সরল স্বীকারোক্তি

সুরাইয়া পারভীন ৯ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৭:৪৫:২৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

আমার কাছে সেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ,
যার কাছে সবচেয়ে বেশি আয়সী আমি।
আমার কাছে সেই সবচেয়ে বেশি খাঁটি,
যাকে দেখলে আমার সমস্ত রাগ হয় মাটি।
আমার কাছে সেই সবচেয়ে বেশি দামী,
যার খুনসুটিতে আমার সব অভিমান হয় পানি।
আমার কাছে সেই হাসিই সবচেয়ে বেশি বিশুদ্ধ,
যাকে হাসতে দেখলে সুখের হয় আমার পৃথিবী।
আমার কাছে সেই সবচেয়ে বেশি মূল্যবান,
যাকে কষ্ট পেতে দেখলে প্রচণ্ড কষ্ট পাই আমি।
আমার কাছে সেই সবচেয়ে বেশি জরুরী,
যাকে ভালো থাকতে দেখলে ভালো থাকি আমি।
আমি বার বার যার প্রেমে পড়েছি সে তুমি,
হ্যাঁ আমি আরো সহস্র কোটি বছর প্রেমে পড়বো তোমার।
আমি তোমাকে কেবল তোমাকেই ভালোবাসি।
আমার ভালোবাসাকে ভালো রাখার জন্য যা খুশি করতে পারি।
আমার ভালোবাসাকে সুখী করতে সমস্ত দুঃখকে করতে পারি জয়।
আজ থেকে শুরু হলো আমার তোমাকে একতরফা ভালোবাসার পালা।

৬৬৮জন ৫০১জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ