
চুঞ্চিত আঁধারে ধরে গুচ্ছ গুচ্ছ প্রাণ
উড়ে যায় সুদিনের সবুজ পাখি
ওদিকে মরা নদী হাক ছাড়ে
লোহার বেষ্টনীতে বন্দি হৃদয়
সকালে বিকেলে হাহাকার ঝরে
ভালোবাসার মতো নিষ্ঠুর আদরে
মরে যায় কেউ কেউ
কেউ কেউ আবার হত্যা করে।
সুরানা তুমি কোথায় দেখেছ
এমন মানব জন্ম
জন্মেই যে সন্তান মা’কে ভক্ষণ করে
বস্তুত মানুষ জন্মে একবার
অথচ শুধু বেঁচে থাকার জন্য
বার বার মরে বার বার মরে।
দালান জাহান
২১.০২.২০
সখিপুর।
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
হুম শুধু বেঁচে থাকার জন্য বারবার আমরাই মরি। ধন্যবাদ ভাইয়া। শুভ হোক অমর একুশে
দালান জাহান
কৃতজ্ঞতা কবি শুভেচ্ছা
ফয়জুল মহী
চমৎকার সৃষ্টি, পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
দালান জাহান
ধন্যবাদ দাদা শুভেচ্ছা
সুপায়ন বড়ুয়া
“ভালোবাসার মতো নিষ্ঠুর আদরে
মরে যায় কেউ কেউ
কেউ কেউ আবার হত্যা করে।”
ভালবাসার এই জটিল পরিনতি গুলো
কখনো হয়না অবসান।
ভালো লাগলো। শুভ কামনা।
দালান জাহান
অনেক অনেক কৃতজ্ঞতাদাদা
হালিম নজরুল
বরাবরের মতই চমৎকার
দালান জাহান
ধন্যবাদ ভাই ভালো থাকুন সবসময়