১.

এটা বড়দের জন্য:

বাচ্চারা খেলতে গিয়ে খেলার সাথীর সাথে ঝগড়া করবে, হাতাহাতি করবে। পরে আবার সবকিছু ভুলে একে অপরের কাঁধে হাত রেখে হাঁটবে। একে অপরের ঘরে যাবে। এটা শৈশবের একটা অংশ। বড় হওয়ার পর মানুষ শৈশবের এই স্মৃতিগুলো মনেকরে হাসে, আনন্দ পায়। কিন্তু, এখন আমাদের সো কল্ড গুরুজনরা বাচ্চাদের ঝগড়া করতে দেখলে ডাক দিয়ে বসে। বকা দেয়। অনেকসময় আবার বাচ্চাদের দু’চারটা থাপ্পাড় দিয়ে দুইজনকে দুইদিকে পাঠিয়ে দেয়। এটা ঠিক না। দয়াকরে এটা করবেন না। শৈশব ধ্বংস করে দেওয়ার এই অধিকার আপনার নেই।

২.

এটা টিউটরদের জন্য:

টিউশনে মাস শেষে যে সম্মানি পান, তা থেকে একশ টাকা আলাদা করে রাখুন। এই একশ টাকা দিয়ে স্টুডেন্টের জন্য উপহার কিনুন। স্টুডেন্টকে বুঝতেই দিবেন না আপনি তাকে কেন উপহার দিচ্ছেন । সবসময়ে ভালো রেজাল্টের জন্য নয়, মাঝেমধ্যে ভালো ব্যবহারের জন্যও উপহার দিন। এতে স্টুডেন্ট আনন্দিত হবে, উৎসাহ পাবে। আপনার টিউশনটাও টিকে থাকবে।

৩.

এটা সবার জন্য:

ভালো থাকার জন্য বেশি কিছু লাগেনা। আপনি যেখানে বাস করেন, সেখানে নিশ্চয় আলো আছে, বাতাস আছে, বর্ষাতে বৃষ্টি নামে, শীতে শিশির পড়ে, বসন্তে ফুল ফোটে। সেগুলোর সাথে যোগাযোগ তৈরি করুন। সেগুলোকে ভালোবাসতে শিখুন। এরাই আপনাকে ভালো রাখবে।

 

৮৯৬জন ৭৯৮জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ