
।মাগরিবের নামাজ শেষ করে বাজারের পথে হাঁটা ধরেছে মোবারক মিয়া। আশ্বিনের কুয়াশায় গ্রামের রাস্তার ঘাসের শিশিরেরা পায়ে কাদার মতো জড়িয়ে যাচ্ছে।
আজকের চাঁদের আলো যেন বেশী মনে হয়,কারণ খুঁজতে থাকে।নাহ! কিছুই মনে আসছেনা।তবে এমন চাঁদের আলো আরও দেখেছে সে।
মোবারক মিয়া আপন মনে বিড় বিড় করে যেন বিরক্তির ভাব ফুটে উঠেছে।
এবারে রহিম মিয়ার মায়ের কথা মনে পরে।এমন একটা আশ্বিনের রাতে বারো বছরের কিশোরী সোনাবানকে ঘরে এনেছিলো সে। সেদিনও চাঁদের রাত ছিলো। রাস্তার পাশের জঙ্গল থেকে শেঁয়ালের ডাক শুনে শুনে বরযাত্রিরা গায়ের হাঁটা পথে এমনি কুয়াশায় ভেজা ঘাস ডিঙিয়ে বাড়ি এসেছিলো।
সেদিনের সেই রাতের কথা মনে পড়ে যেতেই ধক্ করে রহিম মিয়ার মা সোনাবানের কথা মনে হলে ডুকরে ওঠে মোবারক মিয়া। সময় কতো দ্রুত পার হয়। রহিম মিয়ার জন্মের সময় সোনাবান পরপারে চলে গেছে। অনেক কষ্ট পেয়েছিল। ভালোবাসা কাকে বলে মোবারক মিয়া জানেনা। লাঙলটা কাধে তুলে হালের বলদ নিয়ে সোজা ফসলের মাঠ।সংসারটা সামলাতে হিমশিম খেতো বারো বছরের সোনাবান।
কত রাতে এমন ঢলঢলে চাঁদ উঠতো।এমন শীত শীত সন্ধ্যার অন্ধকারে ভূতের মতো জমি থেকে সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরতো মোবারক মিয়া। আসমানের চাঁদ তাকে টানেনি কখনো। ঘরের দাওয়ায় বসে থাকা কিশোরী বধু সোনাবানকে দেখলে যতটা শান্তি পেতো সে তার ছিটেফোটাও কোথাও পায়নি আজ অব্দি।
আকাশের দিকে তাকায় মোবারক মিয়া, পায়ে জড়িয়ে থাকা শিশিরের উপর এখন কেন যেন বিরক্ত লাগেনা তার। শুধু একরাশ কস্ট নিয়ে দীর্ঘ শ্বাস ফেলে। মনে হলো এক পশলা ঠান্ডা বাতাস বয়ে গেল।
বাজারের পথে যেতে যেতে এক মুহুর্ত মোবারক মিয়া থমকে যায়। একজন সোনাবান তার অস্তিত্বের সাথে এভাবে মিশে আছে কি করে সেটা তার বুঝে আসে না।
ভালোবাসা শেখেনি কখনো সে। তবুও তার মনে হয়,এটাই বোধহয় ভালোবাসা।
গ্রামের সহজ, সরল মানুষের চাওয়াও থাকে সীমিত।আর এই সীমিত চাওয়ার মাঝে কখন যে পাওয়ায় পরিণত হয় নিজেরাও টের পায়না বা বুঝে উঠতে পারেনা।
পৃথিবীর সব মোবারক ও সোনাবানেরা খুব ভাল থাকুক।
সবার প্রতি রইলো ভালোবাসা ও শুভ কামনা ।
১৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার শীতের আগম বার্তায় সুন্দর গল্প আপু
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাই,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
প্রকৃতি আমায় খুব টানে।গ্রামের মানুষ গুলো সহজ,সরল আগের মত নেই। নগরায়ন হওয়ায় দৃশ্যপট পালটে গিয়েছে।মধুরতা কমে গিয়েছে।
অনেক ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
প্রকৃত ভালোবাসা এমনই হয়। ভালোবাসা কি জিনিস তা জানতে/ বুঝতে পারার আগেই হয়ে যায়। সোনাবান বেঁচে থাকলে মোবারক মিয়ার মাঝেও ভালোবাসা বেঁচে থাকতো, নিজেরা ভালো থেকে অন্যদের দেখাতে পারতো তাদের সংসারে ভালোবাসা বসত করে।
সহজ সরল মানুষের মনের অনুভূতিও বেশ সরল হয়।
ভালো থাকুক এমন মোবারকদের সোনাবানেরা।
ভালো থাকুন আপু। শুভ কামনা 🌹🌹
উর্বশী
সাবিনা ইয়াসমিন আপু ( সুইটি)
একদম আপনার সাথে সহমত পোষণ করছি । সহজ, সরল মানুষগুলোর ভাবনা- চিন্তায় নেই কোন গলদ। তাইতো অনায়াসেই সুখ,খুশি,আনন্দ এসে ধরা দেয়।কিছু বুঝে ওঠার আগেই। মাঝে মাঝে মনে হয় পরিবেশ যদি এমন হতো পৃথিবীর সবাই মোবারক ও সোনাবানের মত হবে। ভালোবাসা র সেতু বন্ধন বেশ অটুট হবে। সবাই ভাল থাকে,ভাল আছে।তবুও যেন কোথায় ঘাটতি দেখা যায়,নানা ঘটনার সৃষ্টি হয়।কিন্তু অন্যদিকে সোনাবান– মোবারক মহা আনন্দধারায়।খুব ভাল থাকুন,আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালোবাসা অবিরাম।
সুপর্ণা ফাল্গুনী
প্রকৃত ভালোবাসার অনুভূতি গুলো এমনি হয়, কখন যে ভালোবাসার বীজ বপিত হয় সে নিজেও বুঝতে পারে না। এমন সরল মানুষের ভাবনাগুলো ও এমন অবুঝের মতো হয়। ভালোবাসার হিসাব তারা মিলাতে জানে না শুধু জানে বুকের ভিতর আনচান করে প্রিয় মানুষটির জন্য , প্রিয় মানুষ টির সঙ্গটাই তাদের পরম পাওয়া- এতেই তাদের সুখ, আনন্দ। খুব সুন্দর আপু। শুভ কামনা রইলো অহর্নিশি
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আপনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। সহজ, সরল মানুষদের ভাবনাগুলো খুব সাদামাটাভাবে চলতেই হেখা যায়। যার জন্য সুখ তাদের কাছে এসেই ধরা দেয় কিছু বুঝে ওঠার আগেই। মনের যে টান,কখন বাড়ি ফিরবে,ঘরনীর মুখ দেখবে,চলাফেরা কথাবলা সব কিছুই সেই সময় বিনোদনের কাজ করে। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সবাই কেন মোবারক আর সোনাবান হতে পারেনা?
অনেক ভাল থাকুন আপু।আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
রেহানা বীথি
কী সুন্দর করে একটা সরল জীবনের নির্জাসটুকু তুলে ধরলেন! ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর একটা গল্প।
উর্বশী
রেহানা বীথি আপু,
সহজ, সরল মানুষগুলোর ভাবনাগুলোও খুব সাদামাটা,অথচ কত মধুরতম। ছোট গল্পের মাঝে বড় ম্যাসেজ হিসাবেই দেয়ার চেষ্টা মাত্র। কিন্তু আমাদের বুঝে নিতে হবে।যেমন আমরা সবাই বুঝতে পেরেছি,ভালোবাসার হিসাব মিলাতে না জানলেই তার অনুভূতির স্বাদ পেয়েছেন।
অনেক ভাল থাকবেন,আন্তরিক ধন্য সহ ভালোবাসা রইলো।
ফয়জুল মহী
অসাধারণ অনবদ্য ভীষণ ভালো লাগলো পাঠে,লিখে যান,,শুভকামনা সবসময়।
উর্বশী
ফয়জুল মহী ,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এরকম মানুষ,এমন ভালোবাসা এখন দেখা যায়না বললেই চলে।তবে আগে ছিল। খুব ভাল থেকো শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
পৃথিবীর সব মোবারক ও সোনাবানেরা খুব ভাল থাকুক।
সবার প্রতি রইলো ভালোবাসা ও শুভ কামনা । ****
মোবারক ও সোনাবানরাই নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক।
ভালো থাকুন আপনিও। শুভ সকাল।
উর্বশী
রোকসানা খন্দকার রুকু আপু ,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনার সাথে সহমত পোষণ করছি । তবে এখনকার যুগে এমন মানুষ,এমন ভালোবাসা নেই বললেই চলে। অনেক ভাল থাকুন।শুভ কামনা সব সময় ।
আরজু মুক্তা
মানুষ বাঁচে ভালোবাসায়। আর এরকম নির্ভেজাল, মায়াময়, নিঃস্বার্থ ভালোবাসা হলে তো কথাই নেই।
তবে, এই ভালোবাসার বড় অভাব গ্রামে বা শহরে।
তবুও বেঁচে থাক এমন ভালোবাসা।
শুভকামনা সবসময়।
উর্বশী
সামিয়া আরজু মুক্তা আপু,
আন্তরিক ভালোবাসা সহ ধন্যবাদ।
আপনার সাথে সহমত পোষণ করছি শতভাগ। এ যুগে এমন ভালোবাসার মানুষ দেখাই যায়না বলা চলে। খুব ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
তৌহিদ
সহজ সরল ভাবনা চিন্তায় কোন কুটিলতা থাকেনা। আপনার লেখা গল্পটিই তার প্রমাণ। চমৎকার লিখেছেন আপু।
ভালো থাকুন।
উর্বশী
তৌহিদ ভাইয়া ,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
একদম সঠিক বলেছেন। এখনকার সময়ে এমন মানুষের সন্ধান পাওয়াই যায়না তেমন।ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
প্রদীপ চক্রবর্তী
প্রকৃত ভালোবাসা সর্বদা মনের মণিকোঠায় জায়গায় নিয়ে থাকে।
খুবি সাবলীল সুন্দর ভাষায় গল্প উপস্থাপন।
সত্যি,দিদি ভালো লাগলো অনেক।
এমন গল্প বেশ প্রিয়, আমার।
উর্বশী
প্রদীপ চক্রবর্তী ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
সঠিক বলেছেন।এমন মানুষ দের সংখ্যাও কম,সন্ধ্যান পাওয়াও মুশকিল।আগে গ্রামের মানুষের মাঝে খুঁজে পাওয়া যেতো। খুব ভাল থাকুন,শুভ কামনা সব সময়।