সমুদ্র স্নান

দাদু ভাই ৭ ফেব্রুয়ারি ২০১৪, শুক্রবার, ০৪:০৫:১০অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

পড়ন্ত বিকেলে  দল পর্যটকের
সমূদ্র স্নানে মগ্ন হেথা বালুচর
রক্তিম সুর্যের সোনালী আভা
মোহনীয় করে তোলে
আদম-সূরতের লাবণ্যতা।

সমুদ্র তটে আঁচড়ে পড়া ঊর্মীদল
চিকচিকে বালুরাশি ছাপিয়ে
যুবক যুবতীর উরু-নিতম্ব পেড়িয়ে
সোহাগী চুমো খেয়ে কোমল বদনে
ফিরে যায় আপন ঠিকানায়।

হরষিত মানব-মানবী
পূলকীত বদনে
তাকিয়ে দিগন্ত সমুদ্রে
প্রহর গুনে আলিঙ্গন ঊর্মীদলের।

 

১জন ১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ