
গোধূলীবেলার মেঘমালা শান্ত ভোরের হাওয়া কেমন আছ তুমি?
চিঠি না হয় দিতে পারো দূর আকাশের পানে চেয়ে একটু খানি আমায় ডেকো।
মন খারাপের দিনগুলি তে আমায় তুমি মনে কর।
গভীর রাতের তারার মাঝে তখনো তুমি আমায় পাবে।
স্নিগ্ধ ভোরের শিশির হয়ে আলতো তোমায় ছুঁয়ে যাবো।
যখন তোমার কেউ রবেনা তখন আমি সঙ্গী হবো।
দ্বিপ্রহরে যখন তোমায় ক্লান্ত এসে করবে ভর,
শীতল পরশ বুলি দিয়ে দূর করবো সকল অবসাদ।
নিঃসঙ্গ রাত্রিবেলা হাসনাহেনার সুবাস ছড়িয়ে জানিয়ে যাবো আছি পাশে।
একাকিত্ব যখন তুমি করবে অনুভব-
রুমঝুম বৃষ্টির ছন্দ হয়ে সঙ্গী হবো তখন আবার।
কবিতার মাঝে উপমা হয়ে সঙ্গী হয়ে রবো সাথে।
নির্জন পথের ছায়ার মাঝে সঙ্গী হয়ে লুকিয়ে রবো।
যখন তোমার কেউ রবেনা তখন আমি সঙ্গী হবো।
১৮টি মন্তব্য
তৌহিদ
আমরা অতীত ভুলে যাই, স্বার্থ যখন ফুরিয়ে যায় ভালোবাসা মুল্যহীন হয়ে পড়ে কিছু মানুষের কাছে। আবার কেউ কেউ ভালোবাসা পেয়েও তার মর্যাদা রক্ষা করতে জানেনা।
ভালো থাকুন আপু।
পপি তালুকদার
স্বার্থপর মানুষ গুলো সত্যিকার ভালোবাসা কখনো পায়না।ধন্যবাদ। ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
‘ গোধূলীবেলার মেঘমালা শান্ত ভোরের হাওয়া’ কে রূপক ধরে খুব আন্তরিক, শুদ্ধ প্রতিশ্রুতির কথা কবিতায় তুলে এনেছেন।
সুন্দর হয়েছে কবিতা।
শুভ কামনা।
পপি তালুকদার
প্রতিশ্রুতি হীন ভালোবাসা হারিয়ে যায় সময়ের স্রোতে বেলাশেষে পরে থাকে স্মৃতিময় জগৎ।অনেক অনেক ধন্যবাদ।
সাখাওয়াত হোসেন
যখন সবাই যায় চলে দূরে
সে-ই তো আপন যে ভালবেসে হাতটি ধর।
পপি তালুকদার
যে কথা রাখতে জানে সে ভালোবাসার অধিকার রাখে। ধন্যবাদ ভাইয়া।
মনির হোসেন মমি
একাকিত্ব যখন তুমি করবে অনুভব-
রুমঝুম বৃষ্টির ছন্দ হয়ে সঙ্গী হবো তখন আবার।
এর চেয়ে বড় আপণ আর কে আছে! চমৎকার কবিতা।
পপি তালুকদার
ধন্যবাদ।ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
একাকিত্ব যখন তুমি করবে অনুভব-
রুমঝুম বৃষ্টির ছন্দ হয়ে সঙ্গী হবো তখন আবার।
কবিতার মাঝে উপমা হয়ে সঙ্গী হয়ে রবো সাথে।
নির্জন পথের ছায়ার মাঝে সঙ্গী হয়ে লুকিয়ে রবো।
যখন তোমার কেউ রবেনা তখন আমি সঙ্গী হবো****
মন ছুঁয়ে গেল আপু। কবিতা সুন্দর হয়েছে।🥰🥰
পপি তালুকদার
অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
কেউ ভালোবাসা পেয়ে ধরে রাখতে জানে না, কেউ নিজের সর্বস্ব বিলিয়ে অপেক্ষায় থাকে সঙ্গীর ফিরে আসার জন্য। চমৎকার কাব্যকথন । ভালো থাকুন সুস্থ থাকুন সতত। শুভ কামনা অবিরত
পপি তালুকদার
সত্যিই তাই ভালোবাসা ধরে রাখার ক্ষমতা সবার থাকেনা।ধন্যবাদ দিদি।ভালো থাকবেন।
বোরহানুল ইসলাম লিটন
আত্মার বাঁধন বড় মায়াময়।
সুন্দর অনুভবে লেখা চিত্তছোঁয়া কবিতা।
অনন্য কাব্যিকতায় মুগ্ধতা একরাশ।
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।
পপি তালুকদার
সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।
স্বপ্ন নীলা
কবিতার গাঁথুনী ভীষণ ভাল লেগেছে। তিনটি প্যারাই অনবদ্য—–আরো লিখুন দুহাত খুলে —
পপি তালুকদার
অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।
আরজু মুক্তা
এমন ভালোবাসা খুব দরকার।
কবিতা ভালো লাগলো। অসাধারণ
পপি তালুকদার
ভালো লাগাটা অনেক অনেক উৎসাহিত করছে।ধন্যবাদ,ভালো থাকবেন।