“সীমারেখা”

রোবায়দা নাসরীন ২১ মে ২০১৯, মঙ্গলবার, ০১:৫৪:৩৩পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

জানি হাত বাড়ালেই তোমাকে পাবো

মুঠো ফোনের ওপাশেই তুমি আছো

চাইলেই বলে ফেলা যায় কত শত গল্প তোমায়।

ম্যাসেন্জারে টুং টাং ধ্বনী , সেখানেও উজ্জ্বল তুমি

চাইলেই লিখে দেয়া যায় অব্যক্ত শব্দ যত

তবু হয় না বলা কিছুই।

এক অদৃশ্য দূরত্ব সীমারেখা টেনে দেয় জীবনে

সরে যাও”, “ভুলে থাকোনীতি বাক্য শোনায়

আমরাও সরে যাই

ভুলে থাকি

আমরা যে বড্ড সুশিল

আমরা যে বড্ড নৈতিক

আমরা শূন্য হাতে বসে রই, তবু সময়ের কাছে নত নই

আমরা কষ্টনদী সাঁতারে বেড়াই, তবু সত্য সন্ধানী নই

আমরা ভালোবাসার আবাদ করি, তবু প্রেমিক নই।

৭৭৩জন ৬৬৪জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ