
শিশুকালে মেয়েটি পুতুল খেলতে, সাজাতে খুব ভালোবাসতো;
গাছে-গাছে , শাখায় -শাখায় পুষ্পরঙে মন উচাটন
হয়ে যেতো –
নরম পাপড়িতে স্পর্শের আকুলতায় অধীর আগ্রহে বন-বাদাড়ে ছুটে যেতো।
রঙ-বেরঙের পাখির ডানায় উড়বার অভিলাষে মাঠ-ঘাটে চঞ্চলতা দ্বিগুন হতো;
রংধনুর রঙে-বর্ণে নিজেকে সাজাতে-ভাবতে কত শত আঁকিবুঁকি চলতো।
কৈশোরে মেয়েটির দু’বেনীতে লাল-হলদে ফিতায় প্রজাপতি বাসা বাঁধতো ;
অধরঞ্জনীতে ঠোঁট রাঙাতো , কাজলের কালোতে চোখ নজরবন্দি থাকতো।
আলতা-রাঙ্গা পা’দুখানি, ঠোঁটের মিষ্টি-বাঁকা হাসিতে রক্তিম-আভা ছড়াতো;
ধীরে ধীরে বেড়ে উঠলো- কৈশোর পেরিয়ে ষোড়শী পূর্ণ দেহে যৌবন হাসতো।
লতানো যৌবনটা শূণ্যতা অনুভব করে অহর্নিশি পুরুষালি আশ্রয় খুঁজতো;
দূর্বার আকর্ষণে চঞ্চলা আঁখিতে একদা এক রাজপুত্রেরছবি ভাসতো।
হৃদয়ের আঙিনায় প্রকৃতির ষড় ঋতু অষ্টপ্রহর আসা-যাওয়া করতো;
অকস্মাৎ দূর গাঁয়ের এক মেয়ে রাজপুত্রের হাতে হাত
রেখে হেসেখেলে বেড়াতো।
তাই দেখে নীরবে-নিভৃতে মেয়েটি অশ্রুজলের প্লাবনে
কেঁদেই ভাসতো;
অব্যক্ত ভালোলাগা, চাওয়া-পাওয়া নিমেষেই চাপা পড়লো, হলো বেদনাহত।
বুকের চাওয়া পাওয়া গুলো যাতনা-বেদনার নীলে ক্ষয়ে
ক্ষয়ে হারিয়ে যেতো;
আলতা-রাঙ্গা পা দু’খানি হলো ধূসর, ঠোঁটের মিষ্টি হাসি
বোবা-কান্নায় বিবর্তিত।
৩১টি মন্তব্য
মাছুম হাবিবী
একটা সময় প্রতিটি মানুষের জীবনে পরিবর্তন আসে। সে হোক পুরুষ কিংবা নারী। পরিবর্তনগুলো আসলেই মানুষ অন্যরকম হয়ে যায়। ছোটবেলার স্মৃতিগুলো বড় হলেই হারিয়ে যায়।
সুন্দর লিখেছেন
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য অফুরন্ত শুভেচ্ছা। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন
নিতাই বাবু
সত্যি মানুষ যা চায়, তার সবকিছু পরিপূর্ণভাবে পায় না। জীবন চলার মাঝে কিছু বাদ থেকে যায়। হয়তো মেয়েটির বেলায়ও হয়েছে তা-ই।
ভালো লাগার নিরাশ মনের আত্মকথার কাহিনি যেন ছন্দে ছন্দে পড়ে ফেললাম।
দারুণ লিখেছেন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। আপনার মূল্যবান মতামত আমার লেখাকে পরিপূর্ণতা দেয়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ফয়জুল মহী
অসাধারণ ভাবব্যঞ্জণা I
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
বুকের চাওয়া পাওয়া গুলো যাতনা-বেদনার নীলে ক্ষয়ে
ক্ষয়ে হারিয়ে যেতো;
আলতা-রাঙ্গা পা দু’খানি হলো ধূসর, ঠোঁটের মিষ্টি হাসি
বোবা-কান্নায় বিবর্তিত।
.
স্মৃতি গুলো যখন হারিয়ে যায় একে একে তখন নানা যাতনা ও বেদনার নীলে গ্রাস করে।
তখন তার আর স্বপ্ন গুলো পূরণ হয় না।
কবিতাটিতে নিরাশ হয়ে পড়ার দিকটি ফুটে উঠেছে।
.
ভালো লেখনী দিদি।
সুপর্ণা ফাল্গুনী
লেখার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এর জন্য ধন্যবাদ দাদা। খুব ভালো লাগলো। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখেছেন দিদি ভাই।
দিদি ভাই প্রতিটা মানুষ এমন স্বপ্ন বুকে লালন করে,তবে স্বপ্ন গুলো বড্ড বেহায়া শুধু দেখাতে পাবে বাস্তব হয় না।
সময়, অবস্থান সবকিছু একদিন পরিবর্তন হয়, মানিয়ে নিয়ে,মেনে নিয়ে জীবনটা কেটে যায়।
স্মৃতি গুলো ভুলা যায় না,মনের মনিকোটায় স্বযত্নে তার রয়ে যায়।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল দিদি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যের জন্য। আপনার সাথে একমত। ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর শুভকামনা
সুরাইয়া নার্গিস
স্বাগতম আপু।
ভালো থাকবেন,শুভ কামনা রইল।
খাদিজাতুল কুবরা
সেই বয়সে চেয়ে না পাওয়ার দুঃখ সত্যি বেদনাদায়ক।
বেদনার নীল ছবি খুব সুন্দর এঁকেছেন দিদি।
খুব ভালো লাগলো
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আপনার মূল্যবান মন্তব্য এর জন্য কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
মোঃ মজিবর রহমান
শিশুকাল ছিলভাল যৌবন কেন আসিল
বাগিচায় ফুল ফুটিল কৌকিল কেন ডাকিল।
দিদিভাই, এই খানে এসেই নারী পুরুষ সবাই ক্ষৈ হারায়। আফ্যায়ার সম্পর্ক গুলি হারায় বেকার আর দুই বংশের অমিল গংগায় ফাটল। অথবা কারো চোখে নতুত্বে পুরাতনের অবসান।
মৃত সব স্বপ্ন গুল।
কাব্যময় ভালই লাওগল।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ, মজার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। আপনার চমৎকার বিশ্লেষণ এর জন্য খুব খুশী হলাম। ভালো লাগলো ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর শুভকামনা
মোঃ মজিবর রহমান
আপনার সুন্দর লেখায় ই আমাকে মন্তব্য করতে অনুপ্রেরনা করেছে আপু।
আলমগীর সরকার লিটন
দুঃখ বেদনা নিয়েই তো জীবন হয়ে উঠে পরশমনি
অনেক ভাল লাগল কবি দিদি————-
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো জেনে খুশি হলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
আরে হিংসা রে হিংসা!
একটি রাজপুত্র হাইজ্যাক করলে তো চিল্লাইয়া কান্দা লাগতো না।
আহারে! রাজপুত্র তুমি কেন আমার হইলা না!!
সুপর্ণা ফাল্গুনী
☹️☹️☹️ মেয়েরা একটু বেশী হিংসুটে হয়। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো অফুরন্ত
সুপায়ন বড়ুয়া
“অব্যক্ত ভালোলাগা, চাওয়া-পাওয়া নিমেষেই চাপা পড়লো, হলো বেদনাহত।
বুকের চাওয়া পাওয়া গুলো যাতনা-বেদনার নীলে ক্ষয়ে
ক্ষয়ে হারিয়ে যেতো; “
অপরিনিত ও অব্যক্ত ভাললাগা গুলো কখনো পূর্ণতা পায় না।
ভাল লাগলো দিদি। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন দাদা। অব্যক্ত আর অপরিনত ভালো লাগা গুলো অপূর্ণ ই থেকে যায়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু।
সুনদর হয়েছে আপু
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
মাহবুবুল আলম
“আলতা-রাঙ্গা পা দু’খানি হলো ধূসর, ঠোঁটের মিষ্টি হাসি বোবা-কান্নায় বিবর্তিত।”
এটাই ব্যর্থ প্রেমের করুন পরিনতি।
কবিতা ভাল লেগেছ।
শুভেচ্ছা জানাবেন ।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনার কাছ থেকে এমন অনুপ্রেরণা পেলে সত্যিই অনেক ভালো লাগে। আশীর্বাদ করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বিরহ বেদনা আর অপ্রাপ্তির চমৎকার প্রকাশ — “অব্যক্ত ভালোলাগা, চাওয়া-পাওয়া নিমেষেই চাপা পড়লো, হলো বেদনাহত।
বুকের চাওয়া পাওয়া গুলো যাতনা-বেদনার নীলে ক্ষয়ে
ক্ষয়ে হারিয়ে যেতো;
আলতা-রাঙ্গা পা দু’খানি হলো ধূসর, ঠোঁটের মিষ্টি হাসি
বোবা-কান্নায় বিবর্তিত” ।– ভালো থাকবেন দিদি। শুভেচ্ছা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি ও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দিদি আপানার প্রতিও শুভ কামনা রইলো।
তৌহিদ
মনোবাসনা সবসময় পূরণ হয়না। স্বপ্ন এবং বাস্তবতার বিস্তর ফারাকে কতজনের জীবন বিষণ্ণতায় ছেয়ে যায় তার খবর কেই বা রাখি!
ভালো থাকুন আপু।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক তাই। প্রতিনিয়ত এমন ঘটনা আমাদের চারপাশেই ঘটছে। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো