আমি একটা জীবন তোমার সঙ্গে হেঁটে যেতে চাই..
কতটা পথ হাঁটলে সাথে সঙ্গী তারে কয়??? ইস্ এমন কাউকে পেলে আমিও একটা জীবন, তার পরের জীবন, তার পরের জীবন…… হেঁটে কাটাতাম তার সঙ্গে আর সঙ্গী হতাম
দেখুন স্বপ্ন-ই একমাত্র সম্বল, যা আমরা কারণে অকারণে দেখি, দেখতেই পারি।
আর এতেই ভরসা রাখি ভেসে বা ডুবে যাওয়ার জন্য। আর হৃদয় সে তো বন্দি হতেই চায়,
আমারা বন্ধক রাখি/দেই-ও!
ভাল থেকে পাঠক কে পড়তে দিন কন্ঠ ডুবিয়ে/চুবিয়ে।
ধন্যবাদ দিচ্ছি।
এটা কি গান? কথাগুলো ভালো লাগছে, কিন্তু সুর কেমন হবে বুঝতে পারছি না। গানের লিংক এ্যাড করে দিলে ভালো হয়। আর যদি আপনার নিজের গান হয় তাহলে,,,,,,,, গেয়ে শোনান 🙂
এসব বললে কি আমরা পাঠক-শ্রোতা মানবো? গান লিখেছেন আর গেয়ে শোনাতে এত কঞ্জুসি তো মেনে নেয়া যাচ্ছে না তো!!
হে মহামান্য ত্রিস্তান! গেয়ে উঠুন আপন শক্তিতে,,, প্লিজ লাগিয়ে নিন 😜
মাটির.. দেহ মাঝে যে বিরাজে নিত্য সারাবেলা
তাহার সনে খেলিস নে তুই নিঠুর প্রেমের খেলা…দারুন।
তবে কতটা পথ হাটলে সঙ্গে সঙ্গী হওয়া যায় এই পথের সাথী যদি পাওয়া যেত মন্দ নয় আরও আবেগি হতাম ভাই।
২১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আমি একটা জীবন তোমার সঙ্গে হেঁটে যেতে চাই..
কতটা পথ হাঁটলে সাথে সঙ্গী তারে কয়??? ইস্ এমন কাউকে পেলে আমিও একটা জীবন, তার পরের জীবন, তার পরের জীবন…… হেঁটে কাটাতাম তার সঙ্গে আর সঙ্গী হতাম
ত্রিস্তান
বাহ্ চমৎকার। আপনার সদিচ্ছা পূরণ হোক আপু। ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
যেহেতু লিরিক, কিচ্ছুটি বলার নেই, এ বিষয়টি জানার বাইরে
(অবশ্য অন্যান্য অনন্য বিষয় গুলো সব জেনে নিয়েছি তেমন-ও না)।
আরবার যদি দেখা পাই অলোকসুন্দর অরুণাভে,
লিখে নেব/দেব সামান্য একটি গীতিকবিতায়
দুরূহ-দূরাভ সংকেতে, প্রত্যাবৃত্তের কাহিনী
নন্দিত বন্ধকি হৃদয়ে।
ত্রিস্তান
অনেক অনেক শুকরিয়া ভাইয়া। তবে বন্ধকি হৃদয় নিয়ে বেশি স্বপ্ন দেখা কি ঠিক ?
ছাইরাছ হেলাল
দেখুন স্বপ্ন-ই একমাত্র সম্বল, যা আমরা কারণে অকারণে দেখি, দেখতেই পারি।
আর এতেই ভরসা রাখি ভেসে বা ডুবে যাওয়ার জন্য। আর হৃদয় সে তো বন্দি হতেই চায়,
আমারা বন্ধক রাখি/দেই-ও!
ভাল থেকে পাঠক কে পড়তে দিন কন্ঠ ডুবিয়ে/চুবিয়ে।
ধন্যবাদ দিচ্ছি।
ফয়জুল মহী
মুগ্ধকারী লিখনী । শুভেচ্ছা সতত ।
ত্রিস্তান
ধন্যবাদ ভাই ❤️
ইসিয়াক
মনোমুগ্ধকর।
ত্রিস্তান
অনেক অনেক ভালোলাগা আর কৃতজ্ঞতা অনিমেষ দাদাভাই 😍
সুপায়ন বড়ুয়া
কাকে শোনালেন বন্ধু
এমন রোমান্টিক গান।
ভালই হলো। শুভ কামনা।
ত্রিস্তান
হা হা হা 😀 কাকে আর শোনাবো দাদাভাই? কৃতজ্ঞতা অনিমেষ, ভালো থাকবেন সবসময় 😍
সাবিনা ইয়াসমিন
এটা কি গান? কথাগুলো ভালো লাগছে, কিন্তু সুর কেমন হবে বুঝতে পারছি না। গানের লিংক এ্যাড করে দিলে ভালো হয়। আর যদি আপনার নিজের গান হয় তাহলে,,,,,,,, গেয়ে শোনান 🙂
ত্রিস্তান
হা হা হা 😀
আপু আমি কথাগুলো শুধু লিখলাম। সুর তো করবে সুরকার, আর গাইবে শিল্পী। ওসব আমাকে দিয়ে হবে না।
সাবিনা ইয়াসমিন
এসব বললে কি আমরা পাঠক-শ্রোতা মানবো? গান লিখেছেন আর গেয়ে শোনাতে এত কঞ্জুসি তো মেনে নেয়া যাচ্ছে না তো!!
হে মহামান্য ত্রিস্তান! গেয়ে উঠুন আপন শক্তিতে,,, প্লিজ লাগিয়ে নিন 😜
সঞ্জয় মালাকার
আমি একটা জীবন তোমার সাথেই হেঁটে যেতে চাই
আমি একটা জীবন তোমার সাথেই হেঁটে যেতে চাই।
ত্রিস্তান
জ্বী, অসংখ্য ধন্যবাদ দাদাভাই 😍
মোঃ মজিবর রহমান
মাটির.. দেহ মাঝে যে বিরাজে নিত্য সারাবেলা
তাহার সনে খেলিস নে তুই নিঠুর প্রেমের খেলা…দারুন।
তবে কতটা পথ হাটলে সঙ্গে সঙ্গী হওয়া যায় এই পথের সাথী যদি পাওয়া যেত মন্দ নয় আরও আবেগি হতাম ভাই।
ত্রিস্তান
ভাবী কি জানে এমন আকুল ইচ্ছের রহস্য 😄😄
মোঃ মজিবর রহমান
সব কি বলা যায়। মন সব কি প্রকাশ করে।???
আরজু মুক্তা
গানটা সুর দেয়ার চেষ্টা করলাম
ত্রিস্তান
যদি একবার শোনাতেন, তবে কৃতজ্ঞতা হাজার গুণ বেড়ে যেতো। ধন্যবাদ।