সরল সে নৈশ সুর

রিতু জাহান ১৬ জুন ২০১৮, শনিবার, ১২:৪৫:৪২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

মনের গভীর সব আবেগকে পরিতৃপ্ত করতে
বেহালার এক সুর ছড়াবো,
নীল ফুলে ঢাকা রহস্যময় হ্যালারবাস সে নীল অরণ্যে।
হোকনা সে সুর আমার বেসুরা এক নৈশ সুর
একদল ঝিঁঝিঁপোকার নৈশ ঐকতানে
তাতে এক অন্য সুরেরই না হয় সৃষ্টি হবে।
রহস্যময় অরন্যের এ নীল ফুল, আকাশের ঐ নীলিমা
পাশে তরঙ্গসঙ্কুল এ উন্মুক্ত সমুদ্র,
সব মিলিয়ে আজ এখানে
আমার সে দেহহীন ‘তুমিতে’ এক আকৃতি দেবার চেষ্টা।
অপরিবর্তনীয় ও সুনির্দিষ্ট সরল রেখার টান দিতেও তা বার বার মোড় ফেরে।
বুকের পাঁজরে তাই শক্ত করে আটকে রাখি আবারো সব গভীর আবেগ।
পেন্সিল হাতে ফিরে আসি সে রহস্যময় অরণ্য ছেড়ে নিজ ঘরে।
#সবাইকে ঈদ মোবারক। ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ।

,,,রিতু,,,,
১৬/০৬/১৮ কুড়িগ্রাম।

৫৫৫জন ৫৫৫জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ