কাকে বিশ্বাস করি
নস্বর পৃথিবীর শ্রেষ্ট জীব,
মানুষকে?
সেখানেও মন থাকে সারাক্ষণ দ্বিধা দন্দ্বে
পৃথিবীর রঙ্গ মঞ্চের মানুষ হলো সেরা
অভিনেতা আর অভিনেত্রী,
কাকে বিশ্বাস করি।
দেখেছি কত মোর বয়স যত
পৃথিবীতে ধরি,
সব চেয়ে অসহ্য কষ্ট ত্যাগ কারিনী
মাকে করছে অবিশ্বাসে পর…
তারই নারী ছিড়া ধন,
কাকে বিশ্বাস করি।
কাকে বিস্বাস করি
পৃথিবীর স্বার্থের দুয়ারে
আপন হয় পর পর হয় আপন
পুত্র,পিতার সম্পদ না পাবার
বিশ্বাসে,
পুত্রের আঘাতে পিতা হয় খুন
রক্তের বন্ধন করে অন বরত ক্রন্দন
কাকে বিশ্বাস করি।
প্রেমিক করে না প্রেমিকাকে বিশ্বাস
প্রেমিকা করে না প্রেমিককে
বিয়ের কথা বললেই প্রেমিক
করেন ছল চাতুরী,
কে কাকে বিশ্বাস করি।
অবিশ্বাস পড়ে
বাইশ পরিবার পুড়ে হয় ছাড়খার
ভাই বুঝে না বোনের মর্ম
বোন বুঝে না ভাইয়ের
স্বার্থের নিকট বন্দী হয়ে
সবাই শুধু নিজ স্বার্থই বুঝে
কাকে বিশ্বাস করি।
কাকে বিশ্বাস করি
কেউ করে প্রার্থনা
কেউ করে পূজাঁ
সৃষ্টিকর্তা আছে জেনেও
কেউ কেউ অবিশ্বাসও করে,
বিস্বাসে বস্তু মিলে
তর্কে বহু দূর
গুণিজনের এমন বাক্য
বিস্বাস করে এখন ক’জনে।
বিশ্বাস অবিশ্বাস পাল্লায় চলে
মানুষের আয়ুর ক্ষণকাল
পার্থিব সব অলংকারে খাদ থাকলেও
মৃত্যুতে নেই,
সে অবিরত অনবরত স্থির চির সত্য
যার আগমনে বিশ্বাস অবিশ্বাস সব
হয় শুণ্য শুণ্য।
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////
কি লিখলাম জানিনা….মন খারাপের বৃষ্টি ভেজা মধ্যাহ্নে হঠাৎ লিখলাম।
৩৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
কাউকে বিশ্বাস করা যায় না আসলে
যাবেও না
বিশ্বাসকেও বিশ্বাস নেই।
ভালো লিখেছেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হ্যা ঠিক তাই তবুওতো বিশ্বাস করতে হয় ধন্যবাদ -{@
খেয়ালী মেয়ে
বিশ্বাস ঠুনকো হয়ে গেছে, তারপরও বিশ্বাস করতে হয়–আর বিশ্বাস করি বলেই বুঝতে পারি যে মানুষ আজকাল বিশ্বাসের মর্যাদা দিতে জানে না………..
যা লিখেছেন দারুন লিখেছেন (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কেননা বিশ্বাস ছাড়া জীবন অচল -{@ ধন্যবাদ
অরণ্য
লেখা ভাল লেগেছে মনির ভাই।
তবে মজার ব্যাপার হলো আমরা প্রতিনিয়তই বিশ্বাস করছি কাউকে না কাউকে। অনেক সময় এমন যে, কেউ বিশ্বাসঘাতকতা করতেই পারে জেনেও কাউকে না কাউকে বিশ্বাস করা! বিশ্বাস করা আমাদের স্বভাব – সহজাত ব্যাপার। বিশ্বাস হারিয়ে যাওয়া কারো প্রতি; সে ভয়ানক কষ্টের।
ভাল থাকবেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ইয়েস একদম সত্য -{@ ধন্যবাদ
অরুনি মায়া
সত্যি বলেছেন বিশ্বাস নামক বস্তুটি এখন চরম অবিশ্বাসের খাঁচায় আবদ্ধ। একটা সময় আসবে খাঁচায় বন্দি বিশ্বাস পুরোপুরি প্রাণ ত্যাগ করবে। বেঁচে রইবে শুধু অবিশ্বাস,,,,,,,,,,
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আজ কাল বিশ্বাসের কোন ভরসা নেই।স্বার্থেের কারনে আপন রক্তও বেঈমানি করে।ধন্যবাদ -{@
নীলাঞ্জনা নীলা
খুব সত্যি এ কথাটি, একটি সম্পর্ক নির্ভর করে বিশ্বাসের উপর। একবার ভেঙ্গে গেলে আর কোনোদিন সেই সম্পর্ক টিকে থাকেনা। মনির ভাই তবুও আমরা বিশ্বাস করি, পারিনা যে।
মন ভালো হোক। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
-{@ হুম দিদি ঠিক তাই,পৃথিবীতে মৃত্যু আর বিশ্বাসই মানুষকে সঠিক পথে নেয় -{@
ছাইরাছ হেলাল
প্রতিনিয়ত আস্থাহীনতার দিকেই যাচ্ছি অরুদ্ধ গতিতে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তাইতো দেখছি -{@ গুরু
শুন্য শুন্যালয়
মানুষ একটি প্রানীর নাম, এমন একটা প্রানী যার আইকিউ বেশি। এর চাইতে আর কিছু ভাবিনা আর।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম সেটা ঠিক আছে তবে কিছু মানুষ বেশী আইকিউ থাকায় জানোয়ারের চেয়েও অধম হয়ে যায়।ধন্যবাদ আপু। -{@
মরুভূমির জলদস্যু
অবিশ্বাস করেন আর নাই করেন “বিস্বাস” বানান টা ভুল হয়েছে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ঠিক করেছি ওস্তাদ -{@
তানজির খান
বিশ্বাস কেও বিশ্বাস নেই ভাই।
শুভ কামনা থাকলো ,একদিন বিশ্বাস খুজে পাবেন নিশ্চয়ই ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সেই বিশ্বাসেই পড়ে আছি -{@
প্রজন্ম ৭১
আমি এখন আর কাউকে বিশ্বাস করিনা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
গন্ধ পাচ্ছি কোন বিরহের -{@
ইমন
তারপরেও প্রতি মূহুরর্তে বিষাস করি,করতে হয় 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম -{@
মোঃ মজিবর রহমান
তবুও করি বিশ্বাস এই মানুষকে, যদিও খোয়াতে হয় অনেক কিছু।
সব সত্যি সব সত্যি সব সত্যি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হ্যা ঠিক তাই, -{@ মজিবর ভাই আপনি ভাল আছেনতো?
মোঃ মজিবর রহমান
আল্লাহ রেখেছে বাচিয়ে ভাই।
ব্লগার সজীব
সব সত্যি কথা বলেছেন ভাই।
জিসান শা ইকরাম
বিশ্বাস এখন শূন্যের দিকেই ধাবিত
ভালো লিখেছেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ -{@
মেহেরী তাজ
কাওকে বিশ্বাস করার দরকার নাই। নিজেকে বিশ্বাস করুন তাইলেই হবে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
নিজের উপর বিশ্বাস আছে বলেইতো এখনো জীবিত।ধন্যবাদ চমৎকার এবং বাস্তব মুখী মন্তব্যের জন্য -{@
অনিকেত নন্দিনী
বিশ্বাস!
এই শব্দটা এখন ডিকশনারিতে ঘুমায়। বাস্তবে এর দেখা পাওয়া খুব মুশকিল। আমাদের মনুষ্যসমাজ বিশ্বাসের জন্য পর্যাপ্ত বাতাসের যোগান দিতে পারেনা বলে বিশ্বাস বেচারা শ্বাসকষ্টে ভোগে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু -{@
স্বপ্ন
বিশ্বাস ফিকে হয়ে গিয়েছে ভাইয়া
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম -{@
আজিম
কেন এমন হচ্ছে ভাইয়া? বিশ্বাস কী উঠেই যাচ্ছে? কোন সমাধান নাই?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সমাধান নিজের কাছে… -{@ আমি ভাল তো জগৎ ভাল।