উৎসর্গঃ প্রয়াত শ্রদ্ধাভাজন আরজু মুক্তা আপু

তাঁর চলে যাওয়া ভাবায়,
তাঁর প্রস্থান করুণ সুরে হৃদয়ে কান্না উঠায়,
কি এক বাঁধন স্রষ্টা তোমার
বিচ্ছিন্ন মুহুর্তেই পরপার।

আসার সময় অগ্রিম জানলেও
প্রস্থান সকলের অজান্তে,
বিশ্বসংসার তন্নতন্ন খুজেও
বিশ্বপ্রতিপালক আমরা তোমার দ্বারস্থ।

জানি সবার সময়, এক নিঃশ্বাস পড়ন্তেই
দিত পার যেকোন মুহুর্তেই
ইচ্ছা/অনিচ্ছা কি বা দাম আছে
বান্দা হাজির তোমার দরবারে।

দেখা নাই কথা নাই
তবুও আমরা একত্র হই
কাজে/অকাজে লিখা রই
জানি, এবাধন কোথায় রবে?

শুধু নিবেদন জান্তে/অজান্তে
মনে/অমনে ডাকি যারা তোমাকে
সবারে তুমি ক্ষমা কর
সবারে তুমি বেহেস্ত দান কর।

৬৭৫জন ৫৪৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ