
পাগলা হাসি বড্ড সাদা মুখে খাঁটি
একটু হলোও সবাই জীবনটাকে
একটা লাল সালু ভাবি আর ভাবি!
আসলে কি জীবন পানি এরকম?
সময় বড় নড়ভর- ভাবাই যায় না
ঘড়ির কাটা কখন উল্টে যায়।
তবুও ভাবি একটা কিছু স্বপ্নের ঘোর
রঙিন পৃথিবী কিংবা কাক ডাকা ভোর
লাল সালু পাজির রশি- পাপের দাড়ি
বুক পাঁজরে আর না তোর কপালে ভাবি
শুধু শুধু পাগলা হাসি বড্ড সাদা মুখে খাঁটি!
একটুখানি ভেসে যায় জলছবির সাদা মুখ।
০৮ আশ্বিন ১৪২৮, ২৩ সেপ্টেম্বর ২১
১২টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালো মন্দের দুনিয়া। চমৎকার বলেছেন — লাল সালু পাজির রশি- পাপের দাড়ি
বুক পাঁজরে আর না তোর কপালে ভাবি
আলমগীর সরকার লিটন
জি কবি আলম দা
কাব্য পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জনাই
ভাল ও সুস্থ থাকবেন——
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইলো ভাইয়া।
মোঃ মজিবর রহমান
দারুন প্রকাশ লিটন কবি ভাই।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
কাব্য পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জনাই
ভাল ও সুস্থ থাকবেন——
মোঃ মজিবর রহমান
হ্যাঁ এখন সবাই সবার কাছে দোয়া চাই আর আমি সবার কাছে ক্ষমাও চাই কারণ এক নিশ্বাস পর অন্য নিশ্বাসের ভরসা নাই।
মনির হোসেন মমি
চমৎকার প্রকাশ কবিদা।
আলমগীর সরকার লিটন
জি কবি মমি দা
কাব্য পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জনাই
ভাল ও সুস্থ থাকবেন——
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা ভাই।
আলমগীর সরকার লিটন
জি কবি রুকু আপু
কাব্য পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জনাই
ভাল ও সুস্থ থাকবেন——
হালিমা আক্তার
খুব সুন্দর বলেছেন-ঘড়ির কাঁটা আসলেই নড়বড়ে। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
কাব্য পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জনাই
ভাল ও সুস্থ থাকবেন——