
সেল ফোন
========
মধ্যরাতে তারার মেলা বসেছে আকাশে
স্নিগ্ধ ফুল হয়ে ঝরে পড়ছে তোমার কপাল ,
ঠোঁট ,গাল ও চিবুক বেয়ে।
তুমি আমি জোছনায় ভিজতে ভিজতে
ভাবছি ,
এখন একান্ত হতে পারলে
মন্দ হতো না।
সেই মুহুর্তে বেজে উঠলো তোমার সেল ফোন ।
তুমি ব্যস্ত হয়ে উঠলে অন্যত্র,
সহসা আহত হলো আমার হৃদয়।
বিরক্তি কর।
এই সেল ফোনগুলো এতো বেরসিক কেন?
২৩টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
সেল ফোন বড়ই বিরক্তিকর
সর্বনাশী দুর কর।
ভালই লাগল ভাই।
শুভ কামনা।
ইসিয়াক
শুভকামনা ও শুভেচ্ছা রইরো দাদা ।
ধন্যবাদ
ইকবাল কবীর
মাঝে মাঝে মনে হয় সেলফোন যদি বাদ দিয়ে চলতে পারতাম!!!
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
সাবিনা ইয়াসমিন
সেল ফোন বিরক্তিকর, আবার এটা ছাড়া বর্তমান অচল।
ভালো লাগলো কবিতা 🌹🌹
ইসিয়াক
অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ রইলো আপু।
তৌহিদ
প্রকৃতি উপভোগ্যতায় মনুষ্যসৃষ্ট জিনিসগুলিই বাঁধার সৃষ্টি করে। তবে এসব ছাড়া এখন অচল অনেকটাই।
ইসিয়াক
মন্তব্যে ও কবিতা পাঠে কৃতজ্ঞতা রইলো ।
শুভেচ্ছা রইলো ।
সুপর্ণা ফাল্গুনী
বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এখনকার বন্ধুত্ব, ভালোবাসা ও এসব ছাড়া হয়না। একান্ত মুহূর্তে এগুলো বেরসিক হয়ে যায়। শুভ কামনা
ইসিয়াক
অনেক অনেক শুভকামনা রইলো আপু্ ।
ফয়জুল মহী
দারুণ এক অনুভুতি ,বেশ লাগলো ।
ইসিয়াক
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
সুরাইয়া পারভীন
মধ্যরাতে তারার মেলা বসেছে আকাশে
স্নিগ্ধ ফুল হয়ে ঝরে পড়ছে তোমার কপাল ,
ঠোঁট ,গাল ও চিবুক বেয়ে।
তুমি আমি জোছনায় ভিজতে ভিজতে
জাস্ট সুপার।
এতো সুন্দর ভাবনায় ছেদ ফেললো কিনা সেলফোন😰
ইসিয়াক
দেখুন তো আপু কি অবস্থা!
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ।
সুরাইয়া পারভীন
খুব খারাপ অবস্থা ভাইয়া।
কাণ্ড জ্ঞানহীন সেল ফোন দূরে গিয়ে মর না বাপু 😛
জিসান শা ইকরাম
সেল ফোন এবং ফেইসবুক আমাদের জীবনের অনেক একান্ত মুহূর্তকে নষ্ট করে ফেলছে।
ইসিয়াক
হ্যাঁ ভাইয়া ,ঠিক বলেছেন আপনি।
শুভকামনা রইলো।
এস.জেড বাবু
কিছু বিরক্তি টাকা দিয়ে কেনা হয়-
কেউ কেউ তো ঘুমের সময় অঘুমের ঔষধ কিনে।
সেলফোন তেমন একটা।
বেশ লিখেছেন।
ভিন্নতা।
ইসিয়াক
ধন্যবাদ ও শুভকামনা রইলো নিরন্তর ।
আরজু মুক্তা
আসলেই সেল ফোন আমাদের প্রকৃতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
ইসিয়াক
মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
শুভকামনা জানবেন।
সঞ্জয় মালাকার
সেল ফোন এবং ফেইসবুক আমাদের জীবনের অনেক, অনেক সুখের মুহূর্ত কেড়ে নিয়েছে।
চমৎকার উপস্থাপন দাদা ভালো লাগালো খুব।
ইসিয়াক
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন দাদা ।