
সময়ের কাছে আমরা খুব অসহায়
সময় অতিবাহিত হয়ে যায় তখনি আমরা ভাবী…
জীবন থেকে কিছু একটা হারিয়েছি..!!
===============
ইচ্ছে আমার দূরের পাখি
ঝরছে রৌদ বাদলে।
রোজ চলেছি পথে পথে
অন্য কাইকে দেখে।
সেই ছেলেরা সেই মেয়েরা
চলছে আমার পিঠে।
নতুন নতুন সাজ ধরেছে
যাচ্ছে বিদ্যালয়ে।
হাসছে ওরা কাঁদছে বোন টি
দুঃখ লাগে তখন।
ফুটপাতে মোর জীবন চলে
রিক্সা চলক এখন।
ছোট ছোট ভাই বোন
বায়না ধরে যখন।
চোখের জলে বুক ভেসে যায়
স্কুলে যাই কখন।
অভুক্ত পেটের খুদায়
বাপটা মোরে রুজ ঠেকায়।
মা টা আমার চিন্তা রুগী
চার ভাই বোন ক্ষুধায় মরি!
নির্ভর যে আমার প্রতি।
ভ্যান চালিয়ে মিটছে ক্ষুধা
ইচ্ছেটা মোর দূরের পাখি।
#সোনেলায় প্রথম, যদি কোন ভুল হয় ক্ষমা করবেন ধন্যবাদ।
১৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
প্রথমত সোনেলা প্রবারে আপনাকে স্বাগত। আপনার পদচাওরনা হোক নিয়মত।
মা টা আমার চিন্তা রুগী
চারভাই বোন ক্ষুধায় মরি! দারুন বলেছেন। পেটের জ্বালায় আমরা মরি, সরকার বলে আমরা উন্নয়নের শিখরে উঠি।
সঞ্জয় মালাকার
আপনাকেও সুস্বাগতম…. ভাইয়া
ছাইরাছ হেলাল
বিষয়বস্তুতে কঠিন বাস্তবতা ফুটে উঠেছে।
স্বাগত আপনি, নিয়মিত লিখুন ও পড়ুন আমাদের।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ , দোয়া করবেন যেনো সাথে থাকতে পারি সব সময়।
জিসান শা ইকরাম
শিশুরা শিক্ষার মাঝে বড় হয়ে উঠুক, এটি আমরা চাই।
কিন্তু বাস্তবতা বড়ই কঠিন,
অক্ষম পিতা মাতার জন্য শিশুদের এমনি কাজ করতে হয়,
যা কোন ভাবেই কাম্য নয়।
সোনেলার উঠোনে স্বাগতম,
অনেক দিন সোনেলা গ্রুপে লিখলেন,
সোনেলার প্রতি আপনার ভালোবাসা আমরা জানি, প্রতিদিনই গ্রুপে পোষ্ট দিতেন আপনি।
নিয়মিত লেখুন, আর অন্য লেখকদের লেখা পড়ুন।
শুভ কামনা,
শুভ ব্লগিং।
সঞ্জয় মালাকার
হুম, ঠিক বলেছেন ভাইয়া,
সুস্বাগতম…দোয়া করবেন আমার জন্য যেনো সব সময় আপনাদে সাথে থাকতে পরি।
রাফি আরাফাত
প্রথমত স্বাগতম আপনাকে। ইচ্ছেটা মোর দূরের পাখি। লাইনটা মনে ধরেছে আহা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ আপনাকে আরও ভালো লাগা রই।
শাহরিন
স্বাগতম আপনাকে, ব্লগে নতুন হলেও ব্লগ পেইজে আপনার লেখা পড়েছি অনেকবার। অনেক ভালো লেগেছে কিছু লেখা। কবিতা ভালো বুঝি না, এতে মন্তব্য করার মেধা আমার নেই। ভালো থাকবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপনাকে..
আরো ভালোলাগা রইল , শুভ কামনা ।
মনির হোসেন মমি
অভুক্ত পেটের খুদায়
বাপটা মোরে রুজ ঠেকায়।
মা টা আমার চিন্তা রুগী
চার ভাই বোন ক্ষুধায় মরি!
নির্ভর যে আমার প্রতি।
ভ্যান চালিয়ে মিটছে ক্ষুধা
ইচ্ছেটা মোর দূরের পাখি।
যদিও শিশুশ্রম আইনত বাধা কিন্তু এমন পরিস্থিতিতে কিছুই বলার নেই।খুব ভাল লিখেন আপনি।আপনাকে আবারো ব্লগে পেয়ে আমরা আনন্দিত।নিয়মিত থাকবেন সাথে।ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
আপনাকে অসংখ্য ধন্যবাদ-ভালো থাকবেন সব সময়-
আর আমার জন্য দোয়া করবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপনাকে,
আপনিও ভালো থাকবেন।