
একবার আকাশের দিকে তাকিয়ে দেখো।
সবে পূর্ণিমারচাঁদ।
সে এক চাঁদ নয়,
দেখতে অবিকল তোমার মতো এক ষোড়শী কিশোরী।
খোঁপায় ঝিনুকের মালা।
কর্ণে গ্রথিত মহুয়াফুল।
চোরাবালির মতো চিকচিক করছে নাকের নোলক।
একবার আকাশের দিকে তাকাও,
দেখতে পাবে সে চাঁদ অবিকল তোমার মতো।
রূপোলী জ্যোৎস্নায় মাঠভরা ইরিধান।
গাভীর পদচিহ্নে জমে থাকা বৃষ্টির জল।
নববধূর কণ্ঠে ব্রজবুলি।
চারদিক জুড়ে ছাতিমের গন্ধ।
গোধূলী শেষে সে সন্ধ্যায় আকাশের আধখানা চাঁদ,
আধখানা কপালে তার রক্তচন্দনের ফোঁটা।
সে চাঁদ আষাঢ়ি পূর্ণিমার।
সরোবরে ফুটে ওঠা পদ্মফুলের মতো।
যেখানে ভ্রমর আর ভ্রমরী নির্যাসের স্পৃহা খুঁজে!
বরং তুমি এসো নিয়ম করে, যেখানে সন্ধ্যা নামে ভাটিয়ালি বাঁশির সুরে।
এসো কাছাকাছি আলোকিত পূর্ণিমা রাত্রিতে।
যে রাতে আকাশের চাঁদকে সাক্ষী করে,
তোমায় ছোঁয়াতে পারি রাঙা সিঁদুর।
একবার আকাশের দিকে তাকিয়ে দেখো।
সে স্নিগ্ধ চাঁদের মতো তুমিও এক ষোড়শী কিশোরী।
২২টি মন্তব্য
হালিমা আক্তার
অসাধারণ উপমায় চিত্রিত অনুভূতির প্রকাশ। খুব ভালো লাগলো। শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা নেবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
বন্যা লিপি
আমার একটা গান মনে পড়ছে এখন….. আমার মন মানসী বইসা আছে প্রেমের বৈঠা ধইরা…. যারে নাইয়া যেদিক খুশি…. পিরিতির পাল তুইলা””
নিয়ম করে চলে আসুক চাঁদমুখ ষোড়শী প্রিয়তমা।
প্রদীপ চক্রবর্তী
আহা!
বেশ প্রিয় গান।
সাধুবাদ রইলো, দিদি।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
রিতু জাহান
‘এসো কাছাকাছি আলোকিত পূর্ণিমা রাত্রিতে।
যে রাতে আকাশের চাঁদকে সাক্ষী করে,
তোমায় ছোঁয়াতে পারি রাঙা সিঁদুর।’
ওয়াও,,,
এটুকু দারুন লিখেছেন।
আষাঢ়ী পূর্ণচাঁদের আলো সত্যিই অন্যরকম।
বেশ লিখেছেন।
প্রদীপ চক্রবর্তী
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
আরজু মুক্তা
পূর্ণিমার আলোয় উদ্ভাসিত হোক চারদিক। সবকিছুই ষোড়শীর মতো সুন্দর হোক।
শুভ কামনা
প্রদীপ চক্রবর্তী
একদম, দিদি।
শুভেচ্ছা নেবেন।
রোকসানা খন্দকার রুকু
এমন চাওয়াতে কি না এসে পারে? ষোড়শীর কবিতা দারুন!!
প্রদীপ চক্রবর্তী
নিশ্চয় এ চাওয়া পূর্ণ হবে!
ভালো থাকুন, সুস্থ থাকুন, দিদি।
সুরাইয়া পারভীন
কবিতাটা আমি কয়েক বার পড়েছি। এতো ভালো লেগেছে যে ফোনে রেখে দিয়েছি। একদিন কর্কশকন্ঠে পাঠ করে আপনাকে দেবো দাদা
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
তাহলে তো বেশ হয়, দিদি।
আপনার কণ্ঠে কবিতাপাঠ নিশ্চয় শুনার অপেক্ষায় রইলাম।
নিতাই বাবু
সুন্দর একটা কবিতা পড়লাম। বারবার পড়লেও আরও পড়তে ইচ্ছে করে।
শুভকামনা থাকলো দাদা।
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি, দাদা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
সঞ্জয় মালাকার
এসো কাছাকাছি আলোকিত পূর্ণিমা রাত্রিতে।
যে রাতে আকাশের চাঁদকে সাক্ষী করে,
তোমায় ছোঁয়াতে পারি রাঙা সিঁদুর।
দাদা অনেক দিন পর আপনার লেখা পড়লাম, ভালো লাগলো কুব।
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছাধন্য, দাদা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
কবিতাটি অসম্ভব ভালো লেগেছে। পূর্ণিমার চাঁদ আর প্রেয়সী যেন মুদ্রার এপিঠ ওপিঠ। আমরাও চাই রাঙা সিঁদুরে ভরে উঠুক প্রিয়তমার সিঁথি কবির হাতে। এমন আবেগ, শব্দচয়ন , অলংকরণ দারুন!
প্রদীপ চক্রবর্তী
ভালো লাগলো জেনে অনুপ্রাণিত হলাম,দিদি।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
তৌহিদুল ইসলাম
ভালোবাসা সীমাহীন, আকাশ থেকে পাতালে বিস্তৃত। আপনার লেখায় একজন প্রেমিকের আপ্লুত অনুভূতি জানলাম। চমৎকার লিখেছেন দাদা।
প্রদীপ চক্রবর্তী
একরাশ শুভেচ্ছা জানাই, দাদা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
ভাবছিলাম চাঁদের সিঁথিতে সিঁদুর পরালে কেমন দেখাবে।
দেখলাম, কবির কবিতায় সিঁদুররাঙা চাঁদ আরও সুন্দর হয়ে উঠেছে।
খুব ভালো লাগলো কবিতাটি।
শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি ধন্য হলাম,দিদি।
ভালো লাগলো আপনার মতামত।
সাধুবাদ জানাই।