সময়ের কার্ণিশে ধুলোমাখা দিন

শফিকুল ইসলাম ১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১১:৫৪:৪১পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

মহাকাল বিদীর্ণ করে আধভাঙা ঘুমে
ছুটছে দলছুট এক অশ্ব,
তার পায়ে ডঙ্কা বেজে ওঠে দারুণ রোষে
গলিত স্বপ্ন লাভা হতে চায়নি তো কোনোদিন!

আজ সময়ের কার্ণিশে অহেতুক ধুলোমাখা দিন
অজস্র ফানুসের মরে যাওয়া আবদার
পথের বাঁকে দেখেছে কি ডানা মেলা গাঙচিল?

এখানে পৃথিবীর জন্মদিন লেখা হয়নি!
সপ্তর্ষিমণ্ডল কক্ষচ্যুত যোগী হয়ে পেতেছে দুহাত।
আলেয়ার জ্বলে ওঠা মায়াবী আলো
বেদুইন তার সঙ্গী করেছে বালুময় বিছানায়!

এই রাত ক্ষুধিতপাষাণ
অনলের লাল চোখে জ্বলে নীলচে প্রতিচ্ছবি,
ধবধবে কাফনে মোড়া নিশ্চুপ ইতিহাস
নেই কোনো ছবি!

আধমরা দীপশিখা মাঝরাতে মরনের কোলে বাঁচে
এখানে নাটকের মাঝে নাট্যকার চরিত্র আছে!

এখন আর ডাকহরকরা ডাকে না যখন-তখন
কোনো এক বালিহাঁস নদীর গল্প শোনে
জনহীন প্রান্তে তেজস্বী অশ্ব টক টক ছুটে যায়!

৬৯৮জন ৬০৮জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ