মুক্তিযুদ্ধের মত একটা দুরূহ জনযুদ্ধ সুচারু ভাবে পরিচালনা করে দেশের স্বাধীনতা এনে দিয়ে যখন আপনাদের সব মেধা, প্রজ্ঞা আর দেশপ্রেম ঢেলে দিয়েছিলেন দেশ গড়ার কাজে, ঠিক তখনই ষড়যন্ত্রকারী ঘাতকদের নির্ভুল আঘাত কেড়ে নিল আপনাদেরকে আমাদের কাছ থেকে। আমরা আপনাদের চিনতে পারিনি, মূল্যায়ন করতে পারিনি, কিন্তু ষড়যন্ত্রকারীরা ঠিকই চিনেছিল। তারা বুঝেছিল বঙ্গবন্ধুর সাথে সাথে আপনাদেরও যদি সরিয়ে দেয়া না যায়, তবে এদেশকে শ্মশান বানানোর তাদের পরিকল্পনা সফল হবেনা। সেই ষড়যন্ত্রের খেলা আজও খেলছে পুরানো আর নতুন শকুনেরা মিলে। আপনাদের আত্মদান আমাদের প্রেরনা যোগাক সেই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে প্রিয় মাতৃভূমিতে সোনালী সুর্যোদয় অব্যাহত রাখতে। আপনাদেরকে স্যালুট হে শহীদ জাতীয় চার নেতা তাজ উদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান এবং ক্যাপ্টেন এম মন্সুর আলি!
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
স্যালুট জাতির এই চার নেতাকে ।
বিনম্র শ্রদ্ধাঞ্জলি তাঁদের প্রতি ।
বোকা মানুষ
(y)
আদিব আদ্নান
এই মহান নেতাদের শ্রদ্ধা ।
প্রজন্ম ৭১
কত অকৃতজ্ঞ জাতি আমরা । যাদের নেতৃত্বে যুদ্ধ করে একটি দেশ স্বাধীন হলো , তাঁদেরকে হত্যা করা হলো। শ্রদ্ধা জানাই এই মহান শহীদ চার নেতাকে ।
খসড়া
শ্রদ্ধা জানাই এই চার মহান নেতাকে।
চার নেতার নাম লিখে দিলে প্রজন্মের জন্য ভাল হত। প্লিজ নাম লিখে দিন।
বোকা মানুষ
দিচ্ছি
রাইসুল জজ্
শ্রদ্ধা তাদের প্রতি
বোকা মানুষ
নতশির সালাম
লীলাবতী
শ্রদ্ধা জানাই মহান বীর এই চার জাতীয় নেতাকে ।
বোকা মানুষ
এনারা না থাকলে বাংলাদেশ ঠিক ঠাক মত স্বাধীন হত কিনা তা নিয়েও সন্দেহ আছে। মোশতাকের মত ধূর্ত নেকড়েরা ঠিকই সব ভন্ডুল করে দিত।
তুমি আমি এক
তোমরা বেঁচে থাকবে আমাদের মাঝে , তোমাদের দেখানো পথেই আমরা চলবো , জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।
বোকা মানুষ
জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!
ইখতামিন
তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা রইল..
বোকা মানুষ
🙂
মা মাটি দেশ
(y)
বোকা মানুষ
ভাল লেগেছে জেনে ভাল লাগছে
ছাইরাছ হেলাল
সশ্রদ্ধ শ্রদ্ধা এ মহান নেতাদের ।
বোকা মানুষ
স্যালুট!
তন্দ্রা
শ্রদ্বা জানায়
মহান মুক্তিযুদ্বের
মহামানব সৈয়দ নজরুল ইসলাম
মহামানব তাজ উদ্দিন আহমদ
মহামানব কামরুজ্জামান
মহামানব ক্যাপ্টেন এম মন্সুর আলি
আরও জানাই বঙ্গবন্ধু সহ নিহত হওয়ার পর যারা প্রতিবাদ করতে গিয়ে নিহত ও আহত হয়েছেন তাঁদের।
বোকা মানুষ
ধন্যবাদ নামগুলো দেয়ার জন্য