পড়ন্ত বিকেলে দল পর্যটকের
সমূদ্র স্নানে মগ্ন হেথা বালুচর
রক্তিম সুর্যের সোনালী আভা
মোহনীয় করে তোলে
আদম-সূরতের লাবণ্যতা।
সমুদ্র তটে আঁচড়ে পড়া ঊর্মীদল
চিকচিকে বালুরাশি ছাপিয়ে
যুবক যুবতীর উরু-নিতম্ব পেড়িয়ে
সোহাগী চুমো খেয়ে কোমল বদনে
ফিরে যায় আপন ঠিকানায়।
হরষিত মানব-মানবী
পূলকীত বদনে
তাকিয়ে দিগন্ত সমুদ্রে
প্রহর গুনে আলিঙ্গন ঊর্মীদলের।
১৩টি মন্তব্য
ফরহাদ ফিদা হুসেইন
পড়ন্ত বিকেলে দল পর্যটকের
সমূদ্র স্নানে মগ্ন হেথা বালুচর
রক্তিম সুর্যের সোনালী আভা
মোহনীয় করে তোলে
আদম-সূরতের লাবণ্যতা।
চমৎকার লিখেছেন।
দাদু ভাই
@ফরহাদ ফিদা হুসেইন, ধন্যবাদ
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম দাদু ভাই -{@
সুন্দর কবিতায় অনেক ভালো লাগা ।
শুভ কামনা ।
দাদু ভাই
ধন্যবাদ জিসান।
সোনেলায় কখন রেজিঃ করে রেখেছিলাম মনেই নেই। আসলে এখন আর ব্লগে লিখা হয় না তাই 🙂
লীলাবতী
ছোট সুন্দর কবিতা । নিয়মিত লেখা চাই দাদু ভাই ।
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে এখানে লেখার জন্য ।
অনবদ্য আপনার ছোট্ট লেখাটি ।
নীলকন্ঠ জয়
সোনেলায় দাদু ভাইকে স্বাগতম। নাতিদের দিকে খেয়াল রেখেন। নাতনীদের দিকে নজর না দিলেও চলবে :p
কবিতায় ভালো লাগা।
শিশির কনা
চমৎকার কবিতা দাদু ভাই ।
দাদু ভাই
@শিশির কনা,
ধন্যবাদ
শুন্য শুন্যালয়
দাদু ভাই এতোদিনে এখানে এলেন?
দেরীতে এলেও স্বাগতম. তবে শাস্তিস্বরুপ নিয়মিত লেখা চাই. -{@