
ছোট ঘর ছোট আশা,
ছোট প্রাণে ভালবাসা
ছোট চাওয়া ছোট পাওয়া,
সুখদুঃখের দাবিদাওয়া।
ছোট পিড়িতে ক্ষণিক আসর
পঙ্কিলতার নেই যে পশর।
ছোট হৃদয়ের গভীরতায়
নিজের তল খুঁজে পাও কি সেথায়?
ছোট কথা ছোট ব্যথা,
ছোট ছোট ব্যাকুলতা।
ছোট ছোট কত স্মৃতি,
আনন্দসীমার ইতিউতি।
ছোট ছোট বুলিতে দিগন্ত প্রণয়
কাছেপিঠে টানে সে মহৎ হৃদয়।
ছোট ভাবো তবু ছোটতো নয়
তুমি বড়ো বলে তাই কি সব সয়?
————
ছবি- ব্লগার শবনম।
৩০টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“ছোট ঘর ছোট আশা,
ছোট প্রাণে ভালবাসা”
ছোট ছোট দু:খ ব্যাথা
ভুলে গিয়ে শান্তির আশা
মন প্রাণ উজাড় করে
দিয়ে যাও ভালবাসা।
ভাল লাগলো। শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ দাদা, ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
এবার একখান ছড়া পেলাম। ভাই খুব ভালো লাগলো। চাওয়া পাওয়া যত ছোট হয় ততই আক্ষেপ কম থাকে, কষ্ট কম হয়।এমন সুখ সারাজীবন জড়িয়ে থাকুক ছোট্ট কুঠুরিতে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদ
হ্যা, অল্পেই খুশি থাকলে সুখ হাতের নাগালে থাকে। ভালো থাকুন আপু।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুন্দর ছড়া। ভালো লাগা।
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকুন।
ফয়জুল মহী
পড়ে মন পুলকিত হল। ভীষণ ভালো লাগলো লেখা ।
তৌহিদ
ভালো থাকুন মহী ভাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।
শামীম চৌধুরী
ভালবাসা, আশা, চাওয়া, পাওয়া, সবই যদি ছোট ছোট করে পাবার আশায় চাওয়া হয় তবে সবগুলিই এসে ধরা দেয়। খুব সুন্দর কবিতাটি।
তৌহিদ
একদম ঠিক বলেছেন ভাই। কেউ নিজেকে বড় মনে করলেও সুখ থাকে নিজের ছোট ছোট চাওয়ায়। ধন্যবাদ জানবেন ভাই।
পার্থ সারথি পোদ্দার
সুখদুঃখের দাবিদাওয়া ছোটই ভাল।বড় চাওয়া,বড় পাওয়া দুঃখের অনল সাগরে ভাসিয়ে বিলীন করে দেয়।ভাল লাগল ছড়া,ভাই
তৌহিদ
যথার্থ বলেছেন দাদা। মন্তব্যে প্রীত হলাম। শুভকামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
ছোট্র অনুভূতি গুলোকে এমনভাবে ছোটভাবে প্রকাশে মুগ্ধ দাদা।
সুখ সর্বদা লেগে থাকুক ছোট্ট কুঠুরিতে।
তৌহিদ
শুভকামনা রইলো দাদা, মন্তব্যের জন্য ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
দারুণ লিখেছেন
চাওয়া যতো ছোট হবে
না পাওয়া তবে বেশি কষ্ট দিতে পারবে না
তৌহিদ
ঠিক বলেছেন। আবার অন্যকে ছোট ভাবার আগে নিজের দিকটাও সবার ভাবা উচিত।
শুভকামনা রইলো আপুন
ছাইরাছ হেলাল
সুন্দর ছড়ায় যত যত কুট্টি চাওয়ার কথা/ইচ্ছে বলা হয়েছে
তাতে তো কিছু বাদ পড়ছে বলে মনে হচ্ছে না।
এই-ই যদি ছোট্ট কুঠুরি হয় বড়টি না জানি কী কী নিয়ে হাজির হবে।
ছড়ায় স্বাগত।
তৌহিদ
ছোট সবকিছুতেই শান্তি ভাইয়া, যত বেশী চাওয়াপাওয়া কস্টের ভাগও সেখানে বেশি। আর হ্যা, ছড়া বিভাগ এড করার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা ভাইয়া।
হালিম নজরুল
জয় ছড়ার জয়।
তৌহিদ
জয় ছড়ার জয়।
সাদিয়া শারমীন
ছোটো ছোটো বুলিতে দিগন্ত প্রণয়
কাছে পিঠে টানে সে মহৎ হৃদয়। লাইন দুটি মন ছুঁয়ে গেল। সুন্দর ছড়া। ভালো লেগেছে।
তৌহিদ
পড়ার জন্য ধন্যবাদ আপু। শুভকামনা সবসময়।
সুরাইয়া নার্গিস
এককথায় অসাধারন ছোট ছোট অনুভূতির প্রকাশ দারুন লেগেছে ভাইয়া।
ভালো থাকুন।
শুভ কামনা রইল।
তৌহিদ
অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।
সাবিনা ইয়াসমিন
ছোট ছোট ছন্দে-ছড়ায় মুগ্ধ হলাম।
অসাধারণ হয়েছে তৌহিদ ভাই।
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। আমিও একটু ট্রাই মারলাম আর কি! ছড়া লেখা খুব কঠিন কিন্তু!
শুভকামনা রইলো।
নিতাই বাবু
মহান সৃষ্টিকর্তার কাছে নিজের জন্য বেশিকিছু চাইতে নেই। আপনার কবিতার প্রথম প্যারা হতে কোটেশন করা চার লাইনের মতনই চাওয়া হোক। আমি এখানেই থেকে গেলাম, দাদা।
আপনার জন্য শুভকামনা থাকলো।
তৌহিদ
হ্যা অল্পেই খুশি থাকে যে, সুখ তার কাছেই ধরা দেয়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
ভালো থাকুন।
আরজু মুক্তা
চাওয়া পাওয়া ছোট থাকলেই শান্তি আসে।
ছড়া ভালো লাগলো
তৌহিদ
ঠিক বলেছেন আপু। ধন্যবাদ।