পাঁচটি মাছ সংসারের গল্প করতে করতে
আকাশে উঠে গেলো!
একটা মাছ বলছিলো—–
(আমি যদি মানুষ হোতাম; আমার জন্ম ধন্য হোত)।
অন্য দুটা মাছ যেতে যেতে ধাক্কা লেগে শরীর দিয়ে রক্ত পরছিলো।
ওরা ওখান থেকেই ফিরে আসছে নদীতে
অন্য দুটি মাছ দিব্বি সংসারের কথা বলছিলো।
একসময় ওরা হয়ে ওঠে
একটা ইঁদুর
অন্যটা
টিকটিকি।
ইঁদুরের বড্ড আপসোস হচ্ছিলো
স্ত্রীর গোসল নিয়ে।
ইঁদুর বলছিলো— ফরজ গোসল কেন স্ত্রীরা আগে করে?
টিকটিকি রাগীকন্ঠে বলছিলো
ঠিক ভাবে সংসার চালাতে পারছিনা।
তুমি পরে আছো ফরজ গোসল নিয়ে!
ইঁদুর ও টিকটিকি
এক সময় জীবন্তনদী হয়ে গেলো।
নদী নারী হয়ে ওঠে।
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপনার এই লেখা টি পড়েছি আগেই ‘ বাংলা কবিতায়’। মন্তব্য ও করেছি । ওখানে ২.৩৫ মিনিটে দিয়েছেন। কবিতার ভাব-গাম্ভীর্যতা ভালো লাগলো। শুভ কামনা রইলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইলো ।
কামাল উদ্দিন
আমার মাথাটা মনে পুরাই গেছে, নইলে এতো চমৎকার কবিতাটা ভালোভাবে উপলব্দি করতে পারলাম ক্যান। আচ্ছা আপনি কি কবিতাটা ঠিক মতো বুঝতে পেরেছেন ভাইজান?
মোহাম্মদ আলী
জি ভাইয়া পারছি।
কবি নিজে কবিতা যদি না বুঝে বা না উপলব্ধি না করে তাহলে কে করবে?
জিসান শা ইকরাম
লেখা দিয়ে নিখোজ হয়ে গেলে চলে? আপনার লেখায় যারা মন্তব্যে করেছেন, তাদের অন্তত জবাব দিন। অন্যদের লেখা পড়ার সময় আপনার নেই, তা বুঝতে পেরেছি।
শুভ কামনা।
ইঞ্জা
এই লেখাটি নিয়ে আমার আপত্তি আছে ভাইজান, এমন লেখা ব্লগের অংশ হতে পারেনা, এছাড়া লেখাটি আগেও অন্য কোথাও প্রকাশিত হয়েছিলো।
ছাইরাছ হেলাল
কোথায় প্রকাশিত হয়েছে একটু যদি জানাতেন।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া ‘বাংলা কবিতা’ । আমি লিংক টি কপি করতে পারছিনা। তাহলে দিতাম
ছাইরাছ হেলাল
লেখা দিয়ে চলে গেলেন,
মন্তব্যের উত্তর দিচ্ছেন না, কাউকে পড়ছেন তাও তো দেখছি না!!
সুপর্ণা ফাল্গুনী
https://www.bangla-kobita.com/mali/songsarer-golpo/
ফয়জুল মহী
একরাশ মুগ্ধতা । একরাশ ভালো লাগার ভালোবাসা ।
হালিম নজরুল
বানানে কিছু ত্রুটি আছে। সম্ভবত ব্লগের নিয়মেও।