শুণ্য

মনির হোসেন মমি ১ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার, ০৯:২২:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ৩৬ মন্তব্য

Yuri-Laptev-Watercolor-Illustration-5কাকে বিশ্বাস করি
নস্বর পৃথিবীর শ্রেষ্ট জীব,
মানুষকে?
সেখানেও মন থাকে সারাক্ষণ দ্বিধা দন্দ্বে
পৃথিবীর রঙ্গ মঞ্চের মানুষ হলো সেরা
অভিনেতা আর অভিনেত্রী,
কাকে  বিশ্বাস করি।

দেখেছি কত মোর বয়স যত
পৃথিবীতে ধরি,
সব চেয়ে অসহ্য কষ্ট ত্যাগ কারিনী
মাকে করছে অবিশ্বাসে পর…
তারই নারী ছিড়া ধন,
কাকে বিশ্বাস করি।

কাকে বিস্বাস করি
পৃথিবীর স্বার্থের দুয়ারে
আপন হয় পর পর হয় আপন
পুত্র,পিতার সম্পদ না পাবার
বিশ্বাসে,
পুত্রের আঘাতে পিতা হয় খুন
রক্তের বন্ধন করে অন বরত ক্রন্দন
কাকে বিশ্বাস করি।

প্রেমিক করে না প্রেমিকাকে বিশ্বাস
প্রেমিকা করে না প্রেমিককে
বিয়ের কথা বললেই প্রেমিক
করেন ছল চাতুরী,
কে কাকে বিশ্বাস করি।

অবিশ্বাস পড়ে
বাইশ পরিবার পুড়ে হয় ছাড়খার
ভাই বুঝে না বোনের মর্ম
বোন বুঝে না ভাইয়ের
স্বার্থের নিকট বন্দী হয়ে
সবাই শুধু নিজ স্বার্থই বুঝে
কাকে বিশ্বাস করি।

কাকে বিশ্বাস করি
কেউ করে প্রার্থনা
কেউ করে পূজাঁ
সৃষ্টিকর্তা আছে জেনেও
কেউ কেউ অবিশ্বাসও করে,
বিস্বাসে বস্তু মিলে
তর্কে বহু দূর
গুণিজনের এমন বাক্য
বিস্বাস করে এখন ক’জনে।

বিশ্বাস অবিশ্বাস পাল্লায় চলে
মানুষের আয়ুর ক্ষণকাল
পার্থিব সব অলংকারে খাদ থাকলেও
মৃত্যুতে নেই,
সে অবিরত অনবরত স্থির চির সত্য
যার আগমনে বিশ্বাস অবিশ্বাস সব
হয় শুণ্য শুণ্য।

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////

কি লিখলাম জানিনা….মন খারাপের বৃষ্টি ভেজা মধ্যাহ্নে হঠাৎ লিখলাম।

৪২৩জন ৪২৩জন
0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ