
জানিস, আমার ভীষণ কবি হতে ইচ্ছে করে
ইচ্ছে করে তাবৎ দুনিয়ার সমস্ত শব্দ ভাণ্ডার
হাতরে তোর যোগ্য শব্দ এনে সাজিয়ে-
গুছিয়ে তোকে নিয়ে কবিতা লিখতে!
জানিস, আমার ভীষণ চিত্র শিল্পী হতে ইচ্ছে করে
ইচ্ছে করে রামধনু থেকে তোর প্রিয় রঙ এনে
মনের মাধুরী মিশিয়ে পরম মমতায় সযত্নে-
হৃদয় ক্যানভাসে তোরই ছবি আঁকতে!
জানিস, আমার ভীষণ স্থাপতি হতে ইচ্ছে করে
ইচ্ছে করে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর শক্ত
পাথরটি কেটে কেটে তোরই অবয়বে গড়া-
মানব মূর্তি নির্মাণ করতে!
প্রিয় বন্ধু
জানি এই এক জীবনে এসবের কিছুই সম্ভব নয় আমাকে দিয়ে তবুও ভীষণ, ভীষণ ইচ্ছে জাগে মনে প্রাণে। আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের, সবচেয়ে আপন বন্ধু আজ তোর জন্মদিন। আমাদের পরিচয় বেশি দিনের নয়। গত বছর আগস্টের তিরিশ তারিখে আমাদের প্রথম কথা হয়। আর তারপর কখন কীভাবে আমরা একে অপরের এতো পরিচিত এতো কাছের হয়ে উঠলাম টেরই পেলাম না! মাত্র এক বছর আগে তুই এসেছিস আমার জীবনে অথচ মনে হয় যেনো কয়েকশ বছর ধরে বন্ধু আমার। আমার মতো উড়নচণ্ডী একজন মানুষকে গোছানো জন্য তোর মতো একজন বন্ধু অপরিহার্য ছিলো যেনো। তাই স্বয়ং সৃষ্টিকর্তা তোকে পাঠিয়ে ছিলো আমার জীবনে। বিধাতার পাঠানো বেস্ট গিফট তুই আমার কাছে।
আমরা একে অপরের খুব ভালো বন্ধু হলেও সাংসারিক কোলাহল থেকে মুক্ত থাকতেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আর যোগাযোগ রাখবো না, রাখিওনি। তবুও আমরা দুজনেই জানি, মনে প্রাণে জানি আমরা দুজন দুজনের কাছাকাছি আছি/থাকি, থাকবো ইনশাআল্লাহ।
গতবছরের ন্যায় এ বছরও তোকে জন্মদিনের উপহার দিতে না পারার আক্ষেপটা বোধহয় কোনোদিনই যাবে না। তোর জন্য শুধু মহান রাব্বুল আলামীনের দরবারে দুহাত তুলে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। যেখানেই থাকিস ভালো থাকিস সুস্থ থাকিস। পাঁচশ কিলোমিটার শুধু নয় পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও জানবি আমি তোরই বন্ধু ছিলাম আছি আর আমৃত্যু তোরই বন্ধু থাকবো। তোর মতো করে আর কেউ কখনো বাঁধ ভাঙার স্রোতের মতো ধেয়ে আসেনি আমার জীবনে তাই আর কাউকে তোর মতো আপন ভাবতে পারিনি কখনো। তুই না থেকেও থেকে যাস আমার প্রত্যেকটি পথ চলায়, প্রত্যেকটি কাজের অনুপ্রেরণা হয়ে। ভালোবাসি, খুব ভালোবাসি বন্ধু তোকে।
আমাদের সবার প্রিয় ব্লগার অনন্য অর্ণব এর জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয়। তোর জীবনে প্রত্যেকটি দিন হোক সুন্দর সুখের আর শান্তির। ভালো থাকিস সবসময়
#ছবি_নেটের
২৪টি মন্তব্য
নাজমুল হুদা
শুভ জন্মদিনের শুভেচ্ছা অর্ণব ভাইয়াকে। ❤
সুরাইয়া পারভীন
ভাই তো দৃষ্টির অগোচরে তাই ধন্যবাদ আমিই দিচ্ছি ভাই। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
দোয়ার উপরে আর কোন উপহার হয় নাকি! পৃথিবীর তাবৎ বস্তু দেয়া যায় / নেয়া যায়, যা অনেক সময় হারিয়েও যায় সময়ের সাথে। কিন্তু অন্তর থেকে কেউ কারো জন্য দোয়া করলে তা ব্যর্থ/বিফল হয় না।
আপনার বন্ধুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। ইয়ে, তিনি কিন্তু আমাদেরও ভাই-বন্ধু 🙂
ভালো থাকুন সব সময়। শুভ কামনা আপনাকেও 🌹🌹
সুরাইয়া পারভীন
আমি কখন বললাম সে শুধু আমার 😁😁 সে আমার আমাদের সবার প্রিয়। সবার দোয়া ও ভালোবাসায় ভালো থাকুক সুস্থ থাকুক সে। মহান রাব্বুল আলামীন ওকে দীর্ঘজীবী করুক। আমীন
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
আমাদের সবার প্রিয় তা আপনি জানলেন ক্যাম্নে!! আজিব।
আমরা প্রিয় ভাবি কী না-ভাবি সে আমাদের ব্যাপার, তিনি আমাদের থোরাই কেয়ারে রাখেন, প্রমানিত।
অবশ্য তাতে সুখ কামনায় কম রাখছি না। তিনি ফুলে-ফলে পোটলা হয়ে উঠুন সে দুয়া দিয়ে যাচ্ছি।
বন্ধুত্ব অনেক বড় বিষয় সবার জীবনে। ভাল থাকুক বন্ধুরা সবার সাথে, সবাইকে নিয়ে।
সুরাইয়া পারভীন
আমরা প্রিয় ভাবি কী না-ভাবি সে আমাদের ব্যাপার….আহা! অভিমান।
হুঁ ক্যামনে আবার জানবো? আপনার উপরের কমেন্টটি একটু দেখুন না।
বেচারা বেশ শুটকো একটু ফুলে ফেঁপে ওঠার দরকার আছে বৈকি 😁 এমন দোয়ায় নিশ্চয়ই খুশিই হবে। কি জানি এই শুভেচ্ছা বার্তা তার কাছে পৌঁছে যাবে কিনা তবুও চাই ভালো থাকুক
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু
শুভ জন্মদিন। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
শুভকামনা, অর্ণব। সুস্থ থাকেন সবসময়। আগামী দিনগুলো ভালো কাটুক।
শুভ হোক জন্মদিন
সুরাইয়া পারভীন
শুভ হোক তার জীবনের প্রতিটি মুহূর্ত।
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
আলমগীর সরকার লিটন
আপনার বন্ধুর শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
বন্ধুকে এভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো খুব ভালো লাগলো। এমন বন্ধু যেন সবার ভাগ্যে জোটে। অর্ণব ভাইয়াকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা। উনি আমাদের সবার প্রিয় । উনি আরেকটু মোটাসোটা হোক খাওয়ায়, দোয়ায়। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো আপনাদের দুজনের জন্য ই
সুরাইয়া পারভীন
বেশ বলেছেন দিদিভাই। সবার দোয়ায় ভালো থাকুক সুস্থ থাকুক অর্ণব। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রেহানা বীথি
জন্মদিনে বন্ধুর জন্য বন্ধুর অমূল্য উপহার এই পোস্ট। এ বন্ধুত্ব আজীবন বজায় থাকুক। জন্মদিনে শুভকামনা আমার ভাইটির জন্য।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
প্রদীপ চক্রবর্তী
খুবি ভালো লাগলো শুভেচ্ছা পোস্ট, দিদি।
শুভ জন্মদিন, অর্ণব দাদা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ দাদা
ভালো থাকুন সবসময়
শামীম চৌধুরী
শুভ জন্মদিন অর্ণব দাদা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ দাদাভাই
ভালো থাকুন সবসময়
উর্বশী
শুভ জন্মদিন। এই দিনটি বারে বারে ফিরে আসুক।অনাবিল সুখ,শান্তি সম্মৃদ্ধি হোক।পৃথিবীর গাছে ফোটা সব ফুলের সৌরভ আপনার জন্য অর্নব ভাইয়া। দীর্ঘ জীবি হন,অফুরান শুভ কামনা।
আপু জন্মদিনের শুভেচ্ছা পোষ্ট দেয়ার জন্য অফুরান ভালোবাসা রইলো ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদ
ব্লগার অর্নবকে জন্মদিনের শুভেচ্ছা রইলো। আর চমৎকার অনুভূতি প্রকাশ করার জন্য আপনাকেও ধন্যবাদ আপু। পরিবার সবার আগে মনে রাখবেন।
সম্পর্কগুলোর সরলতা বা জটিলতা সবাই মেনে নিতে পারিনা আমরা।
শুভকামনা সবসময়
সুরাইয়া পারভীন
সুন্দর বলেছেন ভাইয়া। পরিবারই আসল কথা
ভালো থাকুন সবসময়। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি