
হোক না হেলায় জন্ম তোমার
নয় তবু তা ভুল,
পণ গড়ে নিজ মন গহীনে
নড়লে না এক চুল।
কাল যদি যায় পরের হিতে
হোক তা গরম তীব্র শীতে
দিন শেষে ঠিক দেখবে ভিতে
চৌদিকে তার কূল।
চাও যে দিকেই মিলবে তখন
সদ্য সতেজ গুল।
বাগ বলো আর পথের পাশে
অল্প আয়ুর প্রাণ,
রোজ ফুটে ফুল সত্তা বিলায়
নয় তা কি তার দান??
খোশতে যে তার গন্ধ ঝরে
সব রেখে যায় পরের তরে
যায় যদি তাই মালায় মরে
করবে কে লীন মান!
জন্মটা তার সস্তা হলেও
বয় যদি তা শান??
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার ছন্দময় কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন কবিদা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
খুব সুন্দর কবিতা
শুভকামনা রইল
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল।
মোঃ মজিবর রহমান
খুব জিবনের বাস্তবতায় সুন্দর উপস্থাপন কাব্যমালায়। হোক না জন্ম নর্দমায় ফুটাতে পারলে ফুল জানমান কূল রই।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
বন্যা লিপি
আপনার লেখার ভাবার্থ স্পষ্ট। কিন্তু সমস্যা হলো বানানের প্রতি নজর দিতে হবে আরো বেশি। আরো যে বিষয় সেটা হলো, আপনি বিভাগ নির্বাচন করেন নি। শিরোনাম লেখার পরে বিভাগ নির্বাচনে ক্লিক করে কবিতা,গল্প,বিবিধ,সমসাময়িক তালিকা বেছে নিয়ে প্রেস করলেই বিভাগ নির্ধারিত হয়ে যাবে।
শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আরজু মুক্তা
আসলেই, কতো ছোট ফুলও সুবাস বিলায়। আমাদের ও তেমনি হতে হবে
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।