হারিয়েছে লেখাটি! হারিয়েই বুঝছি তা। শক্তিময় সৌন্দর্যের প্রাচুর্য নেই মোটেই, থাকেনি যেমন আগেও।
আছে , একটু বেশি বেশি গভীর মায়া-মমতা মাখা ভালোবাসা। দিনে দিনে অনেক কটি দিন ধরে তিলে তিলে
বড় করে তুলেছিলাম যত্নে যত্নে। অপর্যাপ্ত কলেবরে নিছক কয়েকটি লাইনের ব্যাপ্তিতে। সারাদিনমানে লিখেছি মাত্র
তিনটি বা দু’টি শব্দ।যদিও যতক্ষণ খোলা চোখ ততক্ষণ চোখে চোখে রেখেছি ,রেখেছি চোখে চোখ লেখাটির। চোখ বড় করে
দেখেছি ,দেখেছি সরু চোখেও। মন ক্ষণে দেখেছি গোল গোল চোখে।যক্ষের ধনের মতই আগলে রেখেও হারালাম।
হারিয়েছি যেমন আগেও। না হারানোর শিক্ষা শেখা হল না এ জীবনে।বাকী রইল শুধু চিরতরে নিজেকে হারানো।
নয় নয় করে হলেও দু’টো ক্লাউড সহ ইন্টারনাল এক্সটারনাল মিলিয়ে পাঁচ জায়গায় থাকার কথা। কিন্তু হায় !
কোথাও কেউ নেই , ছিল না যেন কোন কালেই। সব সার্চ+ রিকভারি ইঞ্জিন নিশ্চুপ নিরুত্তর।
পাঁজরের একটি হাড়ে সামান্য চোট বা চিড় ধরার শব্দ শুনে ফেলি, চিৎকার করি যন্ত্রণার যন্ত্রণায়। সব
হারানোর নৈঃশব্দের শব্দ পৌঁছে যায় না সব জায়গায়। শুধু পৌছায় ক্ষরণের তাজা উত্তাপ সারা হৃদয় জুড়ে।
ফিরে যাব কাঠ-কয়লায়। ঘরের দেয়ালকে হৃদয়ের স্লেট ভেবে লিখে যাব আবোল-তাবোলের সব লেখা।
————————————————————————————————
এই প্রথম অভ্র প্যাডে লিখলাম।
৪৪টি মন্তব্য
কৃষ্ণমানব
জীবনের বাকি রইল চিরতরে হারানোর …
জীবনের রহস্য খুজে পাওয়া আদৌ সম্ভব নয়।
কিছু সময়ের ব্যবধানের পরেই আবার ছুটে চলে অজানা গন্তব্য।
শুরু আছে,
শেষটাই রহস্যময়!
আবোল তাবোল হলে ও কিছু শব্দ হৃদয়স্পর্শী :p
আরো ভালো লেখুন!
ছাইরাছ হেলাল
রহস্যের রহস্যময়তায় আটকে পড়ে আছি। পরিত্রাণের আশা ছেড়েই ।
পড়ার জন্য ধন্যবাদ।
জিসান শা ইকরাম
আক্ষেপ করা ব্যতীত কিই বা করার আছে।
অনেক যত্ন এবং কষ্টের ফসল হারিয়ে গেলে হতাশা ব্যতীত কিছুই অবশিষ্ট থাকেনা।
নিরাপদ নয় কোনকিছুই
একমাত্র কাগজের নোটবুক একান্ত ভরসা।
শিকড়ই এখনও সবচেয়ে নিরাপদ।
তারপরেও থেমে থাকবোনা আমরা।
ছাইরাছ হেলাল
লেখা হারানোর যন্ত্রণা অসহ্য, ওই লেখাটির কাছে আর যাওয়া হবে না এটি আমি ভাবতেই পারি না।
কাগজেই ভরসা করতে হবে আবারো। অবহেলার কাগজ কলমের কাছে ফিরে যেতে হবে।
না,থামার প্রশ্নই আসে না।
জিসান শা ইকরাম
শুভ কামনা ।
ছাইরাছ হেলাল
অবশ্যই।
নুসরাত মৌরিন
এটা যদি হয় আবোল-তাবোল লেখা…তাহলে আবোল-তাবোলই ভাল।
আর পারলে হারানো লেখা গুলো কেও খুব মন দিয়ে খুঁজুন পেয়ে যাবেন ঠিক।
মন দিয়ে খুঁজলে সব নাকি পাওয়া যায়…। 🙂
ছাইরাছ হেলাল
মন দিয়ে যে খুঁজব আগে মনকে খুঁজে পেতে হবে। সে ঠিকানা জানা হয়নি। তাই না পাওয়ার
সম্ভবনা থেকেই গেল। পড়ার জন্য ধন্যবাদ। এই আবোল-তাবোল ও কঠিন আমার জন্য ।
সাইদ মিলটন
লেখকের কাছ থেকে লেখা হারানোর যন্ত্রণার এমন গোছানো প্রকাশ আর দেখিনি
ছাইরাছ হেলাল
এ্যা কয় কী ? আমি কোন লেখকের মধ্যে পড়ি না। তবে আমার লেখাকে আমি খুব ভালোবাসি।
আপনি এখানে লেখা দিচ্ছেন না কেন ? ওদিকে এত কী ?
সাইদ মিলটন
হ, লেখাগুলা সব সন্তানের মতো প্রিয় 🙂 ঐদিকে শুনশান
মিজভী বাপ্পা
সাহিত্য+টেকনোলজির আভাস পেলাম। যাক চালিয়ে যান 🙂
ছাইরাছ হেলাল
না , তেমন কিছুই না। তবে চালিয়ে যাব তা নিশ্চিত।
লীলাবতী
আমরা তো বঞ্চিত হলাম নতুন কিছু থেকে। হারানোর বেদনা এত তীব্র, বুঝতে হবে যা হারিয়েছে তা ছিল অমুল্য। অন লাইনের উপর ভরসা কমান ভাইয়া। আমারো খারাপ লাগছে।
ছাইরাছ হেলাল
আর নয় অন লাইন, সব হবে অফ লাইন।
আপনাদের বঞ্চিত করেছি কীনা জানি না, নিজে বঞ্চিত হয়েছি বেশি করেই।
সীমান্ত উন্মাদ
ছাই ভাই লিখাটা ভালো হইছে। পিলাচ ..…।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য আপনাকেও পিলাচ দিলাম।
খসড়া
সবাই হারায় কেউ নিজে হারায় কেউ অন্যকে হারায়।সবই মায়া, জটিল মায়ার খেলা। ফলাফল ০=শূন্য। একটি বিরাট শূন্য যেখান থেকেই সব শুরু সব ফিরে আশা।
ছাইরাছ হেলাল
ফিরে আমাকে আসতেই হবে ,আসব ও। ইদের শুভেচ্ছা।
আপনার লেখার অপেক্ষায় আছি ।বাড়ীর গল্প শুনতে চাই। এবারের অ্যাডভেঞ্চার শোনার অপেক্ষায় আছি।
কৃন্তনিকা
লেখা হারানোর থেকে কষ্টের কিছু হয় না।
কোন লেখা হারিয়ে যাবে- ভাবতেও তো কষ্ট হয়…
আমি সব লেখা হাতে লিখি, হাতে লেখা ফ্রেশ করি, এরপর ওয়ার্ডে টাইপ করি, তারপর অনলাইন। আপনিও তাই করতে পারেন।
ছাইরাছ হেলাল
হাড়ে মজ্জায় টের পাচ্ছি। আপনার বলা পথ ই উত্তম। কী করব ভাই অভ্যাস খারাপ করে ফেলেছি।
একটি শব্দ লিখলেও ওয়ার্ডেই লিখি। নাহ্, আর ঝুঁকি নিচ্ছি না। শিক্ষা হয়েছে। কয়েকদিন পর না আবার ভুলে যাই।
পরামর্শের জন্য অবশ্যই অনেক ধন্যবাদ।
সাইদ মিলটন
মাইরালা
আসলেই আপনেগো শইলে আল্লায় ধৈর্য কেজি দুই কৈরা বেশীই দিছে
খেয়ালী মেয়ে
সত্যি এই হারানোটা অনেক কষ্টের-
ছাইরাছ হেলাল
আপনি ঠিক বলেছেন। সত্যি সত্যি কষ্টের।
ব্লগার সজীব
রিকভার করার আর উপায়ই নেই ? দু এক সময় এমন হয়, যেখানে লেখা হয়, ওখানে আবার ফিরে আসে। খারাপ লাগছে আপনার লেখা হারিয়েছে বলে।
ছাইরাছ হেলাল
আর পাওয়া যাবে না । যা হারিয়েছি। মেনে নিয়েই সামনে যেতে চাচ্ছি।
ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
আমার শুধু একটি নয়, সব গিয়েছে 🙁 কষ্টটা বুঝি আমি।
ছাইরাছ হেলাল
হ্যা, এ কষ্ট আপনি ই সব থেকে বেশি বুঝতে পারবেন। ধন্যবাদ।
বন্য
সব হারানোর নৈঃশব্দের শব্দ পৌঁছে যায় না সব জায়গায়। শুধু পৌছায় ক্ষরণের তাজা উত্তাপ সারা হৃদয় জুড়ে।
তীব্র এক যন্ত্রণার প্রকাশ, কাছে থেকে ছুতে না পারলেও সব জায়গার একটি অংশ হয়েই ছুয়ে নিলাম। বান্দা তোমার নাই হুশ, আমার নাই দোষ !! হাতের বৈঠা পেট্রোল চালিত ইঞ্জিনের মত মাঝ দরিয়ার সাঁতারে নামায় না।
ছাইরাছ হেলাল
আপনার সহমর্মিতার জন্য ধন্যবাদ তবে আপনার মন্তব্যের শেষ অংশ আমি বুঝতে অপারগ।
আপনাকে প্রথম পেলাম মন্তব্যে!
বন্য
সবে মাত্র এলাম সোনেলাতে তাই। হাতে লিখে রাখুন প্রিয়দেরকে তাহলে হারাতে পারবে না। হারানোর বেদনা অনুভব করতে পারি।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ। হাতেই লিখতে চাই, তবে সমস্যা হলো নিজের লেখা নিজেই পড়তে পারি না।
বন্য
অপরাগ শব্দটি কি অপারগ হবে? ব্যাক্যে ব্যবহার অনুযায়ী আমার ধারণা অপারগ হবে। শুভকামনা।
ছাইরাছ হেলাল
আমি ভুল লিখেছি। ‘অপারগ’ হবে। দেখিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
নাটোর শূন্য কিলোমিটার
শব্দ চয়ন আমার অনেক ভালো লেগেছে
ছাইরাছ হেলাল
আচ্ছা, আপনাকে ধন্যবাদ ।
মোঃ মজিবর রহমান
ভাইয়া হারাইছেন বইলায় এত হারান যন্ত্রণা।
যার নাই শে হারাইনাই।
শুধুই আক্ষেপ।
পাঁজরের একটি হাড়ে সামান্য চোট বা চিড় ধরার শব্দ শুনে ফেলি, চিৎকার করি যন্ত্রণার যন্ত্রণায়।
বা! দারুন ! যন্ত্রণা।
ছাইরাছ হেলাল
যে হারায় নাই তার এ যন্ত্রণা বোঝা বা বোঝানোর ক্ষমতা আমার নেই।
মোঃ মজিবর রহমান
প্রিয় হেলাল ভাই,
হারিয়েছি দুঃখ যাতনা রক্তের বিন্দুতে বিন্দুতে জমাট বেধেছে।
আর জ্বলতে জ্বলতে অবশিষ্ট কিছুই নাই।
অঙ্গার এখন।
ছাইরাছ হেলাল
কঠিন অবস্থা দেখছি আপনার।
মোঃ মজিবর রহমান
অসাহ্যাত্বের শেষ নেই বড় ভাই।
আপনাদের মাঝে থেকে তৃপ্তি পায়।
ভাল লাগে
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকেও।
সীমান্ত উন্মাদ
বেতাল বেচাল লেলিন চালের মত হারিয়ে যাওয়ার শোকে লিখা আবোল তাবোলে অনেক অনেক ভাললাগা
শুন্য শুন্যালয়
একটা লেখা কতো প্রিয় হলে এমন করে লেখা যায়? বেশি বেশি প্রিয় হবে বলেই পালিয়েছে সে। হুট করে হয়তো চলেও আসবে একদিন।
কিছু শিক্ষা এজীবনে হবার নয়। শেষ লাইনটা অনেক সুন্দর লিখেছেন। কেউ আপনার বাড়ি গেলে তো দেয়ালে আবোলতাবোলের দেখা পাবে, নতুন একটা ডিজাইন হবে, মন্দ না। একটু একটু করে আবার শুরু করুন, কিছু শব্দ খোঁজাখুঁজি করলে মস্তিস্কে নিশ্চয়ই পাবেন।