
‘ দম্পতিরা যেদিন তাঁদের প্রেমোপাখ্যান ভুলে যাবে
যখন কেউ কাউকে কাছে আসার গল্প শুনাবে না
আমরা সেদিন ভালোবাসাহীন মরুভূমিতে যাবো।
খুনসুটিতে ভরা ঘুমোপাখ্যান খুলে পড়বো
মন মাতানো চোখ ধাঁধানো আলোতে
শান্তি সমৃদ্ধি উরুতে মাথা রেখে-
স্ব স্ব মুখ নিঃসৃত বাক্যদানে ব্যাকরণে ডুবে যাবো। ‘ নাজমুল হুদ।
‘ অপ্সরীর ঘুমোপাখ্যান ‘ শিরোনামের কবিতা দিয়ে প্রথম পদার্পণ করেছিলেন ব্লগার নাজমুল হুদা। বয়সে তরুন এ ব্লগার প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং জীবনবোধ সম্পন্ন যুবক।
তাঁর ফেসবুক প্রোফাইলে কিছুটা ঝলক রেখেছেন-‘ আমার পরাবাস্তব বোধের আয়নায় আমি; এক দুগ্ধজাত শিশু
আপনি গেঁথে নেন আপনার মগজে।’ মারাত্মক! সত্যবাদীতায় তাঁর কুন্ঠা , ভয়, দ্বিধা, লাজ কোনোটাই তেমন কাজ করেনা।
নাজমুল তাঁর লেখনীতে প্রচণ্ড মুন্সিয়ানার ছাপ রেখে চলেছেন শুরু থেকেই। যা থেকে বোঝা যায় ভীষণ পড়ুয়া মানুষ তিনি। তাঁর বিচরন এ যাবৎ শুধু মাত্র কবিতা কেন্দ্রিক। সন্মান তৃতীয় বর্ষে পড়াশুনা নিয়ে খুবই ব্যস্ত থাকেন বলে ব্লগে নিয়মিত সময় দিতে পারেন না।
কোনো এক পোষ্ট মন্তব্যে আমাকে বড় আপু বলে সম্বোধন করায় আমি অবাক হয়েছিলাম। বলেছিলাম, ‘আমার সব ছোটো ভাই বোনরা কিন্তু আমাকে বড় আপু বলে ডাকে! আপনি জানলেন কি করে?’ সেদিন থেকে নাজমুল আমাকে বড় আপু বলেই ডেকে আসছে।
পরাবাস্তববাদী মানুষেরা সাধারনত জীবন দেখে ভিন্ন চোখে। পলিটিক্যাল ভিউ যেখানে নাজমুলের ‘জাগরনের ইচ্ছা’ সেখানে বলতেই পারি আশাবাদী মানুষের কাতারে তাঁর অবস্থান। এবং তিনি এমনও ভাবেন’ বয়স যাই হোক, চিন্তাটা যেন আশি বছরের যুবকের মত হয়’। তাঁর চিন্তাধারা অত্যন্ত সুস্পষ্ট। তিনি জানেন জীবনের লক্ষ কি হওয়া উচিত।
এমন চিন্তাধারা যুবককে স্যালুট জানাই আমার পক্ষ থেকে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান সাফল্যের সোপানে। আজ তিনি ‘ সম্পর্ক ‘ শিরোনামের কবিতা পোষ্ট দিয়ে তাঁর শততম পোষ্টের মাইল ফলক ছুঁয়েছেন । নাজমুল হুদাকে অভিনন্দন তাঁর সততম পোষ্টের জন্য।
নাজমুল হুদার ব্লগ প্রফাইল:
নিবন্ধন করেছেনঃ ১ বছর ৩ মাস ১১ দিন।
মন্তব্য করেছেনঃ ১০০২টি।
মন্তব্য পেয়েছেনঃ ১৬০৪টি।
মন্তব্য করার সংখ্যা দেখে বোঝা যায় তিনি ব্লগে সময় খুব কম দেন। আশা করবো একটু এদিকটা খেয়াল রাখবেন অন্যান্য ব্লগারদের ও আপনার সুচিন্তিত মতামত তাঁদের পোষ্টে পেতে চায় বা চাই।।
নাজমুল হুদার সাফল্যময় জীবনের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
৫৮টি মন্তব্য
আরজু মুক্তা
শততম পোস্টের জন্য অভিনন্দন নাজমুল ভাইকে। ওনার কবিতাগুলো এতোই পরিপুষ্ট যে, বার কয়েক না পড়লে মর্মার্থ বের করা কঠিন হয়ে যায়। উনি বাংলা সাহিত্যকে এক উচ্চতর পর্যায়ে নিয়ে যাবেন। এ কামনাই করি।
ভালো থাকবেন সবসময়।
আর বন্যা ফুপিকে ধন্যবাদ, কথার মালায় নাজমুলকে দারুণ করে সাজাবার জন্য।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। ব্লগে বিগত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া করবেন। ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
@আরজু মুক্তা,
যথার্থই বলেছেন। নাজমুলের কবিতার বোধ উচ্চমার্গিয়। এও সত্য যে নাজমুল এই কবিতাঙ্গনে বা সাহিত্যাঙ্গনে একদিন নিজস্ব অবদান রাখতে সক্ষম হবে ইনশাল্লাহ্। আপনাকে ধন্যবাদ অজস্র।
খাদিজাতুল কুবরা
অভিনন্দন ব্লগার নাজমুল হুদা ভাইকে। তার সম্পর্কে খুব ভালো জানিনা। কিন্তু বন্যা আপুর নিঁখুত বর্ণনায় বুঝতে পারলাম তিনি খুব ভালো লিখেন এবং সেই সাথে কতোটা সুশীল।
আপু তোমার লেখা পড়ি আর মুগ্ধ হই।
অনেক শুভেচ্ছা শততম পোস্টের জন্য এবং সুন্দর আগামীর জন্য।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
@রুবি আপু,
আমরা নাজমুলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি সবসময়।
আমার ওই শব্দগুলোও পড়তে ভীষণ ভালো লাগে, যে শব্দে প্রকাশিত হয়, ‘ আপু আপনার লেখা আমার ভালো লাগে’ আমার দায় বেড়ে যায়। আরো ভালো কিছু লিখতে। ধন্যবাদ সহ কৃতজ্ঞতা। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
অনেক অনেক ভালোবাসা রইলো আপু।
বন্যা লিপি
ভালবাসা❤❤❤❤
ফয়জুল মহী
অভিনন্দন ব্লগার নাজমুল হুদা I অনেক অনেক শুভ কামনা রইলো।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন। ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
আপনাকেও ধন্যবাদ মহীভাই। ভালো থাকবেন।
শিরিন হক
শুভেচ্ছা নাজমুল হুদা ভাইকে
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
@শিরিন হক,
তোমার জন্যও শুভ কামনা।ভালো থেকো।
সুপর্ণা ফাল্গুনী
শততম পোস্টের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা নাজমুল হুদা ভাইকে। বয়স কম হলেও ওনার লেখা হলো উচ্চ মার্গের। সারমর্ম বের করাটাই কঠিন। ওনার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। আর আপু আপনার জন্য ও শুভকামনা রইলো। শততম বানানটা ঠিক করা লাগবো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো সবার জন্য। শুভ সকাল
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু। দোয়া করবেন। ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
ছোটদি@, অসংখ্য ধন্যবাদ আপনাকে।এখনো মনে হয় এডিট বাকি রয়েই গেছে সততম>শততম 😊কিছু ভুল অনিচ্ছায় বড় ভোগায়।
মোঃ মজিবর রহমান
না ব্লগ ছাইড়াই দিতে হইব দেখছি। পুলাপান আইসাই ১০০ মারল আর আমি মুরুব্বী হইয়াও ৩ বা ৪ শত করতে পারলাম না।
এগিয়ে যাও ভাই। জিবনে সকল ইচ্ছা পুরুণে। না রেখ কোন কালিমা মম অন্তরে। আল্লাহ তোমার সকল আশা না রাখিবে অপুর্ণ।
কোন মনে নিয়না ভাই। দুষ্টামী করলাম।
নাজমুল হুদা
হা হা হা হা, ছাড়াছাড়ির দরকার নাই ভাইয়া। দীর্ঘ এক বছরের ভুল ত্রুটি ক্ষমা করবেন। এগিয়ে যেতে আপনাদের ছায়ায় বহুদূর। ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
মজিবর ভাই, আপনিও লেগে পড়ুন এবার ৪/৩ শত পোষ্ট সম্পন্ন করার।ধন্যবাদ আপনাকেও।
শামীম চৌধুরী
যেহেতু বন্য ভাতিজি কাম আপুর লেখা তাই শততম পোষ্টের জন্য প্রথমেই তাঁকে অন্তরের অন্তস্থল থেকে জানাই অভিনন্দন।
ভারাক্রান্ত হৃদয়ে আপনাকে জানাচ্ছি, উনার অধিকাংশ কবিতা পড়ি ও কমেন্টস করি। কিন্তুু তাঁর কাছ থেকে জবাব পাইনা। আমরা পাঠকরা কারো লেখা পড়ে ভাল লাগলে সানন্দে মন্তব্য করি। তদ্রুপ লেখায় কোন ত্রুটি থাকলে গঠনমূলক মন্তব্য করি। বিশেষ করে আমি তা রক্ষা করি। অথচ অনেকেই তার জবাব দেন না।
তিনি আমার কোন লেখা পড়েনও না এবং মন্তব্যও দেন না। কষ্টটা সেখানেই বাড়ে।
উনার মতন অনেকেই আছেন।
ভালো থাকবেন আপনি।
শামীম চৌধুরী
দুঃখিত বন্যা হবে।
নাজমুল হুদা
ভাইয়া, আমি ছোট, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনাদের স্নেহের ছায়ায় থেকে এগিয়ে যেতে সামনে। আপনার ভারাক্রান্ত দুঃখে আমার বলার যোগ্যতা নাই, তবুও বলছি-
আমি বাবার এক মাত্র ছেলে। বিগত ২০ আগস্ট বাবা মারা যান। তাছাড়া পড়াশোনা আর নিজের ব্যস্ত সময় আপনাদের শতভাগ সময় দিতে পারি না, শতভাগ ইচ্ছে থাকা সত্ত্বেও। পিছনের সব ভুল ক্ষমা করবেন, সামনের দিনে ভুলগুলো শুধরে নিতে চেষ্টা করবো। ভালো থাকবেন ভাইয়া সবসময়।
বন্যা লিপি
শামীম [শা’চ্চু]আপনার আক্ষেপ ঠিকই আছে, এরকম ব্লগার ব্লগে আরো আছে, পোষ্ট দিয়ে চলে যান, এবং কমেন্টে কে কি লিখলো বা না লিখলো ফিরেও দেখেন না। উপর্যুপরি পোষ্ট দিয়ে যান। মন্তব্যের জবাব দিতে আসেন না। নাজমুলের ক্ষেত্রেও এটা কয়েক পোষ্টে দেখেছি। তবে আমরা আশা করবো নাজমুল এরপর থেকে এ বিষয়ে যত্নবান হবে।
আমাদের সবারই সবার পোষ্টে যাওয়া উচিত এবং গঠনমূলক মন্তব্য রাখা উচিত। সময় সাকুল্যে আমি নিজেও হয়ত সব পোষ্টে যেতে পারিনা। এরপর খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করবো।
অসংখ্য ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
ধন্যবাদ লিটন ভাই।
সুপায়ন বড়ুয়া
নাজমুল হুদার ভাইয়ের শততম মাইল ফলকের জন্য অভিনন্দন।
মন্তব্যের ছেয়ে লেখায় অনুরাগী
তাইতো তিনি কম সময়ে সেঞ্চুরী করতে পেরেছেন।
তাঁর জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা। পিছনের ভুল ত্রুটি ক্ষমা করবেন।
ভালো থাকবেন সবসময় 😍
বন্যা লিপি
ধন্যবাদ দাদা। এরপর নাজমুল বিষয়গুলো নিয়ে ভাববেন আশা করি।
নাজমুল হুদা
বড় আপু, প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করছি আপনার কাছে। আমি সত্যিই খুব আশাবাদী, জীবনের খুব কাছ প্রভাব প্রতিপত্তি থাকার পরেও যে মানুষের কষ্ট আছে , কষ্ট থাকে কিংবা সম্ভাবনা থাকে দেখে আসছি ছোট থেকে। তাই আমার বিবেক তাড়া করে আমাকে। কিছু বলতে চাই নিজের মতো করে, এজন্য কবিতাকে মাঠ হিসেবে বেছে নিয়েছি।
এই ব্লগে প্রিয় তৌহিদ ভাইয়ার মধ্যে দিয়ে যাত্রা শুরু তারপর অনেক আপু ভাইয়ার স্নেহে বড় হতে যাচ্ছি সময়ের দাবিতে। ব্লগে এই দীর্ঘ সময়ের বিচরণে অনেক ভুল ত্রুটি আছে আমার আমি তা অনুভব করি এবং জানি। যা সবার থাকে আমিও তো তার বাহিরে না। তাছাড়া আমি আমার পরিবারের এক মাত্র ছেলে। বিগত ২০ আগস্ট আমার বাবা মারা যান। পড়াশোনা, পারিবারিক ব্যস্ততায়, ও টুকটাক কবিতার অবয়ব নির্মাণে যথাযথ সময় দিতে পারি নাই, আমার সকল ভুল ছোট ভাই হিসেবে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমিও আপনাদের স্নেহের ছায়ায় মাথা রেখে এগিয়ে যেতে চাই। ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
তোমার জন্য অজস্র শুভ কামনা। একটু বেছে নিও সময় ব্লগে দেবার জন্য। তোমার পিতৃবিয়োগে আমরা ব্লগ পরিবার আন্তরিকভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং দোয়া রইলো। পরিবারের একমাত্র পুত্রসন্তান হিসেবে তোমার অনেক দায় দায়িত্ব বুঝি। মনোবল তোমার যথেষ্ঠ দৃঢ় আছে সন্দেহ নেই। এগিয়ে চলো দৃঢ় প্রত্যয় নিয়ে। সব সময়ের জন্য শুভ কামনা।
তৌহিদ
নাজমুল হচ্ছে আমাদের চকলেট বয়। সে আমাদের সকলের স্নেহের পাত্র। তার ক্ষুরধার লেখা আমাকে মুগ্ধ করে সবসময়।
শততম পোস্টের জন্য অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তাকে। শুভকামনা সবসময়।
নাজমুল হুদা
ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে এই ছোট বয়সে ভর্তি করিয়ে দেওয়ার জন্য।
ভালো থাকবেন সবসময়
তৌহিদ
লেখাতো বড়দের মত!!
বন্যা লিপি
নাজমুলের মতো এক রত্ন খুঁজে বের করে সোনেলায় উপহার দেবার জন্য আপনাকেও অভিবাদন তৌহিদ ভাই। আপনাকেও ধন্যবাদ।শুভ কামনা।
তৌহিদ
এসবই নাজমুলের লেখার কারনেই হয়েছে আপু।
বন্যা লিপি
রতনে রতন চেনে ভাই😊😊😊😊😊
তৌহিদ
চমৎকার একটি শুভেচ্ছা পোষ্ট লেখার জন্য বন্যা আপু আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকুন আপু।
বন্যা লিপি
আপনি, ইঞ্জা ভাইজান, সাবিনা, এদের দেখে দেখেই সাহস করলাম একটু।নাজমুলের পোষ্টের দিকে খেয়াল রাখছিলাম। যেহেতু বড় আপু বলে সম্বোধন করে, আমার ইচ্ছে করছিলো নাজমুলের শততম পোষ্টটা আমি দিলে কেমন হয়? ‘সম্পর্ক’ পোষ্ট করার পরই মনে হলো, লিখেই ফেলি যা হয় ; থাকুন সবসময়।
জিসান শা ইকরাম
সোনেলার সম্ভবত সর্বকনিষ্ঠ ব্লগার নাজমুল হুদা।
এত অল্প বয়সে লেখার মান দিয়ে সে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছে।
লেখার মাঝে থাকলে হুদা কবি হিসেবে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।
শততম পোষ্টের জন্য নাজমুল হুদাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বন্যা লিপি
নাজমুল লিখতে ভালবাসে এবং পড়তেও….. একমাত্র পুত্রসন্তানের দায়দায়িত্ব সামলে নাজমুল সময়ে উজ্জ্বলতা ছড়াবে সাহিত্যাঙ্গনে। এরকম আশা আমরা করতেই পারি। আমাদের সকলের দোয়া আর শুভ কামনা নাজমুলের সাথে আছে থাকবে।
জিসান শা ইকরাম
সহ ব্লগারকে নিয়ে এত সুন্দর গোছানো একটি পোস্ট দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ বন্যা লিপি।
সাবিনা ইয়াসমিন
শততম পোস্টের সহস্র শুভেচ্ছা এবং অভিনন্দন নাজমুলের জন্যে। সম্পুর্ন ভিন্নধারার কবিতা লেখায় তার জুড়ি নেই। তার শততম পোস্ট উপলক্ষে আমার একটাই ছোট দাবী, সে যেনো কবিতা লেখার পাশাপাশি বিস্তারিত লেখাতেও মনোযোগ দেয়।
শুভ কামনা তোমাকেও বন্যা। সহ ব্লগারদের প্রতি তোমার ভালোবাসা আরও বৃদ্ধি পাক। ( আমি যদি কখনো শত শত পোস্ট দিতে পারি, তখন শুভেচ্ছা পোস্ট দিতে ভুলো না )।
ভালো থেকো। দুজনের প্রতিই রইলো অনেক অনেক ভালোবাসা ❤❤
নাজমুল হুদা
আপু এভাবেই স্নেহের ছায়ায় আজীবন উপদেষ্টা হয়ে থাকবেন আশা করি। কবিতা ছাড়া গল্প লিখতে চেষ্টা করি কিন্তু গল্পের ধারাবাহিকতা যেন কোথায় হারিয়ে যায়। তবুও চেষ্টা করবো ভিন্নধর্মী লেখা উপহার দিতে।
ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
মনে থাকবে ময়না@সাবিনা। খেয়াল রাখবো, কবে তুমি শত শত পোষ্ট অতিক্রম করবে। সে পর্যন্ত বেঁচে বর্তে গেলে, সে শুভেচ্ছা পোষ্ট আমিই লিখবো ইনশাল্লাহ্। আল্লাহ্ আমাকে বাঁচিয়ে রাখুক ততদিন। আর তুমিও তারাতারি দুইশত পোষ্ট দিয়ে ফেলো। ভালবাসা ফুরাবার নয় তোমার তরে…..ভালবাসি❤❤❤❤❤❤
উর্বশী
শততম পোষ্টের জন্য শুভেচ্ছা সহ অভিনন্দন। শততম পোষ্ট যে কবে হবে? আমার যা বিচরণ, অসুস্থতার মাঝেই বেশী সময় পার করি।সম্পর্ক লেখাটি পড়েছি। বেশ পড়ুয়া মনে হলো। সব লেখা পড়ার সময় পাইনি। আপনি খুব সুন্দর করে লেখার মাধ্যমে ভালোবাসা উপস্থাপন করেছেন।দারুন পোষ্ট।দুজনার জন্য শুভ কামনা রইলো।
নাজমুল হুদা
সব সময় সুস্থ থাকুন , লিখতে থাকুন এক সময় হয়ে যাবে লেখার সেঞ্চুরি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
বন্যা লিপি
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। রোগব্যাধি কাটিয়ে গটগট করে সেঞ্চুরি করে ফেলুন।শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
অভিনন্দন ও শুভেচ্ছা শততম পোস্টের জন্য।
আমি নতুন হলেও যে কয়টা কবিতা পড়ছি আসলেই উচ্চমার্গীয়।
শুভ কামনা ভাই।
ভালো থাকবেন।
নাজমুল হুদা
ধন্যবাদ শ্রদ্ধেয় আপু।
ভালো থাকবেন সবসময় আপনিও।
বন্যা লিপি
আপনাকেও ধন্যবাদ রুবি আপু।
বন্যা লিপি
দুঃখিত, রুকু আপুরে রুবি আপু লিখেছি। রুকু আপু❤❤
ইঞ্জা
নাজমুল ভাইকে শততম পোস্টের জন্য অভিনন্দন জানাই।
নাজমুল আরও বেশি বেশি লিখুক এই কামনা রইলো।
সুন্দর পোস্টটির জন্য ধন্যবাদ অনিঃশেষ আপু।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া।
আগের মতোই পাশে থাকবেন স্নেহের ছায়া হয়ে।
ইঞ্জা
নিশ্চয় ভাই
বন্যা লিপি
কৃতজ্ঞতা ভাইজান। ভালো থাকবেন সবসময়।শুভেচ্ছা।
ইঞ্জা
শুভেচ্ছা আপু।