
আমার কাছে সেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ,
যার কাছে সবচেয়ে বেশি আয়সী আমি।
আমার কাছে সেই সবচেয়ে বেশি খাঁটি,
যাকে দেখলে আমার সমস্ত রাগ হয় মাটি।
আমার কাছে সেই সবচেয়ে বেশি দামী,
যার খুনসুটিতে আমার সব অভিমান হয় পানি।
আমার কাছে সেই হাসিই সবচেয়ে বেশি বিশুদ্ধ,
যাকে হাসতে দেখলে সুখের হয় আমার পৃথিবী।
আমার কাছে সেই সবচেয়ে বেশি মূল্যবান,
যাকে কষ্ট পেতে দেখলে প্রচণ্ড কষ্ট পাই আমি।
আমার কাছে সেই সবচেয়ে বেশি জরুরী,
যাকে ভালো থাকতে দেখলে ভালো থাকি আমি।
আমি বার বার যার প্রেমে পড়েছি সে তুমি,
হ্যাঁ আমি আরো সহস্র কোটি বছর প্রেমে পড়বো তোমার।
আমি তোমাকে কেবল তোমাকেই ভালোবাসি।
আমার ভালোবাসাকে ভালো রাখার জন্য যা খুশি করতে পারি।
আমার ভালোবাসাকে সুখী করতে সমস্ত দুঃখকে করতে পারি জয়।
আজ থেকে শুরু হলো আমার তোমাকে একতরফা ভালোবাসার পালা।
২৩টি মন্তব্য
কামাল উদ্দিন
সত্যিই সরল স্বীকারোক্তি। আর এমন মানুষদের জন্য হাজার বছর বেঁচে থাকা তো যায়ই…….শুভ রাত্রী
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সুন্দর স্বপ্নে ভোর হোক রজনী
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, শুভ সকাল
তৌহিদ
এমন সরল স্বীকারোক্তি সবাই দিতে পারে না কিন্তু !আপনি ব্যতিক্রম।
শুভকামনা রইল।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
ভালোবাসার ইচ্ছে পুরন হোক,
তবে একতরফা কেন ছোট আপু?
কবিতা ভালো হয়েছে।
সুরাইয়া পারভীন
প্রচণ্ড জিদ থাকলে তো একা একাই ভালোবেসে যেতে হবে।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“আজ থেকে শুরু হলো আমার
তোমাকে একতরফা ভালোবাসার পালা।”
তোমার কথায় লাগলো বন্ধু
আমার মনে দোলা।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
ওয়াও দারুণ লিখেছেন দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
কি সুন্দর করে বললেন। এটাই কিন্তু হয় তবে সবাই বলতে পারেনা, আপনি বলেছেন। ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো আপনার জন্য
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
এমন সরল স্বীকারোক্তি সবাই দিতে পারে না কিন্তু !
ভালোবাসার ইচ্ছে পুরন হোক দিদি, ভালো থাকুন সব সময়।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
সৈকত দে
আমি বার বার যার প্রেমে পড়েছি সে তুমি,
হ্যাঁ আমি আরো সহস্র কোটি বছর প্রেমে পড়বো তোমার।
দারুণ লিখেছেন। শুভ কামনা সবসময়।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ইকবাল কবীর
চমৎকার সরল স্বীকারোক্তি। ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
আপনিও ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
দারুণ স্বীকারোক্তি, একলা হওয়ার, একলা থাকার।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
অনন্য অর্ণব
ভালোবাসা এমনিতেই কষ্টের আধার, তারউপর একতরফা,,,জানিনা কপালে কি আছে?
সুরাইয়া পারভীন
তা বেশ বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
রেহানা বীথি
বোকামি করে অপরপক্ষ সাড়া না দিলে তো একা একাই ভলোবেসে যেতে হবে। জয় হোক ভালোবাসার।
অনেক সুন্দর লিখেছেন।
সোনালী
তা বেশ বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়