
একান্ত কিছু ভাবনা নিয়েছি মনে,
শত প্রশ্নের মুখোমুখি অশ্রু ঝরে চোখে।
সুখ,,
পেতাম : যদি একটু সুখ শত কাজের ভিড়ে
চলার গতি বদলে দিতাম অশ্রু নদীর ঘাটে।
পেতাম :যদি মায়ার মানুষ হৃদয় স্বপ্ন ঘরে
সকল ব্যথা ভুলে যেতাম অশ্রু জল মুছে!
পেতাম : যদি একটু সুখ মন প্রেমিকের নিড়ে
ভাবনা গুলো হাওয়া দিয়ে সত্য নিতাম তুলে!
থাকত যদি এমন কিছু একটু সুখের আশা
মরেও আমি শান্তি পেতাম ভুলে ক্ষুধার জ্বলা।
পেতাম : যদি আপন সজন রোদ্র কূলে ছায়া
একান্ততা ভুলে যেতাম হৃদয় ভরা ব্যথা!
২২টি মন্তব্য
শিরিন হক
পেতাম যদি একটি ছোট্ট হাত
ভুলেই যেতাম বার্ধক্যের চাপ।
সেই চেনা মাঠ সবুজ দিনের কথা
পরলে মনে চোখের জলে ঝাপসা আলোর মুখ
কমোল হাতের পরশ পেলে ভুলেই যেতাম দুখ।
সঞ্জয় মালাকার
চমৎকার মন্তব্য দিদি, ও কবিতা।
অতীত যদি মনে থাকে , সবুজ দিনের কথা
দুঃখ ব্যথা দূরে যাবে সত্য সকল আশা,
পরলে মনে চোখহাসাবে ঝাপসা রেখো দূরে
পর কে তুমি আপন করো বর্তমানের ধারে।
পেয়ে যাবে ছোট্ট হাত
সেই চেনা মাঠে সবুজ দিনের কথা
কাজের গতি দ্রুত হবে ভুলাতে নিরবতা।
ধন্যবাদ দিদি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
সাবিনা ইয়াসমিন
সুখ নিয়ে কেবল অসুখেই ভোগা।
কোথায় সুখ! শান্তিই বা কিসে ?
নিরন্তর ভেবে যাওয়া..
শুভ কামনা দাদা, ভালো থাকুন 🌹🌹
সঞ্জয় মালাকার
সুখ তো এখন মনের আবেগ
যা প্রতিদিন ভাবি, আশার অপেক্ষায় পথ চেয়ে থাকি,
সুখের আশাতেই অসুখের ঘর করি।
ধন্যবাদ আপু শুভেচ্ছা অফুরন্ত।
ছাইরাছ হেলাল
সুখ নামক অসুখ আমাদের বেঁধে রাখে আজন্ম।
সঞ্জয় মালাকার
হুম ঠিক-ই বলেছেন দাদা
এই সুখ নামক অসুখ আমাদের আজন্ম জঞ্জাল।
ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইলো।
শামীম চৌধুরী
পেতাম : যদি একটু সুখ মন প্রেমিকের নিড়ে
ভাবনা গুলো হাওয়া দিয়ে সত্য নিতাম তুলে
খুব কঠিন দাদা।
সঞ্জয় মালাকার
দাদা এই কঠিন কে জয়ের লক্ষ্যেে নিয়ে যাওয়ার অপেক্ষায় আছি।
ধন্যবাদ দাদা শুভেচ্ছা অবিরাম।
সুস্থ্য থাকুন সব সময় শুভ কামনা।
শাহরিন
সুখ সব খানেই আছে, শুধু বুঝে নিতে হবে আর অল্পতে সুখী হওয়া শিখতে হবে। ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
সত্যি বলছেন দিদি,
যারা অল্পতে খুশী, তারাই আনন্দ খোঁজে পায়।
ধন্যবাদ দিদি অনেক অনেক শুভেচ্ছা রইলো।
ভাল থাকুন সব সময় শুভ কামনা🌹🌹
নিতাই বাবু
কবিতার ভাষায় আপনার মনের আশা পূরণ হোক। সাথে আপনার লেখা মনোমুগ্ধকর কবিতায় ভালোবাসা রেখে গেলাম।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
শুভেচ্ছা রইলো অফুরন্ত।
রেহানা বীথি
হাতের মুঠোয় লেখা আছে সুখ।
মঠো খুললেই ঝরে পড়বে সে বৃষ্টির মতো।
সঞ্জয় মালাকার
হুম ঠিক-ই বলেছেন দিদি,
তবে হাতের মুঠো খুললেই যদি সুখ ঝরে পরে,।
তাহলে এমন সুখ না আশাই ভালো।
ধন্যবাদ আপু অনেক অনেক শুভেচ্ছা।
আরজু মুক্তা
সুখ তো আপেক্ষিক।
সঞ্জয় মালাকার
দিদি,
আমি অপেক্ষায় থাকবে মৃত্যু পর্যন্ত
একদিন তো আসবেই আমার ধারে।
ধন্যবাদ দিদি, শুভেচ্ছা রইলো।
ভাল থাকুন সব সময় শুভ কামনা।
জিসান শা ইকরাম
সুখ তো অমাবষ্যার চাঁদ,
কোথায় পাবো তাকে!
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ভাইয়া এই অমাবস্যার চাঁদে আলো খোঁজে নিতে এসেছি।
দোয়া করবেন সব সময়।
ধন্যবাদ ভাই শুভেচ্ছা অফুরন্ত।
মোঃ মজিবর রহমান
সুখ ঐটা নাই কারো কপালে,
শুধু কোরেই চলি জীবন চলা পানে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা শুভকামনা ,
মোঃ মজিবর রহমান
ভাল থাকুন
সঞ্জয় মালাকার
দোয়া করবেন, আপনিও ভাল থাকুন শুভেচ্ছা অবিরাম।