
দুটি বিন্দু
দুটি সরলরেখায়
চলছে সমান্তরালে,
যুগ যুগ ধরে
চলছে পাশাপাশি
তবু হয়না কথা কোনো কালে।
দুজনেই ভাবে হায়
একদিন শেষ হবে
এ পথ চলা
মিলবে দুজন এক বিন্দুতে
বলবে অনাদি কালের
না বলা যত শত কথা।
অপেক্ষায় থাকে তারা
আর প্রহর গুনে কাটায় বেলা
একদিন শেষ হবে পথ চলা।
যৌবনের রঙিন সজীবতায়
শুরু করা পথ
বেলাশেষে আজ
কসূর্য ডোবার লগন,
দুটি রেখা আজও রয়ে গেলো
একই সমান্তরাল
তাদের স্বপ্নের হলোনা ভোর
কোনো কালে।
ছবি সংগ্রহ: নেট থেকে
১৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
নিরাশা আর আশা দুটি নিয়েই পথ চলা। তবুও যাই বুনে থাকি পাশা পাশি দু’জনে।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
আপনার প্রতিও আন্তরিক ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি আপু
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দুটি বিন্দু
দুটি সরলরেখায়
চলছে সমান্তরালে,
যুগ যুগ ধরে
চলছে পাশা – পাশি
তবু হয়না কথা কোনো কালে।
মনোমুগ্ধকর প্রকাশ।
হালিমা আক্তার
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
স্বপ্ন স্বপ্নেই থেকে গেল;
হালিমা আক্তার
স্বপ্ন কি আর বাস্তবে আসে সহসা। অশেষ ধন্যবাদ ও শুভকামনা অবিরাম।
প্রদীপ চক্রবর্তী
তবুও তারা চলছে সমান্তরালে।
হয়তো তাদের পরজন্মে সখ্যতা হবে।
.
যথার্থ ভাবনায় লেখনী।
হালিমা আক্তার
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
হয়তো এমন চলাই জীবন তাই চলতে হয়। কথা হয় না, একে অপরকে অজানাতেই শেষ সমাপ্তি ঘটে।
শুভ কামনা।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
কবিতাটি বেশ ভাব গম্ভীর।
শুভ কামনা রইল।
গদ্যে পদ্যে সমান দক্ষতা।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।