
আবার ঘুরে এলো ঝর্ণা
মুনিয়ার পর্ব শেষ
এভাবেই ঘুরে দাড়ায় বার বার
সোনার বাংলা দেশ ।
বাহিরে লক ডাউন, কর্মহীন স্বামী
ফুল বানুর উনুনে নাই আগুন
শিশু সন্তানের ক্ষুধা মিটাতে
বুকে আর্ত্নাদের ফাগুন ।
থেমে নেই তবুও বাংলা দেশ
সামাজিকে অসামাজিক খবর
করোনার করুন দাবানল শুধু
দুস্থদের জীবন্ত কবর ।
সোনার বাংলা আছে কি সুস্থ
নারী শিশু আর দুস্থদের
প্রতি দিন খবর মেলে, বিকৃত সব
ভোগ বিলাসী বিত্তদের ।
আমার ক্ষুধা, আমার সুধা
অল্প বলে পিষে মরে
আমার শ্রমে আমার ঘামে
বিত্তবানের চিত্ত ভরে ।
চার দেয়ালে বন্দি যখন
অভাব খুটে সহবাসে
বাংলা যেন ভাল আছে
চিত্তরঞ্জণের খবর ভাসে ।
রচনা কাল ঃ ৩০/০৪/২০২১
না গঞ্জ
১২টি মন্তব্য
ফয়জুল মহী
সকল অন্যায় অবিচার দুর হোক নিপাত যাক জুলুমবাজ
কামরুল ইসলাম
ধন্যবাদ
পপি তালুকদার
দারুণ বাস্তব কথা লিখলে।। আমাদের চারপাশে শুধু বিকৃত সংবাদ। একটা হেডলাইন আসে আরেকটা হাড়িয়ে যায়।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
চেস্টা করেছি মাত্র
আরজু মুক্তা
অন্যায় অবিচার দূর হোক।
কারও চুলা জ্বলে না। কেউ খাকে এক লাখ টাকার ফ্ল্যাটে।
কামরুল ইসলাম
ধন্যবাদ
গড়মিল হিসাবের চলছে সোনার বাংলা
মনির হোসেন মমি
এতো কিছু দেখার সময় কই তাদের।জয় হোক মানবতা।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
জয় হোক মানবতার
সুপর্ণা ফাল্গুনী
একটা ইস্যু পায় আরেকটা কালের গর্ভে হারিয়ে যায়। অথচ প্রতিদিন কত শত মানুষ অনাহারে অর্ধাহারে বেঁচে আছে জীবনযুদ্ধে। সমসাময়িক নিয়ে চমৎকার কবিতা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
যত অন্যায় আয়োজন সবই পাওয়াদের দখলে।
নিরিহরা মরার আগ পর্যন্ত মরতেই থাকে কারনে-অকারনে।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা