প্রিয় দুপুর,
কি খাবে বলো?
কয়েকটা লাইন কবিতা
আর এক গ্লাস ক্লান্ত গল্প
সাথে থাকছে সাগরের অভিমান
আর অর্ধেক কাঁচা দেহ
ভাবতেই লাগছে ভাল তাইনা?
আসো আজ একসাথে করি খেলা
গলে যাই স্বইচ্ছায়
পঁচে যাব আকাশের মত
মাটি থেকে উঠে আসি হাত ধরে
আমাদেরও ভোজন প্রয়োজন
একে অপরের জন্যে…
১৪টি মন্তব্য
ইকবাল কবীর
ভালো লাগল আপনার কবিতাটা, সুন্দর লিখেন আপনি।
প্রলয় সাহা
ধন্যবাদ দাদা।
খসড়া
ভাল লাগল।
প্রলয় সাহা
ধন্যবাদ আপনাকে। 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
ভোজন কবিতা ভালো লাগিলো।
প্রলয় সাহা
ধন্যবাদ
লীলাবতী
অনেকদিন পরে লিখলেন। ভোজন যেন হজম হয় 🙂
প্রলয় সাহা
কম লিখি তাই। হজম হয়ে গেছে। 😀
মোঃ মজিবর রহমান
কয়েকটা লাইন কবিতা
আর এক গ্লাস ক্লান্ত গল্প
-{@
প্রলয় সাহা
ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।
নীলাঞ্জনা নীলা
কি মন্তব্য করবো ভেবে পাচ্ছিনা।
হে কবিতা বলে দাও কি আমার বলা উচিৎ!
—“আমি কি জানি!”
তাহলে জানে কে?
—“যে লিখেছে আমাকে, মানে ওই কবি।”
কবি যদি অহঙ্কারী হয়, কার কাছে জানতে চাইবো?
—“বোকা তুমি জানোনা কবি নয়, আমি অহঙ্কারী।” 🙂
প্রলয় সাহা
হাহাহাহাহাহাহা। দিদি মন্তব্য পেয়ে খুশী হলাম। আর আমি কবি না যা মন চায় তা লিখি। ভালো থাকবেন দিদি। 🙂
মৌনতা রিতু
ভেবেই পাচ্ছি না, কি বলি !
অর্ধেক কাঁচা দেহ কেন ?
প্রলয় সাহা
অর্ধেক কাঁচা দেহ=পেঁয়াজ 😀