
ধরিত্রীর বুকে প্রথম পদধূলি দেয়া সেই আদিম মানুষটির নিজের অস্তিত্বের টিকে থাকার লড়াইয়ের মতই কামনাবাসনার এই খেলাই সকল সভ্যতায় আমাদের অস্তিত্বকেও টিকিয়ে রেখেছে আদিঅন্ত।
সভ্যতার বিকাশে আমরা আমাদের আদিম রিপুকে দমন করতে শিখতে পারিনি। পূর্বেও কেউ পারেনি আগত ভবিষ্যতেও কেউ পারবেনা। কারণ যেদিন মানুষের আদিম প্রবৃত্তি বন্ধ হয়ে যাবে সেদিনই সভ্যতার বিকাশও স্তব্ধ হয়ে যাবে। প্রকৃতি এই শক্তি আমাদের দেননি।
আর এ কারনেই নিত্য নতুন সভ্যরা এলেও সৃষ্টির প্রথম মানুষের থেকে যুগ যুগান্তরে আমাদের অস্তিত্ব এখনো সেই আদিম যুগের মতই টিকে আছে আর থাকবে। এই একটি জায়গায় আমরা আধুনিক হতে পারবোনা কখনো।
দেহের ক্ষুদ্র আকারের মধ্যে, দেশ-কাল-পাত্রের নির্দিষ্টতার দ্বারা চিহ্নিত হয়ে যে মানবাত্মা বাস করে, মৃত্যুর পরে তা অনন্ত জীবনের মধ্যে মিশে গিয়ে অনন্ত কাজে নিজেকে ব্যাপৃত রাখে। এই বিশ্বাস থেকেই আমরা নতুন সভ্যতায় নতুন করে নিজেকে প্রকাশ করতে চেয়েছি সবসময়।
এই পৃথিবীর খন্ড, ক্ষণিক জীবনে কোন পরিপূর্ণতা নেই, কোন স্বার্থকতা নেই। মৃত্যু জীবনকে অখন্ড করে, ক্ষণিক জীবনকে অনন্ত করে এবং প্রকৃত সস্বার্থকতা দান করে। খন্ডিত জীবনে নিজেদের অস্তিত্ব বিলুপ্তপ্রায় হবার আগেই আমরা নিজেকে আবারো প্রকাশ করতে চেয়েছি নতুন করে।
শুধুমাত্র এই একটি কারনেই শত জর্জরিত আঘাত সহ্য করেও আমরা পুরনো সভ্যতাকে ভেঙ্গে নতুন সভ্যতা গড়ছি। পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এর সমাপ্তি নেই। সভ্যতা বিকাশের ধারাবাহিকতা এভাবে চলতেই থাকবে।
ভারত-পাকিস্তানের কাশ্মীর অংশে, ইসরাইল, প্যালেস্টাইন, আফগানিস্তান, সিরিয়াসহ পৃথিবীর সকল দেশে যুদ্ধের দামামা বন্ধ হোক। সভ্যতায় নিজেদের অস্তিত্ব জানান দিতে গিয়ে পৃথিবী থেকে সভ্যরা ধ্বংস হয়ে যাক এটি আমরা চাইনা। অস্তিত্বের এ লড়াইয়ে আবহমান সভ্যতা বিকশিত হোক শান্তির বার্তা নিয়ে।
(সমাপ্ত)
সভ্যতায় অস্তিত্বের লড়াইয়ে মানুষ (দ্বিতীয় পর্ব)
১৮টি মন্তব্য
মনির হোসেন মমি
এ সভ্যতার একটা চেঞ্জ আসবে হয়তো আর বেশী দূর নয় ।করোনায় অনেকটা দেখিয়ে দিয়েছে আসবে আরো প্রকৃতির কঠিন প্রতিশোধ।
চমৎকার সভ্যতা বহনের পোস্ট।
তৌহিদুল ইসলাম
ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ অশেষ। মন্তব্য দিতে দেরী হলো, দুঃখিত। সময়াভাবে আসতে পারিনি।
রেজওয়ানা কবির
আমার কাছেতো মনে হয় সভ্যতা অনবরত পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তন মানুষই করছে। কিন্তু এই পরিবর্তন আরও কতদুর গড়াবে কে জানে??
তবে সভ্যতার পরিবর্তনে ভালোগুলো নিলে ভালো আর খারাপগুলো আরও বেশি খারাপভাবে নিলে তা আমাদের জন্য শুভকর নয়। মৃত্যু সত্যি জীবনকে প্রকৃত স্বার্থক করে তোলে।
শুভকামনা ভাইয়া।
তৌহিদুল ইসলাম
সভ্যতার পরিবর্তনকে মেনে নিতে হবে না হলে আমরা পিছিয়ে পড়বো। তবে নিজেদের অস্তিত্বের বিসর্জন দিয়ে নয়।
ভালো থাকবেন।
কাজি রাশেদ
একেবারে বাস্তব জীবনেরকথা লিখেছেন। সেই আদিম যুগের প্রথম যুগের যে পরিক্রমা, সেই আবর্তেই ঘুরছি আমরা।
তৌহিদুল ইসলাম
অনেক ধন্যবাদ। পড়েছেন দেখে ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
ভাঙ্গা আর গড়া চালু আছে থাকবেও। পরিপূর্ণতা ও সার্থকতা ছাড়াই।
তৌহিদুল ইসলাম
যুগ-যুগান্তরে এভাবেই চলছে, চলবে। এরই মাঝে বেঁচে থাকার লড়াই। ধন্যবাদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
ভাঙ্গা গড়ার খেলা চলছে, চলবেই। আমরা দিন দিন আদিমতায় ফিরে যাচ্ছি। রঙ বদলিয়েছে শুধু আদিমতার। সভ্যতা আর কখনো ফিরে আসবে বলে মনে হয় না। তবুও আমরা সেই অপেক্ষায় আছি, থাকবো।
অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ আপু, আপুনিও ভালো থাকুন।
আরজু মুক্তা
পুড়ে পুড়ে সবকিছু বদলাক।
চমৎকার পোস্ট।
শুভ কামনা
তৌহিদুল ইসলাম
প্রিয় আরজু আপু, মন্তব্যের জবাব লিখতে গিয়ে অনেকক্ষণ ধরে স্থবির হয়ে রইলাম কিন্তু কি লিখবো কিভাবে লিখবো কিছুই বুঝতে পারছিনা। আপনি নেই একথা এখনো বিশ্বাস হয়না। অথচ সোনেলায় আমিই আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম।
ওপারে ভালো থাকুন এটাই প্রার্থনা। আল্লাহ আপনাকে উত্তম জান্নাত দান করুন।
রোকসানা খন্দকার রুকু
শুরু যেখানে হয়েছিলো শেষ গিয়ে সেখানেই হবে। লিখতে কষ্ট হয় বড় মন্তব্য দিতে পারি না।
শুভ কামনা ভাই।
তৌহিদুল ইসলাম
আপনার জন্যেও শুভকামনা। ভালো থাকুন সবসময়।
সাবিনা ইয়াসমিন
আদিম রিপু বিনাশ করতে চাইলেও এটা সম্ভব নয়। মানুষের শুরুটা যেহেতু আদিম আকর্ষণ দিয়ে। আমরা জানি পৃথিবী অস্থায়ী, আর তারচেয়েও অল্প আমাদের ক্ষনিকের জীবন। সভ্যতার বিকাশ/বিবর্তন/পরিবর্তন সবকিছুর মাঝে আমরা আমাদের বাঁচিয়ে রাখতে চাই, বেঁচে থেকে নাহোক ইতিহাসের অস্তিত্ব হতে নিত্ত-নূতন সভ্যতার মাঝে নিজেদের অমর রাখতে চাই।
শুভ কামনা 🌹🌹
তৌহিদুল ইসলাম
নিজেদের বেঁচে থাকার লড়াইয়ে মানুষ টিকে থাকবে শেষ অবধি। এটাই মানবের শক্তি। শুভকামনা আপু।
হালিমা আক্তার
সভ্যতার পরিবর্তন হলেও আদিম রিপু পরিবর্তন করা সম্ভব নয়। সভ্যতা অস্থায়ী আদিম রিপু স্থায়ী। প্রেম ভালোবাসা ছাড়া জীবন অসাড়। সভ্যতার পরিবর্তনের মাধ্যমে শুধু উপরের খোলস বদল হয়েছে। মানুষের ভিতরে রং তো আর পরিবর্তন করা যায়নি। চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
তৌহিদুল ইসলাম
সুন্দর মন্তব্যে প্রীত হলাম, ভালো থাকবেন আপু।