
“সত্য বচন”
কোরান-হাদিস কয়,
পৃথিবীর শেষ জমানায়-আল্লাহ জালিম রাজা পাঠাবেন।
এখন যারা আছেন!! দেশে দেশে,
সেবকের বেশে,একই সূত্রে গাঁথা
শেষ পর্যন্ত ধর্ম যুদ্ধ!
পৃথিবী ধব্বংসের কারন না হয়।
“নীতিভ্রষ্ট মানুষ”
মানুষ হয়ে দেশে আমি
কারো কেউ নইতো আপণ !
নাগরিকত্বের বর্বরতায় মানুষ!
তোর হুস কই?
এ কেমন বিচার মানুষ তোদের,
জন্মেছি এ মাটিতে
এ মাটিই কী হবে এখন আমার পর!।
“জলবায়ুর প্রভাব”
মানুষের পাপে প্রকৃতির প্রতিশোধে পুড়েঁ মরে পশু পাখি,
আবার বলিস তুই মানব শ্রেষ্ট !
এমন দিনও আসবে যেদিন,
খুজেঁও পাবিনা বেচে থাকার একখন্ড নিরাপদ জমি।
“মানুষ তুই মানুষ হ”
বেহেস্তের লোভে মারলি যারে
সে কী তোর কোন ক্ষতি করছিলরে!
ধর্মান্ধে যে জন্য হইলি তুই খুনী
তার মর্মভেদ কী আছে তোর মনেতে !।
“ধর্ষণ কথন”
মানুষের পরিচয়ে মানুষ কেবল
লিঙ্গ ভেদাবেদ ভাবিস ক্যান!
ঘরেওতো তোর আছেরে মা বোন,
বাহির নজরে মন এতো কুৎচ্ছিত ক্যান ?।
ধর্ষিত হয় নারী পোষাক নয় তার কারন
কারন তোর লোভার্তু মন,
হাদিসেও আছে বারণ,
রূপবতী নারী দেখিলে একবার
দ্বিতীয় বার আর তাকানো নয়।
“ধর্মের মতবাদ”
নারীকে স্বয়ং দিয়েছেন সন্মান,তোর
আল্লাহ/ঈশ্বর/বৌদ্ধিস আর ভগবান,
কার পায়ের নীচে বেহস্ত তোমার?
বারংবার তিন বার’ই বলেছেন,তোমার মা’র।
নিজের পায়ে নিজেই কূড়াল মারা
উত্তপ্ত লাভা হয়েছিলো শীতল
গড়তে পেরেছো তুমি এ সুন্দর পৃথিবী
ভাবনি কভূ জন্মের যে হয় ক্ষয়,মানব
তোমারি কারনে, ছেড়ে দিতে হবে- ধরণীর এ রূপমহল।
—————————–
ছবিঃ অনলাইন
২৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আমদের সব্বাইকে এক দিন এ পৃথিবী ছেড়ে যেতে হব তা আমরা ভুলে বসে আছি।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইজান।
সুপায়ন বড়ুয়া
“ধর্ষিত হয় নারী পোষাক নয় তার কারন
কারন তোর লোভার্তু মন,
হাদিসেও আছে বারণ,
রূপবতী নারী দেখিলে একবার
দ্বিতীয় বার আর তাকানো নয়। “
কজনেই বা ধারন করে
এমন সত্য কথন ?
শুভ কামনা , ভাল থাকবেন সবসময়।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ! অসাধারণ! অসাধারণ! আর কিছু বলতে চাই না, সব আপনি বলে দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময়, শুভ কামনা রইলো
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।
মোঃ মজিবর রহমান
সুন্দির লেখা মনির ভাই। বাস্তবতা। সবই আ)আহর ইচ্ছায়
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইয়া
সঞ্জয় মালাকার
আমদের সব্বাইকে এক দিন এ পৃথিবী ছেড়ে যেতে হব, তা আমরা মনে রাখিনা।
চমৎকার লিখেছেন দাদা।
মনির হোসেন মমি
ধন্যবাদ দাদা।
কামাল উদ্দিন
ঠিকই বলেছেন মনে হয়। দেশে দেশে আজ জালিমদের রাজ, তাইতো এতো হানাহানি। ব্রেন ওয়াশ দিয়া সাধারণ লোক মেরে বেহেস্তে যাওয়ার ফর্মুলাটা মনে হয় অনেক সহজ লাগে ওদের কাছে………..শুভ সকাল।
মনির হোসেন মমি
হুম ওরা মনেপ্রানে এটা বিশ্বাসও করে।ধন্যবাদ ভাইয়া।
কামাল উদ্দিন
শুভেচ্ছা
কামাল উদ্দিন
প্রকৃতির প্রতিশোধের কাছে আমরা যে কতোটা অসহায় আজ অষ্ট্রেলিয়ার দিকে তাকালে ভালোই বুঝা যায়……..শুভ কামনা জানবেন ভাই।
মনির হোসেন মমি
শুধু অষ্ট্রেলিয়ায় নয় সারা বিশ্বেই প্রকৃতির প্রতিশোধ চলছে। ধন্যবাদ ভাইয়া।
কামাল উদ্দিন
হুমম, আমাজনের আত্মাহুতির কথাটাও বিশ্ববাসী জানে।
নিতাই বাবু
পৃথিবী ধ্বংসের আলামত মনে হয় শুরু হয়ে গেল দাদা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজিয়ে দিলো শয়তান ডোনাল্ড ট্রাম্প। সত্যি ডোনাল্ড ট্রাম্প একজন মানুষরূপী শয়তানই মনে হচ্ছে।
মনির হোসেন মমি
ঠিক দাদা। অসংখ্য ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
এ সত্য ধ্রুব তারার মতো সত্য কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। সব গুলো লেখা চমৎকার।
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।
জিসান শা ইকরাম
প্রকৃতির প্রতিশোধের কারনেই আমাদের দেশে এত প্রাকৃতিক দুর্যোগ। পোস্টে বাস্তবতাকে তুলে এনেছেন।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইজান।
ইকবাল কবীর
প্রকৃতি তার নিজের প্রয়োজনে নিজের মত আকার ধারণ করে আছে আর আমরা বলদের মত পাহাড় কাটছি, নদি ভরাট করে অট্রালিকা বানাচ্ছি, প্রাকৃতিক পাথর তুলে এনে বাড়ি বানাচ্ছি। এইসব কিছু শোধ প্রকৃতি একদিন না একদিন নিবেই সেদিন চান্দের দেশেও আমাদের জায়গা হবে না।
মনির হোসেন মমি
রাইট ভাইয়া। অসংখ্য ধন্যবাদ।
তৌহিদ
শেষ জামানায় এরকম হবে এটা কোরআন হাদিসের কথা। আর পৃথিবী ধ্বংস হবে আমাদের মানুষেরই জন্য। পোস্টে বাস্তবতাকে তুলে এনেছেন ভাই।
ধন্যবাদ এমন পোষ্ট এর জন্য।
মনির হোসেন মমি
হুম এটাই বাস্তব।ধন্যবাদ ভাইয়া।