭১
খুব সুন্দর কবিতা।
আবু জাকারিয়া
আপনাকে ধন্যবাদ।