সময়ের কাছে আমরা খুব অসহায়
সময় অতিবাহিত হয়ে যায় তখনি আমরা ভাবী…
জীবন থেকে কিছু একটা হারিয়েছি..!!

===============

ইচ্ছে আমার দূরের পাখি
ঝরছে রৌদ বাদলে।

রোজ চলেছি পথে পথে
অন্য কাইকে দেখে।

সেই ছেলেরা সেই মেয়েরা
চলছে আমার পিঠে।

নতুন নতুন সাজ ধরেছে
যাচ্ছে বিদ্যালয়ে।

হাসছে ওরা কাঁদছে বোন টি
দুঃখ লাগে তখন।

ফুটপাতে মোর জীবন চলে
রিক্সা চলক এখন।

ছোট ছোট ভাই বোন
বায়না ধরে যখন।

চোখের জলে বুক ভেসে যায়
স্কুলে যাই কখন।

অভুক্ত পেটের খুদায়
বাপটা মোরে রুজ ঠেকায়।

মা টা আমার চিন্তা রুগী
চার ভাই বোন ক্ষুধায় মরি!

নির্ভর যে আমার প্রতি।
ভ্যান চালিয়ে মিটছে ক্ষুধা
ইচ্ছেটা মোর দূরের পাখি।

 

#সোনেলায় প্রথম, যদি কোন ভুল হয় ক্ষমা করবেন ধন্যবাদ।

৯৬৩জন ৮৩৫জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ