
বছর ঘুরে আমাদের মাঝে এলো আবার খুশির ঈদ। ঈদের আনন্দ কেবল মাত্র নিজস্ব পরিমণ্ডলে নয়, এই ঈদ সার্বজনীন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে দেব আমরা সবার মাঝে।
আনন্দের এই ঈদে সোনেলার সমস্ত ব্লগার, লেখক, পাঠক, শুভাকাঙ্ক্ষী এবং ব্লগ টিমকে জানাই প্রাণ ঢালা ঈদের শুভেচ্ছা।
ঈদ মুবারক।
২৩টি মন্তব্য
মনির হোসেন মমি
ঈদ মোবারক।
সোনেলার ব্লগার সবাইকে আন্তরিক শুভ কামনা ও ঈদ শুভেচ্ছা।
ব্লগ সঞ্চালক
আপনাকেও ঈদের শুভেচ্ছা।
শাহরিন
ঈদের আনন্দে ভরে উঠুক সকলের মন ও প্রান। সবাইকে ঈদ মোবারক।
ব্লগ সঞ্চালক
ঈদ মোবারক।
মোঃ মজিবর রহমান
ঈদ মুবারক। সবার মাঝে আনন্দ ভরে থাক।
ব্লগ সঞ্চালক
হাসি আনন্দে থাকবো আমরা সোনেলার উঠোনে। ঈদ মোবারক।
আরজু মুক্তা
সবাই আপনজনের সাথে আনন্দময় পরিবেশে ঈদ কাটান।।ঈদ মোবারক
ব্লগ সঞ্চালক
ঈদের শুভেচ্ছা জানবেন।
তৌহিদ
সোনেলা পরিবারের সবাইকে জানাই ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন, সাবধানে থাকুন।
ব্লগ সঞ্চালক
সোনেলার উঠোনে হাসি আনন্দ বয়ে চলুক সারাক্ষণ।
তৌহিদ
কাভার ফটোটা দারুন হয়েছে কিন্তু। মডারেটরকে ধন্যবাদ।
ব্লগ সঞ্চালক
আমাদের সোনেলার একজন নীরব শুভাকাঙ্ক্ষী আছেন। যিনি সোনেলার জন্য অনেক ব্যানার/ কভার করে দিয়েছিলেন। ঈদ, শহীদ দিবস, বিজয়/ স্বাধীনতা দিবস, শোক দিবস, পহেলা বৈশাখ ইত্যাদি নিয়ে। এখনো নীরবেই সোনেলার জন্য এসব কাজ করে দেন। কৃতজ্ঞ আমরা তার কাছে।
তৌহিদ
তাকে ধন্যবাদ জানাচ্ছি।
জিসান শা ইকরাম
সোনেলা পরিবারের সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
সোনেলার সোনালি পরিবারের সবাইকে শুভেচ্ছা।
ব্লগ সঞ্চালক
শুভেচ্ছা আপনাকেও।
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় সোনেলার সোনালি পরিবারের সবাইকে।
ব্লগ সঞ্চালক
ধন্যবাদ আপনাকে সোনেলার একজন হয়ে সাথে থাকার জন্য।
সঞ্জয় মালাকার
ঈদের শুভেচ্ছা ও শুভ কামনা সোনেলার সোনালী পরিবারকে
সবাই ভালো থাকুক আনন্দে থাকুক অবিরাম।
ঈদ মোবারক 🌹🌹
ব্লগ সঞ্চালক
ধন্যবাদ আপনাকে। ঈদের শুভেচ্ছা আপনাকে।
সঞ্জয় মালাকার
আপনাদেরকেওঅনেক অনেক শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
সোনেলা ব্লগ পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা। হাসি-আনন্দে ভরে থাকুক আমাদের সোনেলা উঠোন।
ঈদ মোবারক 🌹🌹
ব্লগ সঞ্চালক
হাসি-আনন্দে ভরে থাকবে ইনশআল্লাহ্ আমাদের সোনেলা উঠোন। ঈদ মোবারক।